Hair Care: এক চামচ নারকেল তেলে আদা মিশিয়ে লাগান, চুল কালো হবে, কমবে চুল পড়াও!

Hair Care: নারকেল তেলে আদা ও পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগালে অকালপক্কতা, চুল পড়া ও খুশকির মতো সমস্যা কমে। জানুন এই ঘরোয়া টোটকার উপকারিতা ও ব্যবহার পদ্ধতি।

Hair Care: নারকেল তেলে আদা ও পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগালে অকালপক্কতা, চুল পড়া ও খুশকির মতো সমস্যা কমে। জানুন এই ঘরোয়া টোটকার উপকারিতা ও ব্যবহার পদ্ধতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Natural Remedy For Grey Hair: আদায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।

Natural Remedy For Grey Hair: আদায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।

Natural Remedy For Grey Hair: জিনেটিক ফ্যাক্টর, স্ট্রেস, দূষণ, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে অনেকেই অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন। অনেকেই বাজারচলতি চুলের রং ব্যবহার করেন, যা ক্ষতিকর কেমিক্যালে ভরপুর। তবে জানেন কি, মাত্র একচামচ নারকেল তেল, সামান্য আদা আর পেঁয়াজের রস দিয়ে তৈরি একটি ঘরোয়া হেয়ার প্যাক আপনার চুলের রং বজায় রাখতে এবং চুল পড়া কমাতে দারুণ কার্যকর?

উপকরণ এবং তাদের গুণাগুণ

নারকেল তেল

Advertisment

প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। মাথার ত্বক বা স্ক্যাল্পকে ময়শ্চারাইজড অর্থাৎ আর্দ্র করে ও চুলের গোড়া মজবুত করে।

আদা

অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর। স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়িয়ে চুল গজাতে সাহায্য করে।

পেঁয়াজের রস

সালফারযুক্ত এই রস চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

Advertisment

আরও পড়ুন- পরচুলা পরে মাথায় কুটকুট হচ্ছে? এটা ট্রাই করে দেখুন, অস্বস্তি হবে দূর

বানানোর পদ্ধতি

প্রয়োজনীয় উপকরণ:

  • ১ টি মাঝারি পেঁয়াজ

  • ১ ইঞ্চি আদা

  • ২ টেবিল চামচ নারকেল তেল

পদ্ধতি:

১. পেঁয়াজ ও আদা কুঁচি করে রস ছেঁকে নিন।
২. নারকেল তেলে এই রস মিশিয়ে নিন।
৩. ভালোভাবে মিশ্রণটি তৈরি করুন।

আরও পড়ুন- উজ্জ্বল ত্বকের জন্য কিয়ারা ব্যবহার করেন এই ২টি জিনিস, গর্ভাবস্থাতেও ত্বক থাকে ঝলমলে!

ব্যবহারের নিয়ম

১. চুল কয়েক ভাগে ভাগ করে এই তেল স্ক্যাল্পে ও চুলে লাগান।
২. আঙুল দিয়ে আলতো করে ৫ মিনিট ম্যাসাজ করুন।
৩. ২০ মিনিট অপেক্ষা করুন।
৪. হালকা শ্যাম্পু করে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
৫. সপ্তাহে ২-৩ বার ব্যবহারে ভাল ফল পাবেন।

আরও পড়ুন- বিমান উড়ে যাওয়া আর নামার সময় সেবক-সেবিকারা হাত গুটিয়ে বসে থাকেন, জানেন কেন?

উপকারিতা

  • চুলে মেলানিন উৎপাদন বাড়ায়, ফলে কালো রঙ বজায় থাকে

  • স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়

  • খুশকি, স্ক্যাল্প ইনফেকশন ও চুল পড়া কমায়

  • চুল ঘন ও মজবুত হয়

  • চুলের গোড়া পুষ্টি পায়, ফলে নতুন চুল গজাতে সহায়ক হয়

আরও পড়ুন- রান্নার জন্য কোন তেল সবচেয়ে ভালো? জানালেন বিশেষজ্ঞ!

সুস্থ, কালো, ঘন চুল পেতে এখন আর কেমিক্যাল ব্যবহার করার দরকার নেই। রান্নাঘরের জিনিস দিয়েই সম্ভব চুলের প্রাকৃতিক যত্ন। নারকেল তেলে আদা ও পেঁয়াজের রস মিশিয়ে তৈরি এই হেয়ার অয়েল রেগুলার ব্যবহার করলে আপনিও চুলে লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন। তাই আজ থেকেই ঘরোয়া কায়দায় আপনার চুলের যত্ন নেওয়া শুরু করুন।

hair remedy natural