Advertisment

Shyama Poka removal hacks: শ্যামাপোকার জ্বালাতনে অতিষ্ট? কীভাবে বাড়ি থেকে তাড়াবেন, জানুন সহজ ঘরোয়া টিপস

Shyama Poka removal remedies: বাড়িতে শ্যামাপোকার তাণ্ডব থেকে রেহাই পাবেন কীভাবে? আলো দেখলেই দলে দলে জড়ো হচ্ছে, দরজা-জানলা সবসময় বন্ধ রাখা যায় না, আলো না জ্বালিয়েও থাকা যাবে না। তাহলে কিছু ঘরোয়া টোটকায় দূর করুন এই সবুজ পোকার দলকে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Shyama Poka removal hacks: বাড়ি থেকে কীভাবে দূর করবেন শ্যামাপোকা বা কালীপোকা?

Shyama Poka removal hacks: বাড়ি থেকে কীভাবে দূর করবেন শ্যামাপোকা বা কালীপোকা?

How to get rid of green leafhopper or Shyama poka?: কালীপুজো শেষ হতেই জ্বালাতন জুড়ে দিয়েছে শ্যামাপোকা। জগদ্ধাত্রী পুজোর আগে গোটা বাড়িতে তাণ্ডব চালাচ্ছে এই পোকা। সন্ধে হলেই ঘরে আলো জ্বালানোর জো নেই। সবুজ পোকার দলের দখলে চলে যাচ্ছে বাড়ি। তার পর উপরি পাওনা তাদের কামড়। এই পোকার হাত থেকে রেহাইয়ের উপায় কী?

Advertisment

প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসে গোটা বাংলা ছেয়ে যায় এই সবুজ পোকায়। আলো দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার পর পুড়ে মরে দলে দলে। মূলত, কালীপুজোর সময় এঁদের আবির্ভাব হয় বলেই এঁদের নাম শ্যামাপোকা বা কালীপোকা। পোশাকি নাম গ্রিন লিফহপার। ধান উৎপাদনকারী রাজ্যের দেখা যায় শ্যামাপোকা। মূল খাদ্য হল ধানগাছের রস। 

আরও পড়ুন ভোরে এই দুই ঘণ্টার মধ্যে ঘুম ভাঙছে? মারাত্মক কিছুর লক্ষণ?

বেশ কয়েক বছর ধরেই শ্যামাপোকার দেখা কম মিলছে বাংলায়। যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদদের। শ্যামাপোকার অবলুপ্তি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। তবে শ্যামাপোকার জন্য অতিষ্ট হন সাধারণ মানুষ। বড় বিপদের কারণ না হলেও এই পোকা অস্বস্তির কারণ। বাড়ি থেকে কীভাবে তাড়াবেন এই পোকা তা জেনে নিন-

বাড়ির দরজা-জানলা খোলা থাকলেই এদের আগমন হয়। আলো দেখলেই সেখানে দলে দলে জড়ো হয়। দরজা-জানলা সর্বক্ষণ বন্ধ রাখা যায় না, আবার আলো না জ্বালিয়েও থাকা যায় না সন্ধেবেলায়। তাহলে শ্যামাপোকার থেকে মুক্তির উপায় কী? কিছু ঘরোয়া টোটকায় উপদ্রব কমানো সম্ভব।

আরও পড়ুন ভাজাভুজি নয়, স্বাস্থ্যকর খেয়ে ওজন বাড়ান, এই ১০টি ফল রয়েছে প্রচুর ক্যালোরি

  • এক গ্লাস জলে দুই চা-চামচের মতো টি-ট্রি ওয়েল মেশান। তার পর আলোর চারদিকে স্প্রে করুন। উগ্র গন্ধ সহ্য করতে পারে না শ্যামাপোকা। এতে বাড়ি থেকে তাড়ানো সম্ভব এদের।
  • ল্যাভেন্ডার ওয়েল, ইউক্যালিপটাস ওয়েল, লেমন এসেনশিয়াল ওয়েলও জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। 
  • এক কাপ জলে এক চামচ বেকিং সোডা আর একটু লেবুর রস ভাল করে মিশিয়ে স্প্রে করুন। বাড়ির চারদিকে স্প্রে করলে গন্ধে পালাবে শ্যামাপোকা। 
  • গোলমরিচের গুঁড়ো জলে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। সন্ধের আগে আলোর চারপাশে ছড়িয়ে দিলে কাজ হবে। ধারেকাছে ঘেঁষবে না শ্যামাপোকা।
  • আলোর নিচে নিম গাছের পাতা রাখলেও শ্যামাপোকা দূর হবে। টিউবলাইটের পাশে এই পাতা বেঁধে দিতে পারেন। বা নিমের তেল আলোর চারদিকে ছড়িয়ে দিলে শ্যামাপোকার হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
Kali Puja 2024 Green Leafhopper Shyama Poka lifestyle
Advertisment