Advertisment

West Bengal News Updates: বিক্ষিপ্ত বৃষ্টিতেই খুশি থাকতে হবে শহর কলকাতাকে?

West Bengal news today updates: আগামী আটচল্লিশ ঘণ্টায় নেই ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ultadanga overpool

উড়ালপুলে ফাটল। প্রতীকী ছবি

West Bengal news today updates: উল্টোডাঙা উড়ালপুলে বড়সড় ফাটল দেখা দেওয়ায় দু'দিক থেকেই বন্ধ করে দেওয়া হল যান চলাচল। উল্লেখ্য, ২০১৩ সালে ভেঙে পড়ে এই ফ্লাইওভার এবং ফের চালু হয় ২০১৪ সালে। কলকাতা পুলিশের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

Advertisment

এদিকে, বৃষ্টি যেন এসেও আসছে না মহানগরের বুকে। 'ছিটেফোঁটা বৃষ্টি' নিয়েই থাকতে হচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে। আজ আকাশ মেঘলাই থাকবে, হবে বিক্ষিপ্ত বৃষ্টিও, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, নূন্যতম ৫৭ শতাংশ।

অন্যদিকে, বিধাননগরের মেয়র বনাম শাসক দল চাপানউতোরে সরগরম বঙ্গ রাজনীতি। দলবিরোধী কাজের জেরে রবিবারই বিধাননগরের মেয়রের ডানা ছাঁটে তৃণমূল। ঘাসফুল শিবিরের সেই পদক্ষেপের পরই রাতে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন সব্যসাচী দত্ত। এ নিয়ে ফের তোলপাড় বঙ্গ রাজনীতি। জানা যাচ্ছে, এই বৈঠকের পর সব্যসাচীর বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিচ্ছে তৃণমূল। সোমবার সকালে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার রাজ্যের পুরমন্ত্রী তথা তৃণমূলের তরফে কাউন্সিলরদের নেতা ফিরহাদ বলেন, ‘‘সব্যসাচী বেইমানি করেছে, মীরজাফর…" বিস্তারিত পড়ুন, ‘সব্যসাচী মীরজাফর, সম্মান থাকলে দল ছেড়ে দিক’

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট পেতে দেখুন, Follow the update here:














19:31 (IST)09 Jul 19





















উল্টোডাঙা উড়ালপুলে যান চলাচল বন্ধ

উল্টোডাঙা উড়ালপুলে বড়সড় ফাটল দেখা দেওয়ায় দু'দিক থেকেই বন্ধ করে দেওয়া হল যান চলাচল। উল্লেখ্য, ২০১৩ সালে ভেঙে পড়ে এই ফ্লাইওভার এবং ফের চালু হয় ২০১৪ সালে। কলকাতা পুলিশের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

16:42 (IST)09 Jul 19





















ফের কলকাতায় 'বালিকা'কে যৌন হেনস্তা

মাথায় বন্দুক ধরে ভয় দেখিয়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল কলকাতায়! অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা নবম শ্রেণির ওই ছাত্রী দক্ষিণ কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। নেতাজিনগরের বাসিন্দা অভিযুক্ত গৃহশিক্ষক রাজীব চক্রবর্তীর কাছে গত কয়েক বছর ধরে সে পড়তে যেত। কিশোরীর পরিবারের অভিযোগ, ওই শিক্ষক গত কয়েক মাস যাবত নিয়মিত ওই ছাত্রীকে যৌন নির্যাতন করত। সবিস্তারে পড়ুন, মাথায় বন্দুক ধরে কলকাতায় মাসের পর মাস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

16:04 (IST)09 Jul 19





















কংগ্রেস থেকে সরলেন সোমেন

রাহুল গান্ধীর দেখানো পথে প্রদেশ কংগ্রেসেও পদত্যাগের ঢেউ আছড়ে পড়ল। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সোমেন মিত্র। গত পরশু পদত্যাগপত্র জমা দেন সোমেন মিত্র। কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীর পদত্যাগের সিদ্ধান্তের জেরেই প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সোমেন মিত্র নিলেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি লোকসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায় নিয়ে সোমেন মিত্রের পদত্যাগ বলেও জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা সোমেন মিত্রের

14:44 (IST)09 Jul 19





















ভয়ংকর ঘটনা উত্তরবঙ্গে!

