West Bengal news today updates: এবার গুলি চালানোর অভিযোগ খোদ আইনের রক্ষকের বিরুদ্ধে। চুঁচুড়ার স্থানীয়দের বক্তব্য, তল্লাশির নামে নিরীহ নাগরিকদের মারধর করে পুলিশ। এমনকি শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগও করা হয় পুলিশের বিরুদ্ধে। এই প্রতিবাদে আজ সকাল থেকেই স্থানীয়রা বনধ ডাকে এলাকায়। এদিকে,পুলিশের তরফে স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয়দের কাছ থেকে এলাকায় দুষ্কৃতীদের খবর পেয়ে ধরপাকড় অভিযানে যায় পুলিশ। তখন দুষ্কৃতীরাই পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও স্থানীয়দের বক্তব্য, তল্লাশি অভিযানের নামে রবীন্দ্রনগর এলাকায় পুলিশ তান্ডব চালায়। ঘটনার জেরে স্থানীয়রা জিটি রোড অবরোধ করে।
এদিকে তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। মুকুল রায়ের ‘পরামর্শে’ই কি এবার আইনের পথে হাঁটলেন সব্যসাচী দত্ত? শুক্রবার সব্যসাচী বনাম তৃণমূল সংঘাত গড়াল হাইকোর্ট পর্যন্ত। বিধাননগরের মেয়রের বিরুদ্ধে ইতিমধ্যে অনাস্থা প্রস্তাব এনেছে তাঁরই দল তৃণমূল। সেই প্রস্তাবের ভিত্তিতে আগামী ১৮ জুলাই ভোটাভুটিতে অংশ নেবেন বিধাননগর পুরনিগমের কাউন্সিলররা। এমতাবস্থায় অনাস্থাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করলেন সব্যসাচী দত্ত। সোমবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে এ মামলার শুনানি। কেন এমন করলেন সব্যসাচী? বিস্তারিত পড়ুন, নেপথ্যে মুকুল? তৃণমূলকে চ্যালেঞ্জ সব্যসাচীর
অন্যদিকে, দলবদলের পর থেকেই প্রায়শই মুকুল-তৃণমূল বাগযুদ্ধে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। এবার মুকুল রায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলে একদা তাঁরই সতীর্থ তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ‘‘মুকুল রায় যাওয়ার পরই বিজেপিতে দুষ্কৃতী, লম্পটরা ঢুকেছে। ও কী জিনিস জানি আমরা’’, এ ভাষাতেই দলের একদা ‘প্রধান সেনাপতি’কে একহাত নিলেন জ্যোতিপ্রিয়। মুকুল রায়ের বিরুদ্ধে আর কী কী বলেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী? সবিস্তারে পড়ুন, মুকুল রায় কী জিনিস জানি, তাই দল থেকে তাড়ানো হয়েছিল: জ্যোতিপ্রিয়
শনিবার অর্থাৎ আজ রাত এগারোটা থেকে আগামীকাল, রবিবার, সকাল ছটা পর্যন্ত ফের বন্ধ থাকবে বিমানবন্দরমুখী উল্টোডাঙা উড়ালপুলের ফ্ল্যাঙ্ক। উড়ালপুলের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ, জানিয়েছেন কর্তৃপক্ষ।
নিমতায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু-র খুনের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার আরও ২ জন। সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে দুই অভিযুক্তকে চিহ্নিত করে সিআইডির হমিসাইড শাখার তদন্তকারী দল। তার পরই দুই অভিযুক্তের সন্ধান শুরু হয়। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে বিল্টু ওরফে সুবীর দাস (২৯) এবং বিশ্বজিৎ কুণ্ডু ওরফে বিশ্ব (২৮) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে সিআইডি গোয়েন্দারা। এর আগে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা সুমন কুণ্ড ও সুজয় দাসকে গ্রেফতার করে পুলিশ।
কলকাতার নন্দরাম মার্কেটে ফের আগুন। নন্দরাম মার্কেটের কাপড়ের গুদামে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। দুপুর ৩টে নাগাদ নন্দরাম মার্কেটে আগুন লাগে বলে খবর। মার্কেট সংলগ্ন পাশের গোডাউনে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সে ব্যাপারে সচেষ্ট দমকল। এদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। তবে কীভাবে আগুন লাগে সে ব্যাপারে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। বিস্তারিত পড়ুন, কলকাতার নন্দরাম মার্কেটে ফের আগুন
