Pomegranate Juice: অন্তত ১ মাস প্রতিদিন সকালে খান ডালিমের সরবত! ভাবতেই পাচ্ছেন না কী হবে

Drinking pomegranate juice: অন্তত ১ মাস ধরে প্রতিদিন সকালে ডালিমের সরবত পান করলে অবিশ্বাস্য পরিবর্তন ঘটবে শরীরে। সুস্থ জীবনযাপনের জন্য মিস করবেন না এই তথ্যগুলো।

Drinking pomegranate juice: অন্তত ১ মাস ধরে প্রতিদিন সকালে ডালিমের সরবত পান করলে অবিশ্বাস্য পরিবর্তন ঘটবে শরীরে। সুস্থ জীবনযাপনের জন্য মিস করবেন না এই তথ্যগুলো।

author-image
IE Bangla Web Desk
New Update
Pomegranate Juice: ডালিম।

Pomegranate Juice: ডালিম। (প্রতীকী ছবি)

Benefits of Drinking Pomegranate Juice: পুষ্টিগুণে ভরপুর ডালিমের সরবত শুধু স্বাদের জন্য নয়, এটি একটি প্রাকৃতিক স্বাস্থ্য টনিকও। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন সকালে ডালিমের সরবত পান করলে শরীর ও মনে আসে দারুণ পরিবর্তন। চলুন জেনে নেওয়া যাক, ১ মাস ডালিমের সরবত পান করলে কী কী উপকার পেতে পারেন আপনি।

Advertisment

১. ইমিউনিটি বৃদ্ধি পায়

পিউনিক্যালাগিন এবং ভিটামিন সি সমৃদ্ধ ডালিমের সরবত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত পান করলে সিজনাল ফ্লু এবং ঠান্ডা লাগার প্রবণতা কমে।

২. হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে

Advertisment

ডালিমের সরবত রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।

৩. হজমশক্তি উন্নত হয়

ডালিমের রস প্রাকৃতিকভাবে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং হজমের সমস্যা দূর করে। বিশেষ করে যাঁরা অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপকারী।

৪. ত্বকের উজ্জ্বলতা বাড়ে

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডালিমের রস ত্বকে বয়সের ছাপ কমায় এবং ত্বককে করে তোলে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।

৫. চুলের স্বাস্থ্য ভালো হয়

ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়মিত ডালিমের সরবত পান করলে চুল পড়ার সমস্যা কমে।

৬. ওজন কমাতে সাহায্য করে

ডালিমের সরবত কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত, যা দীর্ঘক্ষণ পেট ভরে রাখে। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন কমাতে সাহায্য করে।

৭. রক্তের হিমোগ্লোবিন বাড়ায়

লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে ডালিমের রসে থাকা গুরুত্বপূর্ণ মিনারেলস। রক্তাল্পতার সমস্যায় এটি বিশেষ উপকারী।

আরও পড়ুন- শুক্রের রাশি পরিবর্তন! মেষে প্রবেশে কাদের ভাগ্যে আসছে সৌভাগ্য ও সমৃদ্ধি, আপনিও কি সেই দলে?

৮. হাড়ের গঠন মজবুত করে

ডালিমের রসে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যা হাড়ের শক্তি বজায় রাখতে সাহায্য করে। বয়স্কদের জন্য এটি একটি ভালো প্রাকৃতিক ওষুধের কাজ করে।

আরও পড়ুন- সুযোগ পেলেই গরমে তরমুজ খাচ্ছেন! ফের ১টা কেনার আগে জানুন কী হতে পারে

৯. মানসিক চাপ কমায়

ডালিমের রস মস্তিষ্কের স্নায়ুগুলিতে পজিটিভ প্রভাব ফেলে, যা মানসিক চাপ এবং উদ্বেগ কমতে সাহায্য করে।

আরও পড়ুন- এই চারটে খাবার আপনার ডায়েটে রাখুন, ঋতু পরিবর্তনের রোগ ছুঁতেও পারবে না!

১০. দৃষ্টিশক্তি ভালো রাখে

ডালিমের রসে থাকা ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং বয়সজনিত চোখের রোগ প্রতিরোধে সহায়তা করে।

আরও পড়ুন- যমুনোত্রী থেকেই কেন শুরু হয় পবিত্র চারধাম যাত্রা? জানুন এর পিছনে রয়েছে কোন রহস্য

যদিও ডালিমের সরবত অত্যন্ত স্বাস্থ্যকর, তবে অতিরিক্ত পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সরবত পান করবেন।

health juice drink