Advertisment

Singles’ Day 2024: সম্পর্কের বাঁধন নাপসন্দ? সিঙ্গলরা এই ৫ উপায়ে নিজের যত্ন নিন Singles Day-তে

How to Celebrate Singles’ Day 2024: Double 11 নামেও পরিচিত, সিঙ্গেলস ডে হল একটি চিনা উদযাপনের দিন। যেদিন মানুষ কেনাকাটা এবং স্ব-যত্নে লিপ্ত হয়।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
Singles’ Day 2024: ৫ উপায়ে নিজেকে ভালবাসুন সিঙ্গলস ডে-তে

Singles’ Day 2024: ৫ উপায়ে নিজেকে ভালবাসুন সিঙ্গলস ডে-তে

5 Ways to Celebrate Singles’ Day 2024: Double 11 নামেও পরিচিত, সিঙ্গেলস ডে হল একটি চিনা উদযাপনের দিন। যেদিন মানুষ কেনাকাটা এবং স্ব-যত্নে লিপ্ত হয়। এই দিনটি একমাত্র তাঁদের জন্যই যাঁরা কারও সঙ্গে সম্পর্কের মধ্যে নেই, এবং নিজেদের জীবনে একা। আপনার জীবনে বিশেষ কিছু না থাকা সত্ত্বেও কখনও কখনও সিঙ্গলস ডে স্বাধীনতা উদযাপন, একা বেঁচে থাকার আনন্দ খুঁজে পেতে এবং সুখকে জড়িয়ে ধরার জন্য আদর্শ।

Advertisment

প্রতি বছর, সিঙ্গেলস ডে ১১ ​​নভেম্বর উদযাপিত হয়। আজকে আমরা বিশেষ দিনটি উদযাপন করার জন্য, আপনার অন্তরাত্মাকে উদযাপন এবং লালনের জন্য এই ৫টি উপায় রইল প্রতিবেদনে।

নতুন রান্না শিখুন

বাড়িতে একা বসে না থেকে এবং সম্পর্ক ভাঙার কথা না ভেবে কিছু নতুন খাবার রান্না করার কথা ভেবে দেখতে পারেন। কোনও সুস্বাদু কেক বা অন্য কোনও খাবারের রেসিপি ট্রাই করতে পারেন। কোনও নতুন কিছু শেখার জন্য ভাল উপায়।

Singles’ Day 2024: ৫ উপায়ে নিজেকে ভালবাসুন সিঙ্গলস ডে-তে

বাড়িতেই স্পা-ডে

সবসময় পকেট খসানোর দরকার নেই ভাল থাকার জন্য। কিছু বাথ সোপ, ওয়েল এবং সুগন্ধী মোম, ফুল সহযোগে বাড়িতেই স্পা করতে পারেন। সঙ্গে থাকবে পছন্দের বই। নিজের বাড়ির বাথরুমেই এটা করতে পারেন। টাকা খরচ করে বাইরে গিয়ে স্পা করার প্রয়োজন নেই।

Singles’ Day 2024: ৫ উপায়ে নিজেকে ভালবাসুন সিঙ্গলস ডে-তে

নতুন বই পড়া

ব্যস্ত জীবন নিয়ে অভিযোগ না করে বাড়িতে একা একা নতুন বই পড়তে পারেন। এই দিনটিকেই বেছে নিন নতুন বই পড়ার জন্য। পছন্দসই খাবার নিয়ে বসে পড়ুন বই পড়তে। দেখতে দেখতে সময় কেটে যাবে।

আরও পড়ুন শ্যামাপোকার জ্বালাতনে অতিষ্ট? কীভাবে বাড়ি থেকে তাড়াবেন, জানুন সহজ ঘরোয়া টিপস

Singles’ Day 2024: ৫ উপায়ে নিজেকে ভালবাসুন সিঙ্গলস ডে-তে

ভাল সিনেমা দেখুন

সারাদিন ধরে ভাল ভাল সিনেমা দেখুন। দেখবেন দেখবেন করছিলেন কিন্তু দেখা হয়ে ওঠেনি এমন ছবি দেখুন। নস্ট্যালজিয়ায় ডুব দিয়ে পুরনো পছন্দের সিনেমা পর পর দেখতে পারেন। ঘরোয়া স্বাচ্ছন্দ্যে নিজেকে উদযাপন করুন।

Singles’ Day 2024: ৫ উপায়ে নিজেকে ভালবাসুন সিঙ্গলস ডে-তে

মনের কথা লিখুন

নিজের মনের কথা লিখতে চান, তাহলে এটা আদর্শ দিন। নিজের জীবনের পাওয়া, না পাওয়া, খেদ-অভিমান সব ডায়েরিতে লিখে ফেলুন। এতে মন হালকা হবে এবং ভবিষ্যতের চিন্তাভাবনা করার মনোবল পাবেন।

আরও পড়ুন ভাজাভুজি নয়, স্বাস্থ্যকর খেয়ে ওজন বাড়ান, এই ১০টি ফল রয়েছে প্রচুর ক্যালোরি

Singles’ Day 2024: ৫ উপায়ে নিজেকে ভালবাসুন সিঙ্গলস ডে-তে

human lifestyle lifestyle
Advertisment