হুগলীর চুঁচুড়ায় দুষ্কৃতীদের দৌরাত্ম ঠেকাতে অভিযানে নেমে পুলিশের বিরুদ্ধেই গুলি চালানোর এবং স্থানীয়দের মারধরের অভিযোগ ওঠে। সেই প্রতিবাদে আজ বনধ ডাকে শহরবাসী। অবরোধ করে জিটি রোড। চুঁচুড়ার স্থানীয়দের বক্তব্য, তল্লাশির নামে নিরীহ নাগরিকদের মারধর করে পুলিশ। এমনকি শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগও করা হয় পুলিশের বিরুদ্ধে। এই প্রতিবাদে আজ সকাল থেকেই স্থানীয়রা বনধ ডাকে এলাকায়। এদিকে, পুলিশের তরফে স্থানীয়দের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয়দের কাছ থেকে এলাকায় দুষ্কৃতীদের খবর পেয়ে ধরপাকড় অভিযানে যায় পুলিশ। তখন দুষ্কৃতীরাই পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও স্থানীয়দের বক্তব্য, তল্লাশি অভিযানের নামে রবীন্দ্রনগর এলাকায় পুলিশ তান্ডব চালায়। ঘটনার জেরে স্থানীয়রা জিটি রোড অবরোধ করে।
বুধবার কলকাতা বিমানবন্দরে স্পাইসজেট টেকনিশিয়ানের ‘অপ্রত্যাশিত’ মৃত্যুর তদন্তের নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক আধিকারিক বলেন, “ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শীঘ্রই তদন্তের ভিত্তিতে রিপোর্টও জমা দেওয়া হবে।” সূত্রের খবর, বৃহস্পতিবার তদন্ত শুরুর নির্দেশ আসার পরেই দেখা হয় যে বিমানের রক্ষণাবেক্ষণের কাজ বিমানবন্দরের রীতিনীতি মেনেই করা হচ্ছিল কি না? বিস্তারিত পড়ুন, স্পাইসজেট কর্মীর ‘অপ্রত্যাশিত’ মৃত্যুতে জরুরি তদন্তের নির্দেশ কেন্দ্রের
পিজি হাসপাতালে এক শিশুর অ্যাবডোমিনাল টিউমার অস্ত্রোপচারের সময় দেখা দিল সমস্যা। শিশুটির প্রয়োজন ছিল অত্যন্ত বিরল বম্বে গ্রুপ রক্তের। অথচ সারা শহরে মাত্র একজন রক্তদাতার সন্ধান পাওয়া যায়। তাও মাত্র এক ইউনিট রক্ত দিতে সমর্থ। হাসপাতালের ব্লাড ব্যাংক এবং ডাক্তারদের তৎপরতায় সুদূর রাজস্থান থেকে সরকারি খরচে উড়িয়ে আনা হয়েছে আরও এক ইউনিট রক্ত। আজ হাসপাতালে শিশুটির অস্ত্রপচার চলছে। বিস্তারিত পড়ুন, পিজি হাসপাতালে হলো অস্ত্রোপচার, রক্ত উড়ে এল রাজস্থান থেকে!
নতুন বাইকের ইএমআই-য়ের টাকা দিতে রাজি হননি মা। সে কারণে তাঁকে মারতে মারতে মেরেই ফেলল ২৬ বছরের ছেলে। গুণধর পুত্রের হাতে নিহত মহিলার নাম মালতী মণ্ডল। তাঁর বয়স ৫৫। এ ঘটনা হাওড়ার উলুবেড়িয়ার। অভিযুক্ত রাকেশ মণ্ডল একটি জুট মিলের কর্মচারী। এক আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত রাকেশ সম্প্রতি একটি মোটর সাইকেল কিনেছিল। তার চাহিদ ছিল মোটর সাইকেলের ইএমআই মেটানোর জন্য তার মা তাকে সাহায্য করবেন। এ নিয়ে নিত্য মায়ের সঙ্গে ঝামেলা লেগেই থাকত তার।” বিস্তারিত পড়ুন, বাইকের ইএমআই না দেওয়ায় মা-কে খুন করল ছেলে
‘ঘুরে দাঁড়ানো’র চ্যালেঞ্জে তৃণমূলকে সাফল্য এনে দিতে মরিয়া হয়ে উঠেছেন পিকে। দলকে চাঙ্গা করতে তৃণমূল সুপ্রিমোর আশা-ভরসা প্রশান্ত কিশোরই। উনিশের নির্বাচনী ধাক্কা সামলে তৃণমূলকে ‘ঘুরে দাঁড়ানোর’ দাওয়াই দিতে এবার মমতা বাহিনীর জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক সারলেন পিকে। শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক থেকে তৃণমূলের জেলা সভাপতিদের একগুচ্ছ পরামর্শ দিলেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট। ওই বৈঠকে ছিলেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তবে তাঁরা নেহাতই ছিলেন দর্শকের ভূমিকায়। বিস্তারিত পড়ুন, তৃণমূলকে ‘ঘুরে দাঁড়াতে’ দাওয়াই দিলেন পিকে