Hair Care: চুল পড়া কিংবা অকালপক্বতা—দুই সমস্যাই আজকাল অনেক কম বয়সেই দেখা দিচ্ছে। দামী প্যাকেটজাত পণ্যের ভিড়ে আমরা ভুলে যাই, প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে এর সহজ সমাধান। কারিপাতা এমনই এক ভেষজ উপাদান, যা বহু প্রাচীনকাল ধরে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে।
আজকের আলোচনায় রইল, এমনই একটি সহজ ও কার্যকর হেয়ার সিরাম, যা আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মাত্র কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে। চলুন জেনে নিই কীভাবে তৈরি করবেন এই শক্তিশালী চুল পড়া রোধকারী সিরাম।
আরও পড়ুন- এই প্রোটিন ব্লক করলে বাড়তে পারে আয়ু, জানুন নতুন গবেষণার ফলাফল
কারি পাতা কেন এত উপকারী?
কারি পাতায় রয়েছে—
-
ভিটামিন সি ও ভিটামিন বি
-
আয়রন ও ক্যালসিয়াম
-
অ্যান্টিঅক্সিডেন্ট
-
অ্যামাইনো অ্যাসিড
এই সব উপাদান একত্রে চুলের গোড়া শক্ত করে, অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
আরও পড়ুন- একটুকরো কলকাতা এখন জাপানের ফুকুওকায়! মাটির থালায় পাবেন করলা ভাজা থেকে পুঁইশাক, সবই
হেয়ার সিরাম তৈরির জন্য যা লাগবে
উপকরণ:
-
১০-১২টি কারি পাতা
-
১ ইঞ্চি আদা
-
২টি ভিটামিন ই ক্যাপসুল
-
আধা চামচ লেবুর রস
প্রস্তুত প্রণালি
১. কারি পাতাগুলো ভালো করে ধুয়ে নিন।
২. মিক্সিতে কারি পাতা ও এক টুকরো আদা একসঙ্গে পিষে পেস্ট তৈরি করুন।
৩. একটি পাতলা কাপড় বা চালুনি দিয়ে মিশ্রণটি ছেঁকে রস বের করে নিন।
৪. এরপর ওই রসে দুটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন এবং লেবুর রস মিশিয়ে ভালো করে নাড়ুন।
৫. মিশ্রণটি একটি পরিষ্কার গ্লাস বা স্প্রে বোতলে রেখে দিন।
আরও পড়ুন- বিড়াল ভালোবাসেন? আঁচড়ে কী হতে পারে জানেন, শুনলে শিউড়ে উঠবেন
কীভাবে ব্যবহার করবেন?
-
সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
-
মাথার ত্বকে সিরামটি স্প্রে করুন অথবা তুলোর বল দিয়ে লাগান।
-
আঙুলের সাহায্যে হালকা ম্যাসাজ করুন।
-
১ ঘণ্টা পর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এই হেয়ার সিরামের উপকারিতা
চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের রং স্বাভাবিক রাখে, মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়, চুল মসৃণ ও ঝলমলে করে
আরও পড়ুন- আজ শুরু ঝুলনযাত্রা, এই উৎসবের পিছনে আছে এক বিরাট কাহিনি
বাড়তি টিপস
-
এটি আপনি ফ্রিজে ৭ দিন পর্যন্ত রেখে দিতে পারবেন।
-
বেশি তৈলাক্ত চুলে এটি ব্যবহারের পর শ্যাম্পু করাই ভালো।
-
তেল দেওয়ার ১ ঘণ্টা আগে ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন।
চুলের যত্নে দামী কেমিক্যালযুক্ত পণ্যের থেকে ঘরোয়া প্রাকৃতিক উপাদান অনেক নিরাপদ ও কার্যকর। কারি পাতা ও আদা দিয়ে তৈরি এই হেয়ার সিরামটি আপনার চুলকে দিতে পারে প্রাকৃতিক পুষ্টি ও সুরক্ষা। আজই নিজের হাতে বানিয়ে ফেলুন এই হেয়ার সিরাম। যা হবে স্বাস্থ্যকর, নিরাপদ, এবং একেবারেই প্রাকৃতিক।