উত্তরবঙ্গের একটি স্কুলের জানলা থেকে পড়ে মৃত্যু হল নবম শ্রেণির এক পড়ুয়ার। তার আরেক সহপাঠীও ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে। গত সোমবার ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার ফুলবাড়ি এলাকায়। সিবিএসই বোর্ডের অর্ন্তগত ওই স্কুলের অধ্যক্ষ টি রজনী প্রসাদ জানিয়েছেন, স্কুলের লাঞ্চ ব্রেক চলার সময় ঋষভ আর্য এবং ঋত্বিক কুমার নামে ওই দুই পড়ুয়া জানলার সামনে দাঁড়িয়ে একে অন্যকে ধাক্কা দিচ্ছিল। সেই সময়ই টাল সামলাতে না পেরে তারা জানলা দিয়ে পড়ে যায়। বিস্তারিত পড়ুন, স্কুলের জানলা দিয়ে পড়ে মৃত্যু ছাত্রের, আশঙ্কাজনক আরও এক

" id="lbcontentbody">
12:46 (IST)09 Jul 19





















শহরে যুবরাজ, পেলেন জীবনকৃতী পুরস্কার

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সম্বর্ধনা নিতে শহরে আসেন সদ্য অবসর নেওয়া ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সঞ্জীব গোয়েঙ্কা যুবরাজের হাতে সংগঠনের পক্ষ থেকে জীবনকৃতী সম্মান তুলে দেন। প্রসঙ্গত, ১০ জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ সিং। ২০০০ সালে নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে ভারতের জার্সিতে ওয়ান-ডে অভিষেক হয়েছিল যুবরাজের। আর তার তিন বছর পর তিনি মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে প্রথম ম্যাচ খেলেছিলেন। ২০০৭-এ স্কটল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ভারতের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারে ইতি টানলেন যুবি। ৪০টি টেস্ট ও ৩০৪টি ওয়ান-ডে ও ৫৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই পাঞ্জাব পুত্তর।

publive-image

12:09 (IST)09 Jul 19





















বিধাননগরের মেয়র পদ থেকে কী সরবে সব্যসাচী?

আজ বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। দুপুর ২টো নাগাদ বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর কাছে অনাস্থা প্রস্তাব পেশ করবেন তৃণমূল কাউন্সিলররা। ইতিমধ্যেই সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন ২৮ জন কাউন্সিলর। উল্লেখ্য, অনাস্থা আনতে এক তৃতীয়াংশ সমর্থন লাগে। সূত্রের খবর, এক তৃতীয়াংশের বেশি সমর্থন পেয়েছে তৃণমূল। তবে কী হতে চলেছে আজ বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, সব্যসাচীর বিরুদ্ধে আজই অনাস্থা আনছে তৃণমূল

11:12 (IST)09 Jul 19





















ফের কাটমানি বিক্ষোভ বঙ্গে

কাটমানি ইস্যুতে বাংলায় বিক্ষোভ-অশান্তি যেন থামছেই না। কাটমানি বিবাদ নিয়ে সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও বিজেপি সমর্থকরা। কাটমানিকাণ্ডে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে ৭ জন। ঘটনাস্থলে পুলিশের উপরও আক্রমণের অভিযোগ উঠেছে। পুলিশের ২টি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন, কাটমানি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পটাশপুর

10:06 (IST)09 Jul 19





















দেখে নিন শহরের যান চলাচলের হাল হকিকত

" id="lbcontentbody">
09:19 (IST)09 Jul 19





















কী বলছে হাওয়া অফিস? বৃষ্টিতে কি আজ ভিজবে শহর?

publive-image

West Bengal news today updates: খাতায়-কলমে সোমবারই প্রথম টালিগঞ্জে শক্তি প্রদর্শন করল গেরুয়া ব্রিগেড। এদিন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন (ইআইএমপিসিস)-এর তরফে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছিল। টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয় প্রায় সাড়ে তিনটে নাগাদ। কয়েকশো শিল্পী-কলাকুশলীদের এই মিছিলে বার বার শোনা যায়, টালিগঞ্জে দাদাগিরি ও দিদিগিরি বন্ধ হোক! দাসানি স্টুডিওতে গিয়ে বিকেল পাঁচটা নাগাদ শেষ হয় এই মিছিল। বিস্তারিত পড়ুন, ‘টালিগঞ্জে বিশ্বাস ভাইদের দাদাগিরি চলবে না’
tmc bjp Cinema weather west bengal politics
Advertisment