/indian-express-bangla/media/media_files/2025/09/13/mukesh-ambani-and-gautam-adani-2025-09-13-13-07-25.jpg)
Mukesh Ambani and Gautam Adani: মুকেশ আম্বানি (বামে) এবং গৌতম আদানি (ডানে)।
Billionaires Index: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এবছরের সেরা ধনীদের তালিকা প্রকাশ করল।
এই তালিকা শুধু নামী ধনীদের প্রতিযোগিতা নয়। বরং, এটি বিশ্ব অর্থনীতির প্রতিচ্ছবিও। প্রযুক্তি, বিলাসবহুল পণ্য, ই-কমার্স বা এনার্জি – প্রতিটি ক্ষেত্রের উত্থান-পতনই সরাসরি প্রভাব ফেলছে এই তালিকায়।
বিশ্বে ধনীদের তালিকায় পালাবদল
আরও পড়ুন- বাংলা সাহিত্যের অমর স্রষ্টা, ফিরে দেখা জন্মদিনে
আর, তার সুবাদে বিশ্বে ধনীদের তালিকায় চমকপ্রদ পালাবদল ঘটেছে। ওরাকল (Oracle)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রযুক্তি কর্তা ল্যারি এলিসন একদিনের জন্য হলেও টেসলার সিইও ইলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে দেখা যাচ্ছে, ওরাকল-এর শেয়ারের দাম বাড়ায় এলিসনের সম্পদ মাত্র একদিনেই বেড়েছে প্রায় ৮,৯০০ কোটি মার্কিন ডলার। এর ফলে তাঁর মোট সম্পদ দাঁড়িয়েছে ৩৮,৩২০ কোটি মার্কিন ডলার।
আরও পড়ুন- শনিবার ভুলেও করবেন না যে ৫ কাজ! পড়তে পারেন শনিদেবের রোষানলে
যদিও দিনের শেষে ইলন মাস্ক ১ বিলিয়ন ডলারের ব্যবধানে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন, তবে দিনের বেশিরভাগ সময় এলিসনই ছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। ২০২১ সালে প্রথমবারের মতো বিশ্বের সেরা ধনী হয়েছিলেন মাস্ক। তারপর থেকে বারবারই তাঁর র্যাঙ্কিং ওঠানামা করেছে—কখনও বেজোস, কখনও আর্নল্ট এবার যেমন এলিসনের কাছে সাময়িকভাবে সেরা ধনীর খেতাব হারিয়েছেন।
আরও পড়ুন- রবীন্দ্রনাথও দেখতে হাসপাতালে গিয়েছিলেন, বাংলা গানের অমর কণ্ঠস্বর রজনীকান্ত সেন
ভারত থেকে এই তালিকায় রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি। তিনি বিশ্বের ধনকুবেরদের তালিকায় রয়েছেন ১৮তম স্থানে। তাঁর মোট সম্পদ বর্তমানে ৯,৭৯০ কোটি মার্কিন ডলার। এক বছরে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ৭,২৬০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি আছেন ২১তম স্থানে। তার মোট সম্পদ ৮,০৯০ কোটি মার্কিন ডলার। গত এক বছরে তিনি ২১৯ কোটি ডলার অতিরিক্ত সম্পদ অর্জন করেছেন।
আরও পড়ুন- দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা, মনস্কামনা হয় পূর্ণ, দেবী নিস্তারিণীর আকর্ষণ অমোঘ
ওরাকলের সাম্প্রতিক ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। ক্লাউড সেক্টরে বড় সাফল্য ও ভবিষ্যতের বৃদ্ধির সম্ভাবনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ারের দামে, যা সরাসরি এলিসনের সম্পদ বাড়িয়েছে বলেই বিশেষজ্ঞদের দাবি। মাস্ক গত ১৬ মাস ধরে টানা বিশ্বের ধনীতম ব্যক্তি ছিলেন। এমনকী, তিনি প্রথম মানুষ হিসেবে ৪০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হয়ে ইতিহাস তৈরি করেছেন। তবে ওরাকলের শেয়ারের দাম বাড়ার ফলে এলিসনও সাময়িকভাবে মাস্ককে টপকে ইতিহাস তৈরি করলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us