Understanding the Bengali Year Count: Why There's Confusion About 1432 or 1433: ফের চলে এল বাঙালির এক নতুন বছর। তবে নতুন বছর এলেও ইংরেজ শাসনের পর থেকে কততম বাংলা বছর, সেটা মনে রাখার অভ্যেস ভুলেছে বাঙালি। আর, তাই বহু বাঙালিই নববর্ষের মুখে এসে ধন্দে পড়ে যান, এটা ঠিক কততম বাংলা বছর, সে ব্যাপারে। ইংরেজি নিউ ইয়ারের নাম মনে রাখার ক্ষেত্রে কিন্তু এনিয়ে বাঙালির কোনও অসুবিধা হয় না। এবারই যেমন অনেকেই বলতে পারবেন না, আসন্ন বাংলা নববর্ষটা কততম বছর- ১৪৩২ না ১৪৩৩?
তবে যাই হোক, পয়লা বৈশাখ মানেই নতুন বছরের সূচনা, নতুন আশা, আর রঙিন উৎসবের আবহ। যে আবহে রবীন্দ্রসংগীত, বাউল সংগীত, মিষ্টিমুখ, পুজোপাঠের মত বাংলা সংস্কৃতির চর্চা বুঝিয়ে দেয় যে নতুন আরেকটি বাংলা বছর চলে এসেছে, বাঙালিকে স্বাগত জানাতে।
কোন পদ্ধতিতে তৈরি হয় বাংলা সনের ক্যালেন্ডার?
বাংলা সনের গণনা সূর্যসিদ্ধান্ত পদ্ধতির ওপর নির্ভর করে। যার ফলে আন্তর্জাতিক গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে এর কিছুটা পার্থক্য দেখা যায়। তবে, ১৪০০ সাল থেকে বাংলা বর্ষপঞ্জি কিছুটা হলেও সংস্কার করা হয়েছে। বর্তমানে বাংলা ক্যালেন্ডার সূর্যসিদ্ধান্ত ও ন্যাশনাল একাডেমির নিয়ম অনুযায়ী চলে।
আরও পড়ুন- পয়লা বৈশাখের সকালে করুন এই কাজগুলো, সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি উপচে পড়বে
২০২৫ সালের ১৫ এপ্রিল, যা গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে পয়লা বৈশাখ হিসেবে চিহ্নিত, সেই দিনটি বাংলা ক্যালেন্ডার অনুসারে ১৪৩২ সালের শেষ দিন নয়, বরং এটি হবে বাংলা সন ১৪৩২ সালের পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা ১৪৩২ সালের প্রথম দিন। অনেকে ভুলবশত ধরে নেন এটি ১৪৩৩ সাল শুরু হবে। কিন্তু, প্রকৃতপক্ষে বাংলা ১৪৩৩ সাল শুরু হবে ২০২৬ সালের পয়লা বৈশাখ থেকে।
আরও পড়ুন- 'স্বাধীন' বাংলাদেশে ফের নামবদল মঙ্গল শোভাযাত্রার, স্বৈরাচারের বিরুদ্ধে এর ইতিহাস জানেন?
তাই যারা বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছেন, জেনে রাখুন— ২০২৫ সালে আমরা পা রাখব বাংলা ১৪৩২ সালে। কিন্তু, নেটিজেনদের অনেকেরই এনিয়ে বিভ্রান্তি রয়েছে। তা সোশ্যাল মিডিয়ায় আলোচনা দেখলেই পরিষ্কার। আর, সেই কারণেই সঠিক বছর কোনটা, সেটা জানা গুরুত্বপূর্ণ। নতুন বছর সবার জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ ১৪৩২!