Rashifal Remedies, 18 September 2025: দুর্ভাগ্য পিছু ছাড়ছে না? এই সামান্য টিপসে সামাল দিন!

Rashifal Remedies 2025: প্রত্যেক রাশির শুভ সংখ্যা আলাদা। শুভ রং আলাদা। সৌভাগ্যের উপায়ও আলাদা। বিস্তারিত জেনে নিন। প্রেম, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির টিপস জানুন।

Rashifal Remedies 2025: প্রত্যেক রাশির শুভ সংখ্যা আলাদা। শুভ রং আলাদা। সৌভাগ্যের উপায়ও আলাদা। বিস্তারিত জেনে নিন। প্রেম, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির টিপস জানুন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Horoscope: রাশিফল

Horoscope: রাশিফল।

Rashifal Remedies, 18 September 2025: গ্রহ-নক্ষত্রের ফেরে জীবনে হাজারো দুর্ভোগ পোহাতে হয়। সেসব সামলানো সম্ভব। তার জন্য নির্দিষ্ট টিপস মানতে হবে। প্রত্যেক রাশির দৈনিক আলাদা টিপস থাকে। তার মাধ্যমেই দুর্ভোগের প্রতিকার সম্ভব।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আপনার শুভ সংখ্যা ৩, শুভ রং জাফরান এবং হলুদ। শিবকে ভোগ নিবেদন করলে আপনার প্রেম জীবন উন্নত হবে।

আরও পড়ুন- পুজোয় বেড়াতে যাচ্ছেন? এই ৬ জায়গায় না ঘুরলে আপনার বেড়ানোই বৃথা!

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আপনার শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। দরিদ্র মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করলে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- দুর্গাপুজোর শেষ লগ্নের কাউন্টডাউন শুরু, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে বোঝাল বাঙালি!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আপনার শুভ সংখ্যা ৯, শুভ রং লাল এবং মেরুন। পাত্রে কালো এবং সাদা মার্বেল পাথর রাখলে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- পাশে গুগল, ইচ্ছেমতো ছবি বানিয়ে চমকে দিন!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আপনার শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি এবং ধূসর। হলুদের টুকরো, জাফরান, মসুর ডাল বেশি পরিমাণে খেলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

আরও পড়ুন- পুজোর আগেই ব্রণ থেকে ট্যান দূর করুন ঘরোয়া কায়দায়, নজর কাড়বে উজ্জ্বলতা!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আপনার শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। যে কোনও ধর্মীয় স্থানে কালো ও সাদা তিল দান করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আপনার শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি। পানীয় জলের পাত্র ভরে দরিদ্রদের জন্য রাখলে পারিবারিক জীবনে সমৃদ্ধি আসবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

শুভ সংখ্যা ৩, শুভ রং জাফরান এবং হলুদ। পকেটে সবুজ রুমাল রাখা আর্থিক অবস্থার জন্য শুভ।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ। হাসপাতালে অসুস্থদের সাহায্য এবং সেবা করলে আপনার আর্থিক উন্নতি হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। রাহুল মন্ত্র ১১ বার জপ করলে পারিবারিক জীবন উন্নত হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। আর্থিক অবস্থার উন্নতির জন্য, আপনার খাবারে কোনও না কোনওভাবে গোলমরিচ ব্যবহার করুন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

শুভ সংখ্যা ৯, শুভ রং লাল এবং মেরুন। কালো ও সাদা তিল ময়দার সঙ্গে মিশিয়ে মাছকে খাওয়ালে উপকার পাবেন

মীন/ Pisces রাশিফল Rashifal

শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি। সূর্যনারায়ণের মন্ত্র জপে উপকার পাবেন।

2025 rashifal