Google Gemini AI Photo Editing Prompt: পুজোর উপহার! পাশে গুগল, ইচ্ছেমতো বানান ছবি

Google Gemini AI Photo Editing Prompt: ৪৫টিরও বেশি ফটো এডিটিং প্রম্পট এক জায়গায়! দুর্গা পূজা, ভিডিও গেম, ন্যানো কলা ট্রেন্ডের মত নানা স্টাইলে ছবি এডিটের সেরা কায়দা জানুন।

Google Gemini AI Photo Editing Prompt: ৪৫টিরও বেশি ফটো এডিটিং প্রম্পট এক জায়গায়! দুর্গা পূজা, ভিডিও গেম, ন্যানো কলা ট্রেন্ডের মত নানা স্টাইলে ছবি এডিটের সেরা কায়দা জানুন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Google Gemini AI Photo Editing Prompt

Google Gemini AI Photo Editing Prompt: ফটো এডিটিংয়ের নতুন ভরসা।

Google Gemini AI Photo Editing Prompt: সোশ্যাল মিডিয়ায় আজকাল ছবি মানেই শুধু ক্লিক না। সেই ছবিকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলাও গুরুত্বপূর্ণ। গুগলের নতুন Gemini AI ফটো এডিটিং টুল সেই কাজকে করেছে আরও সহজ ও মজাদার। সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া 'ন্যানো কলা ট্রেন্ড' থেকে শুরু করে দুর্গা পূজার প্রতিকৃতি বা ভিডিও গেম চরিত্র তৈরি করা—সব কিছুই এখন সম্ভব মাত্র এক লাইনের প্রম্পট দিয়ে।

জেমিনি এআই (Gemini AI) আলাদা

Advertisment

জেমিনি এআই আলাদা। কারণ, এটা ব্যবহার করা সহজ। ফ্রি এবং দ্রুত ফলাফল দেয়। সাধারণ ছবি থেকে পেশাদার মানের এডিট, সব এখানে সম্ভব। বিভিন্ন স্টাইলে প্রম্পট সাপোর্ট করে এই টুল। যাঁরা দুর্গাপুজোর উৎসবের আমেজ ছবিতে ধরতে চান, তাঁদের জন্য কিছু দুর্দান্ত প্রম্পট হল: ১. লাল-সাদা শাড়ি, সোনার গয়না, প্রদীপের আলোসহ প্রতিকৃতি। ২. সিনেমাটিক এডিট, অফ-হোয়াইট শাড়ি ও দানাদার টেক্সচার। ৩. হাতে ধুনুচি, রেট্রো সিনেমার আলো-ছায়া।

আরও পড়ুন- ট্রাম্পের শুভেচ্ছা, মেসির উপহার! ৭৫তম জন্মদিনে মোদী যেন 'বিশ্বগুরু

এবং

আরও পড়ুন- বিশ্বকর্মা পূজায় করুন এই মন্ত্র জপ, আরতি! মিলবে বিরাট সাফল্য

Advertisment

ভাইরাল হতে চাইলে নতুন যেসব ট্রেন্ড মিস করা যাবে না, সেগুলো হল: দিল্লির কনট প্লেসে বিশাল মূর্তি। লাল ল্যাম্বোরগিনি উরুসের সাথে হাই-অ্যাঙ্গেল শট। সমুদ্রের ধারে রোমান্টিক প্রতিকৃতি। পাশাপাশি, Gemini AI দিয়ে আপনার ছবি বা পোষা প্রাণীকে গেম চরিত্রে পরিণত করতে পারেন। যেমন: বিড়ালকে ১৬-বিট গেম চরিত্রে বদলাতে পারেন। ফ্যান্টাসি ম্যাপ তৈরি করতে পারেন। ৩ডি মডেল আকারে এডিট করতে পারেন। ৯০-এর দশকের বলিউড স্টাইল, পোলকা শাড়ি, বেনারসি শাড়ি কিংবা সাদা-কালো ভিনটেজ প্রতিকৃতি—সবই সহজেই সম্ভব। 

আরও পড়ুন- প্রতিকারে বদলাতে পারে দুর্ভাগ্য? জানুন রাশিফলের আজকের টিপস!

আরও পড়ুন- পুজোর আগেই ঘরোয়া কায়দায় দূর করুন ব্রণ থেকে ট্যান, উজ্জ্বলতা নজর কাড়বে!

কীভাবে ব্যবহার করবেন?

এই টুল কাজে লাগাতে হলে প্রথমে Gemini AI টুল ওপেন করুন। ছবি আপলোড করুন। পছন্দের প্রম্পট কপি-পেস্ট করুন। প্রয়োজনে রঙ, ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করুন। রেডি ছবি ডাউনলোড ও শেয়ার করুন। আর, এসবের দৌলতেই গুগল জেমিনি এআই (Google Gemini AI) এখন শুধু ছবি এডিট নয়, বরং নতুন প্রজন্মের ডিজিটাল ক্রিয়েটিভিটির এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। দুর্গা পূজার প্যান্ডেল থেকে শুরু করে ফ্যান্টাসি গেম চরিত্র—সব কিছুই এখন এর সাহায্যে এক ট্যাপে তৈরি করা যাচ্ছে। একবার চেষ্টা করলেই বুঝবেন কেমন সহজে আপনার ছবিকে নতুন রূপ দেওয়া যায়।

AI Google Gemini