/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/BSNL_c71762.jpg)
BSNL Recharge Plans: প্রতীকী ছবি।
BSNL: Jio, Airtel, Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম চড়া হারে বাড়িয়ে দেওয়ায় মাথায় হাত আম আদমির। এবার থেকে আনলিমিটেড ভয়েসকল আর অফুরন্ত ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে মোটা টাকা গ্যাঁটের কড়ি খসবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলি থেকে অনেকেই মুখ ফেরাতে শুরু করেছেন। গ্রাহকদের একাংশ ঝুঁকছেন সরকারি টেলিকম সংস্থা BSNL- এর দিকে।
এই আবহে বাজার ধরতে এবার ধামাকা অফার নিয়ে এল রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা BSNL। Jio, Airtel, Vi-এর মতো সংস্থার হাড়ে কাঁপুনি ধরিয়ে এবার মাত্র ২২৯ টাকার দারুন প্ল্যান বাজারে এনেছে BSNL। এই টাকায় পুরো ১ মাস গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ।
সেই সঙ্গে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডেটা ব্যবহারের সুযোগও মিলবে। সস্তার এই প্ল্যানে রয়েছে প্রতিদিন ১০০ SMS পাঠানোর সুবিধা। একটানা ১ মাস দারুন এই সুবিধা উপভোগ করতে আজই নিতে পারেন BSNL-এর সংযোগ।
এয়ারটেল, জিও, ভিআই-এর মতো সংস্থাগুলির সংযোগ ব্যবহারকারীদের এখন মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে দেদার সুবিধা উপভোগ করার জন্য। আম আদমি পড়েছেন নিদারুণ সংকটে।
আরও পড়ুন- BSNL internet speed: রকেট গতিতে ছুটবে ইন্টারনেট! BSNL-এর গ্রাহকরা ফোনে শুধু করুন এই কাজটি
অনেকেই তাই সস্তায় মোবাইল ফোন পরিষেবা উপভোগ করতে সরকারি টেলিকম সংস্থা BSNL-এর দিকে ঝুঁকেছেন। এবার তাঁদের জন্যই মারকাটারি প্ল্যান বাজারে নিয়ে এল বিএসএনএল।