Ajker Rashifal Bengali, Horoscope 5 November 2025: কেমন কাটবে দিন? প্রেম, স্বাস্থ্য, অর্থভাগ্য বিস্তারিত জানুন, পড়ুন রাশিফল

Today Horoscope, 5 November, 2025: মেষ থেকে মীন রাশি পর্যন্ত জানুন আজকের প্রেম, স্বাস্থ্য, অর্থভাগ্য। জেনে নিন কোন প্রতিকারে আপনি আজ জীবনে সফল হতে পারবেন।

Today Horoscope, 5 November, 2025: মেষ থেকে মীন রাশি পর্যন্ত জানুন আজকের প্রেম, স্বাস্থ্য, অর্থভাগ্য। জেনে নিন কোন প্রতিকারে আপনি আজ জীবনে সফল হতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
wednesday horoscope

Today Wednesday Horoscope: বুধবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 5 November 2025: মেষ থেকে মীন, আজ কেমন কাটবে আপনার দিন? জেনে নিন বুধবারের রাশি ভবিষ্যৎ।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ হার্টের সমস্যা থাকলে কফি পরিহার করুন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে তবে খরচ বাড়বে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। প্রেমজীবনে আবেগ ও সহানুভূতির মিশেল থাকবে। অফিসে গুরুত্বপূর্ণ প্রজেক্টে উন্নতি হবে। প্রতিকার: মাটির ভারে টাকা রেখে তা গরিবদের দান করুন, স্বাস্থ্য ভালো থাকবে।

আরও পড়ুন- শীতের দিনে ঘর গরম রাখুন এসি দিয়েই, অবিশ্বাস্য কিন্তু সত্যি! বিদ্যুতের বিল কমবে ৪০%

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

শারীরিক ফিটনেস বজায় রাখতে খেলাধূলা করুন। পড়াশোনায় মনোযোগ দিন, তবে পরিবারকেও সময় দিন। প্রেমে জটিলতা দেখা দিতে পারে। অফিসে যোগাযোগ বাড়ান, ভাগ্য সহায় হতে পারে। প্রতিকার: উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।

আরও পড়ুন- মানবিক বেদনা, সিনেমার কবি! জন্মশতবর্ষে এক অনন্য চলচ্চিত্র প্রতিভাকে স্মরণ

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

চ্যালেঞ্জ এলে ধৈর্য রাখুন। নিকট আত্মীয়ের সাহায্যে অর্থ লাভ হতে পারে। সন্ধ্যায় বন্ধুর সঙ্গে দেখা হলে নতুন প্রেম আসতে পারে। অফিসে সহকর্মীদের সহায়তায় কাজের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকার: গোশালায় নিজের ওজনের সমান বার্লি দান করুন।

আরও পড়ুন- পিঁপড়ের জ্বালাতনে অস্থির, মুক্তি চান? কাজে লাগান এই ৫ ঘরোয়া কায়দা!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আর্থিক পরিকল্পনার ব্যাপারে সিনিয়রদের পরামর্শ নিন। বন্ধুর সঙ্গে সময় কাটালে ভালো লাগবে। প্রেমে নতুন উচ্চতা। কাজের ক্ষেত্রে নতুন উদ্যোগ লাভজনক হবে। প্রতিকার: প্রতিদিন রামচরিতমানস বা সুন্দরকাণ্ড পাঠ করুন।

আরও পড়ুন- সবজি যেখানে মহৌষধ! খেলে সারে অসংখ্য রোগ, মূলার উপকারিতা জানেন?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

শরীর ভালো হলেও মানসিক চাপ কমান। নতুন বন্ধুত্ব হতে পারে। প্রেমজীবনে অনিশ্চয়তা কেটে যাবে। কর্মজীবনে একাগ্রতা ফল দেবে। প্রতিকার: স্ত্রীকে সম্মান দিন, আর্থিক সমৃদ্ধি আসবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

চাপ থেকে মুক্ত হতে বিশ্রাম নিন। ব্যয়বহুল শখে নিয়ন্ত্রণ রাখুন। অফিসে কিছু সমস্যা হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি এড়ান।
প্রতিকার: মানি প্লান্ট গাছে জল দিন।

তুলা/ Libra রাশিফল Rashifal

আজ জটিল পরিস্থিতি সামলাতে ধৈর্য দরকার। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। প্রেম প্রকাশে দ্বিধা করবেন না। পরিবারে সামান্য অশান্তি হলেও সমাধান মিলবে। প্রতিকার: বয়ে যাওয়া জলে কাঁচা হলুদ ফেলে দিন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। বিনিয়োগে লাভ হবে। পারিবারিক অর্থ নিয়ে বিতর্ক হতে পারে। প্রেমে গভীরতা আসবে। অফিসে মেধার স্বীকৃতি পাবেন। প্রতিকার: রুপোর পাত্রে চন্দন ও কর্পূর রেখে শোবার ঘরে রাখুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

হাসিই আজ আপনার ওষুধ। ঋণ দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। প্রেমজীবনে নতুন সূচনা। কাজে ফোকাস রাখুন।
প্রতিকার: নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

পরিবারে মিল রাখুন। প্রেমে সুখবর আসবে। আর্থিক উন্নতি হবে। সমাজে সম্মান পাবেন।
প্রতিকার: সাত রকম শস্য পাখিকে খাওয়ান।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

অতীত নিয়ে না ভেবে নতুন পরিকল্পনা করুন। বন্ধুদের সহায়তায় কাজের উন্নতি। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য রাখুন।
প্রতিকার: ব্রোঞ্জের বালা পরুন।

মীন/ Pisces রাশিফল Rashifal

বিশ্রাম নিন। অর্থ বিনিয়োগের নতুন পরিকল্পনা করুন। পরিবারের কারও আচরণে বিস্মিত হতে পারেন। অফিসে সহকর্মীদের সহায়তা পাবেন। প্রতিকার: মায়ের কাছ থেকে চাল বা রূপা নিয়ে নিজের কাছে রাখুন।

আজকের রাশিফল একথা স্পষ্ট করে দিচ্ছে যে শুধু ভাগ্যের ভরসায় থাকলে চলবে না। জীবনকে দেখতে হবে ইতিবাচকভাবে।

Ajker Rashifal bengali