/indian-express-bangla/media/media_files/2025/11/04/ants-control-tips-2025-11-04-09-18-44.jpg)
Ants Control Tips: ঘর থেকে পিঁপড়ে তাড়ান সহজেই।
Ants Control Tips: পিঁপড়ের জ্বালাতনে আমরা বেশিরভাগ মানুষই অতিষ্ঠ। প্রায় প্রত্যেক ভারতীয়র ঘরেই পিঁপড়ের উৎপাত একটা সাধারণ ব্যাপার। কীভাবে তা থেকে মুক্তি পাব, সেই চিন্তা করেন না এমন বাঙালি খুব কমই আছে। বাজারে রাসায়নিক বা স্প্রে আছে। তবে, তাতে সাময়িক কাজ হয়। তাই ঘরোয়া কায়দাতেই পিঁপড়ে কীভাবে দূর করা যায়, জেনে নিন।
ঘর থেকে পিঁপড়ে তাড়ানোর কায়দা
ঘর থেকে পিঁপড়ে তাড়ানোর সবচেয়ে সহজ ও কার্যকর কায়দা হল লবণ এবং বেকিং সোডার মিশ্রণ। এককাপ হালকা গরম জলে দুই চা চামচ লবণ মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে পিঁপড়া আসার জায়গায় স্প্রে করুন। এই দ্রবণটি শুধু পিঁপড়াদের চলাচল আটকে দেবে না, বরং যেভাবে গন্ধ চিনে তারা যাচ্ছিল, সেই পথটাই নষ্ট করে দেবে। নিয়মিত ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই পিঁপড়া আর দেখা যাবে না।
আরও পড়ুন- সবজি যেখানে মহৌষধ! খেলে সারে অসংখ্য রোগ, মূলার উপকারিতা জানেন?
লেবুর রসও পিঁপড়ে তাড়ানোর একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার। একগ্লাস জলে আধখানা লেবুর রস মিশিয়ে নিন এবং রান্নাঘর বা খাবার যেখানে রাখেন, সেখানে স্প্রে করুন। লেবুর অ্যাসিডিক গন্ধ পিঁপড়াদের বিভ্রান্ত করবে। তারা যেখান দিয়ে যাচ্ছিল, সেখান থেকে সরে যাবে। এই জল প্রতিদিন সকালে বা রাতে একবার স্প্রে করলেই ঘর থাকবে ঝকঝকে আর পিঁপড়ামুক্ত।
আরও পড়ুন- নাভিতে লাগান এই বিশেষ তেল, ব্রণ-বলিরেখার সমাধান হবে চটজলদি
তৃতীয় উপায় হলো এসেনশিয়াল অয়েল ব্যবহার। পিঁপড়েরা পুদিনা, লবঙ্গ, দারুচিনির গন্ধ একেবারেই পছন্দ করে না। একটি তুলোর প্যাডে কয়েক ফোঁটা পুদিনা বা লবঙ্গ তেল দিন এবং পিঁপড়ার চলাচলের জায়গায় রাখুন— যেমন রান্নাঘরের কোণ, জানালার পাশে, বা আলমারির নীচে। এইসব জিনিসের গন্ধ পিঁপড়াদের দূর করে দেবে। পাশাপাশি, ঘরও থাকবে সতেজ এবং প্রাকৃতিক সুগন্ধে ভরা।
আরও পড়ুন- মরুরাজ্য রাজস্থানে নজর গোটা বিশ্বের, পুষ্কর মেলার এই কাহিনিগুলো জানতেন?
পিঁপড়া তাড়াতে ভিনেগারও হল এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। এককাপ সাদা ভিনেগার ও সমান পরিমাণ জল মিশিয়ে স্প্রে করার বোতলে রাখুন। এই দ্রবণটি পিঁপড়ার চলার পথে স্প্রে করলে তাদের 'pheromone trail' নষ্ট হয়ে যাবে। এর ফলে পিঁপড়ারা পথ হারিয়ে ফেলবে এবং নতুন বাসা খুঁজতে ঘর ছেড়ে চলে যাবে। ভিনেগারের গন্ধ অল্প সময়ে মিলিয়ে গেলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী।
আরও পড়ুন- ভাত-রুটি সবেতেই জমবে লোটে মাছের মুখরোচক দোপেঁয়াজা, বানিয়ে ফেলুন এই সহজ কায়দায়
রান্নাঘরের আলমারি বা খাবার রাখার পাত্রে কয়েকটি শুকনো তেঁতুল পাতা বা তেজপাতা রাখলেও পিঁপড়া আসবে না।
এই পাতাগুলোর তীব্র গন্ধ পিঁপড়াদের গন্ধের ইন্দ্রিয়কে বিরক্ত করে। আপনি চাইলে নুন বা দারুচিনিও এর সঙ্গে রেখে দিতে পারেন। তাতে আরও ভালো ফল পাবেন। এর পাশাপাশি, রান্নাঘরের কোণ ও টেবিল নিয়মিত পরিষ্কার রাখুন। চিনির পাত্র, বিস্কুটের কৌটো, চাল-ডাল রাখার ড্রাম ঠিকভাবে ঢেকে রাখুন। দরজার ফাঁক, জানালার পাশে পেস্ট লাগিয়ে দিন যাতে পিঁপড়া ঢুকতে না পারে। সপ্তাহে একবার নুন-ভিনেগারের মিশ্রণ দিয়ে মেঝে মুছে নিন।
এগুলো ব্যবহার করলে আপনার ঘর থাকবে নিরাপদ, পরিষ্কার এবং সুগন্ধে ভরা। শুধু পিঁপড়া নয়, অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ও ঘর থেকে দূরে থাকবে। একসপ্তাহ ব্যবহার করুন। নিজেই পার্থক্যটা টের পাবেন। ঘর থাকবে পিঁপড়ামুক্ত আর স্বাস্থ্যকর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us