Human Life: আমরা সাধারণত প্রোটিনকে শরীরের গঠনের উপাদান হিসেবে জানি। কিন্তু আপনি কি জানেন, আপনার শরীরে একটি নির্দিষ্ট প্রোটিন আপনার আয়ু কমিয়ে দিতে পারে? আর তাকে ব্লক করলে আয়ু ২৫% পর্যন্ত বাড়ানো সম্ভব।
গবেষণা যা বলছে
এই অভাবনীয় দাবি উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণা থেকে, যেখানে ইঁদুরের ওপর IL-11 নামে প্রোটিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। গবেষণার ফলাফল এতটাই আশাব্যঞ্জক যে, এটি মানুষের দীর্ঘায়ুর চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।
আরও পড়ুন- একটুকরো কলকাতা এখন জাপানের ফুকুওকায়! মাটির থালায় পাবেন করলা ভাজা থেকে পুঁইশাক, সবই
একদল বিজ্ঞানী প্রায় ৭৫ সপ্তাহ বয়সি ইঁদুরের দেহে একটি বিশেষ অ্যান্টিবডি প্রয়োগ করেন, যার কাজ IL-11 প্রোটিনকে প্রতিহত করা। সাধারণত এই বয়সটি মানুষের ক্ষেত্রে ৫৫ বছরের সমতুল্য ধরা হয়। অ্যান্টিবডি দেওয়া ইঁদুরগুলো ১২০ সপ্তাহের পরিবর্তে গড়ে ১৫৫ সপ্তাহ পর্যন্ত বেঁচেছে। এটি মোট আয়ুর প্রায় ২৫% বৃদ্ধি।
আরও পড়ুন- বিড়াল ভালোবাসেন? আঁচড়ে কী হতে পারে জানেন, শুনলে শিউড়ে উঠবেন
দেখা গেছে যে এই ইঁদুরগুলোর ক্যান্সারের ঝুঁকি কমেছে, দৃষ্টিশক্তি উন্নত হয়েছে, ধূসর চুল কমেছে, পেশির কার্যকারিতা বেড়েছে। IL-11 (Interleukin-11) একটি ইনফ্লেমেটরি প্রোটিন, যা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের প্রদাহ বাড়িয়ে তোলে। যদিও এটি ছোট মাত্রায় রোগ প্রতিরোধে ভূমিকা নেয় কিন্তু, বেশি পরিমাণে কোষের ক্ষতি করে এবং বার্ধক্য ত্বরান্বিত করে।
আরও পড়ুন- আজ শুরু ঝুলনযাত্রা, এই উৎসবের পিছনে আছে এক বিরাট কাহিনি
মুম্বইয়ের এক প্রবীণ চিকিৎসক ডা. রুহি পিরজাদা বলেন, 'IL-11 ব্লক করলে শরীরে অকাল বার্ধক্য রোধ হতে পারে এবং দীর্ঘায়ু সম্ভব হতে পারে। তবে মানুষের ক্ষেত্রেও যে এটা ঘটবে, সেটা নিশ্চিত করতে সময় লাগবে।' গবেষণাটি এখন পর্যন্ত শুধু ইঁদুরের ওপর সীমাবদ্ধ। তবে বিজ্ঞানীরা ইতিমধ্যেই মানুষের ওপর অ্যান্টি-IL-11 থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছেন।
আরও পড়ুন- মাত্র একচামচ নারকেল তেল আর বিটরুটেই বানান প্রাকৃতিক লিপ বাম, ঠোঁট হবে গোলাপি এবং কোমল
একই ধরনের ফলাফল র্যাপামাইসিন নামে একটি ওষুধেও দেখা গেছে, তবে সেটির পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি। অন্যদিকে অ্যান্টি-IL-11 থেরাপিতে আপাতত বড় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, যা এটিকে আরও সম্ভাবনাময় করে তুলেছে। মানুষের আয়ু বৃদ্ধি করা অত্যন্ত জটিল একটি বিষয়, যার মধ্যে হাজারো উপাদান ভূমিকা রাখে—জিন, পরিবেশ, খাদ্যাভ্যাস ইত্যাদি। সুতরাং একটি প্রোটিন ব্লক করলেই দীর্ঘায়ু নিশ্চিত হবে এমন কথা এখনই জোর দিয়ে বলা যায় না। চিকিৎসা ও গবেষণা আরও সময় নেবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে IL-11 চিকিৎসাক্ষেত্রে সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। তবে, পরবর্তী ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলের জন্য এখনও অপেক্ষা করতে হবে।