Advertisment

AC Machine: এই দাবদাহে অনাদরে এসির আউটডোর ইউনিট? ভুল শুধরান, নাহলেই পকেট খসতে বাধ্য

AC Maintenance In Summer: ঠান্ডা হোক বা গ্রীষ্ম, বর্ষা- এসির আউটডোর ইউনিট সব পরিস্থিতিতে চালানোর জন্য তৈরি করা হয়। কিন্তু তবুও এই আউটডোর ইউনিট ভাল রাখতে বিশেষ কিছু পদ্ধতি মেনে চলা প্রয়োজন।

author-image
IE Bangla Web Desk
New Update
air condition outdoor unit protection from hot sunlight know methods, এয়ার কন্ডিশন আউটডোর ইউনিট রোদ থেকে সুরক্ষিত করার পদ্ধতি জানুন

AC Hot Weather: নাজেহাল গরমে এসি না থাকলেই নয়, প্রয়োজন যত্নের। জানুন পদ্ধতি।

Where Should AC Outdoor Unit Be Placed: কলকাতা হোক বা দক্ষিণবঙ্গের জেলা- সর্বত্রই তাপমাত্রার পাগরদ ৪০ ছুণয়েছে। তীব্র দাবদাহের পরিস্থিতি। অফিস হোক বা বাড়ি, দিনভর চলছে এসি। বর্তমানে স্প্লিট এসির রমরমা। স্প্লিট এসি ব্যবহারকারীদের বেশিরভাগই ভুলে যান যে তাঁদের এসি সিস্টেম দু'টি অংশ রয়েছে, একটি ইনডোর ইউনিট এবং অপরটি আউটডোর ইউনিট। যখনই এসির ঘর ঠান্ডা হওয়ার উপর কোনও প্রভাব পড়ে, অনেকেই শুধু ইনডোর ইউনিটের দেখভাল করেন। কিন্তু শুরু থেকেই আউটডোর ইউনিটের যত্ন নেওয়াও খুবই গুরুত্বপূর্ণ।

Advertisment

কারণ এই আউটডোর ইউনিটই, ইনডোর ইউনিট থেকে আসা গরম হাওয়াকে ঠান্ডা করে। আউটডোর ইউনিটের কনডেন্সার কয়েল নোংরা হতে পারে, এছাড়া সেটি সিস্টেমকে অতিরিক্ত গরমও করতে পারে। এমন অবস্থায় এসির আউটডোর ইউনিটের ময়লা এবং কয়েল নিয়মিত পরিষ্কার রাখা খুবই দরকার।

আরও পড়ুন- AC On Rent: সাধ থাকলেও সাধ্য নেই? জ্বালাপোড়া গরমে ভাবছেন এসি ভাড়া করবেন? জানুন সহজ পদ্ধতি

ঠান্ডা হোক বা গ্রীষ্ম, বর্ষা- এসির আউটডোর ইউনিট সব পরিস্থিতিতে চালানোর জন্য তৈরি করা হয়। বেশিরভাগ এসি প্রস্তুতকারক সংস্থাই এসির আউটডোর কভার করতে বলে না। ফলে তাতে রোদ লাগে সরাসরি। প্রশ্ন হল, রোদ কি এসির আউটডোর ইউনিটকে প্রভাবিত করে? বিশেষজ্ঞদের জবাব, হ্যাঁ করে।

আরও পড়ুন- Relief From Heat: ওষ্ঠাগত গরমে ঘরে নিজেকে ঠান্ডা রাখবেন? খরচ মাত্র ৭৯৯!

রোদ এসির আউটডোর ইউনিটকে প্রভাবিত করে। এটির কার্যকারিতা হ্রাস করে এবং ঠান্ডা করার ক্ষমতাকেও কমিয়ে দেয়। তবে সেটি নিজের কাজ বন্ধ করে না। এই ক্ষেত্রে, আউটডোর ইউনিট ছায়ায় রাখার চেষ্টা করা উচিত। ঘরের যে পাশে সূর্যের আলো কম থাকে, সেখানেই রাখা যেতে পারে।

আরও পড়ুন- AC-তে ১ টন, ১.৫ টন, ২ টনের ব্যাপারটা ঠিক কী? না জানলে পস্তাতে হবে!

এসির আউটডোর ইউনিটের শেড দেওয়ার পদ্ধতি রয়েছে। আউটডোর ইউনিটের চারপাশের বাতাস ঠান্ডা থাকে বলে এটিকে বেশি কাজ করতে হয় না। ফলে, শেড এমন হওয়া উচিত যা আউটডোর ইউনিটের বাতাস চলাচলে বাধা সৃষ্টি করবে না। এছাড়া, এর ফলে এসির ফ্যান এবং আউটডোর ইউনিটের অন্যান্য উপাদানগুলিও নিরাপদ থাকবে। বাঁচবে বিদ্যুতের বিলও।

ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জির তথ্য অনুযায়ী, গাছের মাধ্যমে এয়ার কন্ডিশন মেশিনের আউটডোর ইউনিটকে ছায়া দিলে তার কার্যকারিতা ১০ শতাংশ বাড়তে পারে।

Heat Wave summer heat Ac Machine air conditioner machine air condition machine maintenance
Advertisment