can get more than 2 lakh rupees for interest Post Office Time Deposit Scheme: রোজগার থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতে চান সবাই। এক্ষেত্রে Post Office অন্যতম প্রধান বড় ভরসা আম আদমির। তবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ইচ্ছে থাকলেও বড়সড় অঙ্কের টাকা জমাতে পারেন না অনেকেই। সেই কারণেই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য দারুণ একটি স্কিম এনেছে পোস্ট অফিস। বিশেষ এই প্রতিবেদনে সেই ব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য সুরক্ষিত এবং অত্যন্ত ভালো রিটার্নের স্কিম এনেছে পোস্ট অফিস (India Post)। পোস্ট অফিসের এই স্কিমটিতে দুই লক্ষেরও বেশি টাকা শুধুমাত্র সুদ হিসেবেই পেতে পারেন আমানতকারীরা। পোস্ট অফিসের দারুণ এই স্কিমে দুর্দান্ত রিটার্ন মিলবে। এক্ষেত্রে আয়কর ছাড়ের সুবিধাও রয়েছে।
পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে (Post Office Time Deposit Scheme) সুদের হার মিলবে ৭.৫%। যে কোনও ব্যাঙ্কের চেয়েই এই সুদের হার বেশি। আমানতকারীরা চাইলে নিজেদের মতো করে সময়সীমা বাছাই করে লগ্নি করতে পারবেন। এই স্কিম থেকে দ্রুত রিটার্ন চাইলে এক বছর লগ্নির সময়সীমা নির্বাচন করতে পারেন। এরপর দু'বছর তিন এবং সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এই বিশেষ স্কিমে টাকা জমানো যাবে। পাঁচ বছরের জন্য লগ্নি করলে সুদের হার ৭.৫ শতাংশ মিলবে। এক বছরের জন্য টাকা জমালে মিলবে ৬.৯ শতাংশ সুদ। এছাড়াও দুই ও তিন বছরের স্কিমে টাকা জমালে সুদের হার মিলবে ৭ শতাংশ।
আরও পড়ুন- Yoga for Weight Loss: মাত্র ১৫ মিনিটেই ভুঁড়ি হবে গায়েব! রোজ সকালে এই ব্যায়ামগুলি অভ্যাস করুন
এই স্কিমে শুধু সুদ বাবদ ২ লক্ষ টাকা পাবেন কীভাবে?
পোস্ট অফিসের বিশেষ এই স্কিমে ৫ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য লগ্নি করলে সেক্ষেত্রে ৭.৫ শতাংশ সুদের হারে ২ লক্ষ ২৪ হাজার ৯৭৫ টাকা শুধু সুদ বাবদ পাবেন। অর্থাৎ সব মিলিয়ে রিটার্ন মিলবে ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। সুতরাং পোস্ট অফিসের বিশেষ এই স্কিমে লগ্নিতে দু'লক্ষ টাকারও বেশি শুধুমাত্র সুদ হিসেবে আপনি পেতে পারেন। ১০ বছরের নিচে শিশুদের জন্যও এই অ্যাকাউন্ট খোলা যায়। সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
আরও পড়ুন- Ramadan 2025: পবিত্র রমজান মাসে রোজা পালন করতে চান? কীভাবে নিজেকে ফিট রাখবেন, জানুন টিপস