Natural Lip Balm: ঠোঁট ফাটা, কালচে ঠোঁট, শুষ্ক ভাব—এই সমস্যাগুলো কমবেশি আমাদের সবারই হয়ে থাকে। শীতকাল হোক বা গ্রীষ্মকাল, ঠোঁটের জন্য দরকার নিয়মিত যত্ন। দোকান থেকে কেনা লিপবামে যেমন রাসায়নিক থাকে, তেমনি অনেক ক্ষেত্রেই তা দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে। তাই নিজের হাতে তৈরি প্রাকৃতিক লিপ বাম হতে পারে এক্ষেত্রে সবচেয়ে ভালো জিনিস।
আরও পড়ুন- মানসিক চাপ কি বয়স বাড়ার সঙ্গে বাড়ে? কী বলছেন চিকিৎসকরা
এজন্য লাগবে
আরও পড়ুন- ফেসওয়াশ কেনেন? তার দরকার হবে না! জানুন ঘরোয়া পদ্ধতি
১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ বিটরুটের রস, বিটরুট ভালো করে ধুয়ে ছোট টুকরো করুন, একটি ব্লেন্ডারে বা হাতে পিষে জল ছাড়াই রস বের করে নিন, ১ চা চামচ বিটরুটের রসের সঙ্গে ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন, এই মিশ্রণটি একটি ছোট, পরিষ্কার ও শুকনো বায়ুরোধী কন্টেইনারে রাখুন, মিশ্রণটি ফ্রিজে ঘন হতে দিন, প্রতিদিন রাতে শোয়ার আগে ঠোঁটে লাগান।
আরও পড়ুন- এভাবে তৈরি করুন পটলের তরকারি, বাড়ির লোকজন খেয়ে হাত চাটবে!
বিটরুটে থাকা বিটালেইন (Betalain) যৌগ ঠোঁটের জ্বালাপোড়া কমায় এবং স্বাভাবিক লালচেভাব ফিরিয়ে আনে। নারকেল তেল ঠোঁটকে শুকনো রাখে এবং ফাটা ঠোঁট সারায়। যেহেতু এটি সম্পূর্ণ প্রাকৃতিক, তাই এটি ফ্রিজে রাখলে ৫–৭ দিন ভালো থাকবে। প্রতিবার ব্যবহারের আগে পরিষ্কার আঙুল বা কটন বাড ব্যবহার করুন।
আরও পড়ুন- অল্প মধুর সঙ্গে এটি মিশিয়ে নিন, জট ছাড়বে, চুল হবে রেশমের মত!
কেন এই লিপবাম বেছে নেবেন?
আরও পড়ুন- স্নানের আগে এই জিনিসটি লাগান, চুল হবে রেশমের মত নরম, মসৃণ
এতে কোনও কেমিক্যাল নেই, সহজেই এই লিপবাম তৈরির উপাদান পাওয়া যায়। দামেও বেশ সস্তা। প্রতিদিন এই লিপবাম ব্যবহার করতে পারবেন। এতে ঠোঁট গোলাপি, মসৃণ এবং কোমল দেখাবে। মেকআপের নীচে এই লিপবাম ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন- সাবুর মোমো! এক রেসিপিতেই মিলবে স্বাদ এবং স্বাস্থ্য, হাড় হবে মজবুত!
এটি একটি ঘরোয়া কায়দায় তৈরি জিনিস। তাই আপনার ঠোঁটে যদি অ্যালার্জি বা অন্য কোনও সমস্যা থাকে, তবে এই লিপবাম ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিন অথবা চিকিৎসকের পরামর্শ নিন।