/indian-express-bangla/media/media_files/2025/06/05/It27HOjHToDtkKwVuEvD.jpg)
Covid Rise: শুধু আতঙ্কিত হয়ে কোনও লাভ হবে না। বর্তমান পরিস্থিতিটা তাই জানাচ্ছেন চিকিৎসক অরুণ কুমার। (প্রতীকী ছবি)
Covid Rise Lifestyle: ভারতে ফের একবার করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কিছু রাজ্যে ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি হয়েছে—লকডাউন কি আবার আসছে? মাস্ক পরা বাধ্যতামূলক কি? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে বিশিষ্ট চিকিৎসক ডা. অরুণ কুমার তাঁর ইউটিউব চ্যানেলে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন।
ডা. অরুণ কুমার জানিয়েছেন, বর্তমান করোনা ভাইরাসটি ওমিক্রন-এর NB.1.8.1, JN.1 এবং LF.7 সাব-ভ্যারিয়েন্ট। এগুলোর সংক্রমণ ক্ষমতা থাকলেও মৃত্যুহার অনেক কম। উদাহরণস্বরূপ, মে ২০২৫ পর্যন্ত ভারতে প্রায় ৩,৪০০ জন সংক্রমিত হলেও কেরালায় ৬ জন এবং তামিলনাড়ুতে ২ জনের মৃত্যু হয়েছে। যা তুলনামূলকভাবে খুবই কম।
আরও পড়ুন- গ্যাসের চুলায় মাটির পাত্রে রান্না করলে হাঁড়িতে ফাটল ধরছে? এই সহজ টিপসগুলি জানলে আর কোনও ভয় নেই!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এমন ভাইরাস স্ট্রেনকে দু’ভাগে ভাগ করেছে—১) পর্যবেক্ষণাধীন রূপ এবং ২) উদ্বেগের রূপ। বর্তমান স্ট্রেনটি WHO-র মতে 'উদ্বেগের রূপ' নয়, অর্থাৎ এটি মহামারির মত ব্যাপক ক্ষতি করছে না।
আরও পড়ুন- পাকা চুল পড়া বন্ধ করবে এবং শিশুর মতো চুল গজাবে, বাড়িতে তৈরি করুন ডা. নিত্যার বিশেষ ভেষজ তেল
লক্ষণ কী কী?
বর্তমানে সংক্রমণের সাধারণ লক্ষণগুলি হল—
গলা ব্যথা
স্বরভঙ্গ বা গলা বসে যাওয়া
হালকা জ্বর বা সর্দি-কাশির মত উপসর্গ
এই লক্ষণগুলো সাধারণ ঠান্ডা-ফ্লুর মতই এবং চিকিৎসার ক্ষেত্রেও আলাদা কিছু করতে হচ্ছে না। ডা. অরুণ কুমারের মতে, রেমডেসিভির বা অন্য কোনও বিশেষ অ্যান্টিভাইরাল এই মুহূর্তে প্রয়োজন নেই। শুধু বিশ্রাম, জল খাওয়া এবং হালকা ঠান্ডার ওষুধেই এই সংক্রমণ ভালো হয়ে যাচ্ছে।
আরও পড়ুন- হার্পিকের দরকার নেই! দই আর শ্যাম্পু দিয়েই পান দাগমুক্ত ঝলমলে বাথরুম আর রান্নাঘর
শিশুদের জন্য চিন্তার কিছু?
না। শিশুদের মধ্যে এই সংক্রমণও সাধারণ ঠান্ডার মতই হচ্ছে। কোনও জটিলতা দেখা যায়নি বলে তিনি জানিয়েছেন।
বুস্টার ভ্যাকসিন কি নিতে হবে?
ডা. অরুণ কুমার জানিয়েছেন, বর্তমানে কোনও বুস্টার ডোজ নেওয়ার দরকার নেই। সংক্রমণ মৃদু, তাই অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া বা অতিরিক্ত মেডিক্যাল পরীক্ষা করার দরকার নেই।
আরও পড়ুন- মাত্র এক মিনিটেই ঝকঝকে হবে মিক্সার জার! জানেন কীভাবে? রইল সহজ ঘরোয়া টিপস
সতর্কতা জরুরি
যদিও চিন্তার কিছু নেই, তবুও কিছু নিয়ম মানা উচিত—
ভিড়ের মধ্যে মাস্ক পরা
ঘন ঘন হাত ধোওয়া
অসুস্থ থাকলে বাড়িতেই বিশ্রাম নেওয়া
মনে রাখতে হবে
চিকিৎসক কুমার জানিয়েছেন, করোনা আবার বাড়ছে, এ সত্যি। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই— এটি একটি নিয়মিত ভাইরাল ফ্লুর মতই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাবধানতা বজায় রাখা আবশ্যক। জনসচেতনতা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তই পারে এই ভাইরাসকে পরাজিত করতে।