সারদাকাণ্ডে কুণাল,শতাব্দী-সহ ৬ জনকে তলব ইডির

প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ, অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়, ক্লাব কর্তা দেবব্রত সরকার, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল, সন্ধির আগরওয়াল ও সারদার এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বাকে তলব করল ইডি।

প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ, অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়, ক্লাব কর্তা দেবব্রত সরকার, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল, সন্ধির আগরওয়াল ও সারদার এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বাকে তলব করল ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
kunal ghosh, satabdi roy, কুণাল ঘোষ, শতাব্দী রায়

কুণাল ঘোষ ও শতাব্দী রায়। ছবি: টুইটার।

সারদাকাণ্ডের তদন্তে জোর তৎপরতা শুরু করল ইডি। সারদা তদন্তে এবার একসঙ্গে ৬ জনকে তলব করল ইডি। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ, অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়, ক্লাব কর্তা দেবব্রত সরকার, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল, সন্ধির আগরওয়াল ও সারদার এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সারদাকাণ্ডে এর আগে কুণাল ঘোষ, সন্ধির আগরওয়াল, দেবব্রত সরকার, অরিন্দম দাসকে গ্রেফতার করা হয়েছিল। এঁদের নামে চার্জশিটও জমা পড়েছে। অন্যদিকে, ক’দিন আগেই এ মামলায় শতাব্দী রায়কে তলব করেছিল ইডি। কিছুদিনের মধ্যে ফের বীরভূমের সাংসদকে তলব করা হল।

আরও পড়ুন: রোজভ্যালিকাণ্ডে প্রসেনজিতের পর ঋতুপর্ণাকে তলব ইডির


কেন ৬ জনকে তলব করল ইডি?

Advertisment

সূত্র মারফৎ জানা গিয়েছে, সারদাকাণ্ডের তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে, সারদার কাছ থেকে টাকা পেয়েছেন এই ৬ জন। সেই টাকা কোথায় গেল? জানতে চান তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি নগদেও লেনদেন হয়েছে। মূলত আর্থিক লেনদেন নিয়েই এই ৬ জনকে তলব বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: প্রসেনজিৎকে তলব ইডির, রোজভ্যালিকাণ্ডে নাম জড়াল নায়কের

এদিকে সংসদের অধিবেশন চলায় এখন হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে জানিয়েছেন সাংসদ শতাব্দী রায়। সংসদের অধিবেশন শেষ হলেই হাজিরা দেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ইডি সূত্রে খবর, সংসদে অধিবেশন শেষ হওয়ার পর ফের শতাব্দীকে তলব করা হবে।

Advertisment

উল্লেখ্য, কিছুদিন আগেই সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে এ মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় আইপিএস অর্ণব ঘোষকেও।

kolkata news