Rashifal Remedies, 11 October 2025: কীভাবে খুলবে কপাল? আজ দুর্ভাগ্য দূর করুন এই টিপসে!

Rashifal Remedies 2025: আজকের দিনে দুর্ভাগ্য থেকে বাঁচতে কাজে লাগান অভিজ্ঞ জ্যোতিষীর এই সব টিপস। দেখে নিন কীভাবে আজ আপনি দুর্ভোগ এড়িয়ে জীবনে সফল হতে পারবেন।

Rashifal Remedies 2025: আজকের দিনে দুর্ভাগ্য থেকে বাঁচতে কাজে লাগান অভিজ্ঞ জ্যোতিষীর এই সব টিপস। দেখে নিন কীভাবে আজ আপনি দুর্ভোগ এড়িয়ে জীবনে সফল হতে পারবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
New Horoscope: ভাগ্যাকাশে বিরাট বদল।

New Horoscope: ভাগ্যাকাশে বদলের টিপস ।

Rashifal Remedies, 11 October 2025: আমাদের জীবনে গ্রহ-নক্ষত্রের বিরাট প্রভাব। সেটা আমরা স্বীকার না করলেও এই প্রভাবে হেরফের হয় না। যাঁরা গ্রহ-নক্ষত্রের কারণে জীবনে দুর্ভোগ পোহাচ্ছেন, তাঁরা তাই দেখে নিন আজ কোন টোটকায় সমস্যা সামলাবেন।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজকের শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালি, প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

আরও পড়ুন- করওয়া চৌথের কথা তো প্রচুর শুনেছেন, এই কাহিনিটা জানেন?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আজকের শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালি, দুধে হলুদ গুলিয়ে খেলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

Advertisment

আরও পড়ুন- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস! এবারের থিম বিশেষ সাড়া ফেলেছে!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজকের শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল, আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান।

আরও পড়ুন- সতীপীঠ, ভক্তদের ভরসাস্থল 'মেলাইচণ্ডী মায়ের মন্দির'!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজকের শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি ও সাদা, গণেশজির আরাধনা করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

আরও পড়ুন- বাড়িতে এই ৭ প্রাণীকে পুষতে গেলেই মিলবে কঠোর সাজা, হতে পারেন গ্রেফতার!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আজকের শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালি, গৃহদেবতার বা আপনার পূজ্য দেবতার সোনার মূর্তি বাড়িতে রাখুন, এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আজকের শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল, ত্রিফলা বা তিনটি জড়িবুটির সংমিশ্রণ খেলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

আজকের শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালি, দৃঢ় প্রেমের সম্পর্কের জন্য দরিদ্র ও অভাবী লোকজনদের মধ্যে কেশরের হালুয়া বা মিষ্টি দ্রব্য বিতরণ করুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজকের শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ, তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

আজকের শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, সবুজ কাচের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিলে পরিবারের সদস্যদের ভালো হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

আজকের শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে এবং তাদের সন্মান দেখালে তা আপনার জন্য লাভদায়ক হবে এবং আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আজকের শুভ সংখ্যা ৭, শুভ রং ক্রিম এবং সাদা, শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগালে পরিবারে সুখ আসবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

আজকের শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ, পরিবারের সুখ বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি এবং কর্পূর দান করুন।

rashifal remedies