ফের ধাক্কা খেলেন রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আগাম জামিনের আর্জি ফিরিয়ে দিল বারাসত আদালত। রাজীব কুমারের বিরুদ্ধে অধিকাংশ মামলাই যেহেতু দক্ষিণ ২৪ পরগনার আলিপুর আদালতে নথিভুক্ত। বেশিরভাগ চার্জশিট যেহেতু ওই আদালতেই, তাই এ মামলার বিচারে এক্তিয়ার নেই, মঙ্গলবার এই যুক্তিতেই মামলা ফিরিয়ে দিল বারাসত জেলা আদালত। এর আগে মঙ্গলবার সকালে এই একই যুক্তিতে বারসতের বিধায়ক-সাংসদদের জন্য তৈরি বিশেষ আদালতে রাজীবের আবেদন ফিরিয়ে দিয়েছিল।
অন্যদিকে, রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে সিবিআইয়ের আর্জি আলিপুর আদালতে পাঠাল বারাসত আদালত। বিচারক সঞ্জীব দারুকা জানান, রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিশেষ আদালত দিতে পারে না। এটা এই আদালতের এক্তিয়ারে নেই। ফলে দু'পক্ষই আজ আলিপুর আদালতের শরাণাপন্ন হতে পারে। আইনজ্ঞদের ব্যাখ্যা, রাজীব কুমারের আইনজীবীরা আলিপুর জেলা জজ কোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন। অন্যদিকে, আইপিএসের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আর্জি নিয়ে আলিপুরের এসিজেএম আদালতের দ্বারস্থ হতে পারে সিবিআই।
আরও পড়ুন: ‘রাজীব কুমারের পরিণতির জন্য মমতাই দায়ী’
সোমবার সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। সেই আবেদন শুনতেই রাজি হয়নি বিশেষ আদালত। বারাসত আদালত জুড়ে এদিন সকাল থেকেই ছিল চূড়ান্ত তৎপরতা।
আইনজীবী সুব্রত চক্রবর্তী কী বললেন?https://t.co/I4HBeRAoo9 pic.twitter.com/pC4MySAPWx
— IE Bangla (@ieBangla) September 17, 2019
এদিকে গত শুক্রবার থেকেই খুঁজে পাওয়া য়াচ্ছে না কলকাতার প্রাক্তন নগরপালকে। সিবিআই তলব করলেও আসেননি তিনি। রাজ্য প্রশাসনের তরফে পুলিশের ডিজি, মুখ্য ও স্বরাষ্ট্র সচিব সিবিআইকে জানিয়েছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত আইপিএসের খোঁজ তাদের জানা নেই। তারই মাঝে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছেন রাজীব কুমার। তাই আইনি লড়াইতে কোমড় বেঁধেই নামতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আইনি বাঁধুনিকে আরও পোক্ত করতে সোমবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে সিবিআই। ফলে রাজীব কুমার বনাম সিবিআই সংঘাত নয়া মোড় নিয়েছে।
রাজীব কুমারের হদিশ পেতে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। রাজীব কুমারের খোঁজে সোমবার সকালে নবান্নে যান সিবিআই আধিকারিকরা। ডিজি-র পর মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন সিবিআইয়ের অফিসাররা। সূত্রের খবর, বাইকে করে আসেন দুই সিবিআই আধিকারিক। সিবিআইয়ের চিঠি ‘রিসিভ’ করেছে পুলিশ। তার আগে রবিবারও কলকাতার প্রাক্তন নগরপালের খোঁজে নবান্নে ডিজি, মুখ্য ও স্বারাষ্ট্র সচিবকে চিঠি দিতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। যা ঘিরে এক দফা উত্তেজনা তৈরি হয়।
আরও পড়ুন: জনসংযোগে পুজোয় ৩,০০০ বইয়ের স্টল দেবে বিজেপি
গত শুক্রবার রাজীবের উপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। ওই দিন বিকেলেই রাজীবের পার্ক স্ট্রিটের ঠিকানায় গিয়ে নোটিস দিয়ে আসে সিবিআই। বলা হয়, শনিবার সকাল ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছতে। কিন্তু, যাননি রাজীব। তদন্ত এজেন্সির অফিসাররা বিকেল পর্যন্ত অপেক্ষা করে চলে যান নিজাম প্যালেসে। প্রথমে নিজেদের মধ্যে বৈঠক করেন। তারপর সেখান থেকে চলে যান আইনজীবীর কাছে। সেই দলে ছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবও। রীতিমতো মেপে এগোতে চাইছে সিবিআই।