Beauty Tips After 30: জেনে নিন সৌন্দর্যের গোপন রহস্য! ত্বক আর চুল হবে উজ্জ্বল, ঝলমলে

Beauty Tips After 30: ৩০ বছর বয়সের পরও কীভাবে ত্বক উজ্জ্বল ও চুল মজবুত রাখা যায়? জেনে নিন সহজ-সরল সৌন্দর্যের টিপস, যা আপনাকে দেবে দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা এবং সুস্বাস্থ্য।

Beauty Tips After 30: ৩০ বছর বয়সের পরও কীভাবে ত্বক উজ্জ্বল ও চুল মজবুত রাখা যায়? জেনে নিন সহজ-সরল সৌন্দর্যের টিপস, যা আপনাকে দেবে দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা এবং সুস্বাস্থ্য।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Beauty Tips After 30

Beauty Tips After 30: জেনে নিন ত্বক এবং চুলের যত্নের সৌন্দর্য টিপস।

Beauty Tips After 30: ৩০ বছর বয়স আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ে শরীরের ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে। বিশেষ করে ত্বক ও চুলের ক্ষেত্রে বয়সের প্রভাব ধীরে ধীরে চোখে পড়তে থাকে। কিন্তু সঠিক যত্ন নিলে আপনি এই বয়সেও তারুণ্য ধরে রাখতে পারবেন। বাড়াতে পারবেন সৌন্দর্য। এই সংক্রান্ত টিপস জেনে নিন।

১. ত্বকের যত্নে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং

Advertisment

প্রতিদিন ত্বকের জন্য তিন ধাপে যত্ন খুব জরুরি— ১) ক্লিনজিং: দিনে দুবার হালকা ফেস ওয়াশ বা ফেসিয়াল ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। ২) টোনিং: ত্বকের ছিদ্র ছোট করতে ও সতেজ রাখতে অ্যালকোহল-ফ্রি টোনার ব্যবহার করুন। ৩) ময়েশ্চারাইজিং: ত্বক হাইড্রেটেড রাখতে ও বলিরেখা ঠেকাতে ভালো ময়েশ্চারাইজার বেছে নিন।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে আপনার অফিস, ঘর এভাবে সাজান, মুগ্ধ হবে সবাই

২. মানসিক চাপ কমানো

স্ট্রেস ত্বক ও চুলের সবচেয়ে বড় শত্রু। প্রতিদিন কিছু সময় যোগব্যায়াম, ধ্যান বা হাঁটাহাঁটির জন্য রাখুন। পর্যাপ্ত ঘুম (৭–৮ ঘণ্টা) নিলে ত্বক নিজে থেকেই রিফ্রেশ হয় এবং কালো দাগ, বলিরেখা কমে।

Advertisment

আরও পড়ুন- 'The Most Dangerous Indian', বিপ্লবী থেকে ঋষি, কতটুকু জানেন শ্রীঅরবিন্দকে?

৩. চুলের যত্ন

৩০ বছর পেরোলে চুল পড়া ও শুষ্কতা বেড়ে যায়। সপ্তাহে ২–৩ বার সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন। কন্ডিশনার চুলের আর্দ্রতা ধরে রাখে, তাই অবশ্যই ব্যবহার করুন। নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে সপ্তাহে একবার চুলে ম্যাসাজ করুন। গরম জল এড়িয়ে চলুন, সাধারণ জল ব্যবহার করুন।

আরও পড়ুন- জন্মাষ্টমী ২০২৫, কৃষ্ণের বাঁশি দিয়ে দূর করুন বাস্তু দোষ, আসবে শান্তি-সমৃদ্ধি

৪. প্রাকৃতিক উপাদানের ব্যবহার

রাসায়নিক পণ্যের পাশাপাশি ঘরোয়া উপাদানও ত্বক এবং চুলের সমস্যায় চমৎকার কাজ করে। এই উপাদানগুলোর মধ্যে রয়েছে, ১) হলুদ ও দই: ত্বক উজ্জ্বল করে। ২) অ্যালোভেরা জেল: ত্বক ঠান্ডা ও মসৃণ রাখে। ৩) গোলাপ জল: টোনার হিসেবে কাজ করে এবং সতেজতা আনে।

আরও পড়ুন- জেনে নিন স্বাধীনতা দিবসের রেসিপি, ঘরেই বানান ৪টি ত্রিবর্ণ খাবার

৫. সানস্ক্রিন অপরিহার্য

সূর্যের ইউভি রশ্মি ত্বকের ক্ষতি করে ও আগাম বার্ধক্য ডেকে আনে। ঘর থেকে বের হওয়ার আগে অন্তত SPF 30 সানস্ক্রিন ত্বকে লাগান।

৬. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

ত্বক ও চুলের সৌন্দর্য ভেতর থেকে আসে। তাই— ১) ভিটামিন সি, ই, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। ২) প্রতিদিন ৮–৯ গ্লাস জল পান করুন। ৩) শাকসবজি, ফল, বাদাম ও মাছ খাদ্যতালিকায় রাখুন।

৩০ বছর বয়স মানেই সৌন্দর্য হারিয়ে যাবে—এটা পুরোপুরি ভুল ধারণা। নিয়মিত যত্ন, সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক শান্তি ধরে রাখলে ত্বক ও চুল দীর্ঘদিন সুস্থ এবং সুন্দর থাকবে।

tips BEAUTY