/indian-express-bangla/media/media_files/2025/03/25/SzLEX0Is47rxOwLOQJ1Y.jpg)
Rashifal Remedies: গ্রহের প্রতিকার।
Rashifal Remedies, 25 September 2025: গ্রহ-নক্ষত্রের প্রভাবে জীবনে উত্থান-পতন ঘটে। পোহাতে হয় নানা দুর্ভোগ, আবার আসে সাফল্যও। নির্দিষ্ট টিপস মানলে সেসব সহজে সামলানো যায়। প্রত্যেক রাশির জন্য আছে দৈনিক টিপস। বিস্তারিত জেনে নিন এখানে।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজকের দিনে আপনার শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকলে তা আপনার আর্থিক পরিস্থিতির জন্য লাভদায়ক হবে।
আরও পড়ুন- সন্ধিপুজো না হলে কি দুর্গাপুজো সম্ভব? সত্যিটা কী, ভালো করে জেনে নিন
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি। আনন্দময় সাংসারিক জীবন উপভোগ করতে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন।
আরও পড়ুন- নবরাত্রিতে কোন রঙের পোশাক পরলে ভাগ্য হবে উজ্জ্বল?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৪, শুভ রং কালো এবং নীল। ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা করুন।
আরও পড়ুন- এই দেবীকেই দুর্গা বলে বাঙালি! শারদোৎসবে এই দেবীর রূপেরই পুজো হয়, জানেন কি?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ। আটার লেচিতে গুড় রেখে গরুকে খাওয়ালে কর্মজীবন সফল হবে।
আরও পড়ুন- নবরাত্রির ৩য় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা, কী প্রাপ্তি হয় এই দেবীর আরাধনায়?
সিংহ/ Leo রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি। অর্থের আগমন অটুট রাখার জন্য বৃহস্পতিবার করে কলা খাওয়া বন্ধ করুন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আপনার শুভ সংখ্যা ৪, শুভ রং কালো এবং নীল। ভালো স্বাস্থ্যের অধিকারী হবার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও খান।
তুলা/ Libra রাশিফল Rashifal
শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। আপনার কর্মস্থলকে সুগন্ধিত রাখার জন্য সবসময় ধূপকাঠি জ্বালিয়ে রাখুন, রুম ফ্রেশনার ব্যবহার করুন এবং সুগন্ধি মোমবাতি ব্যবহার করুন। এর ফলে আপনার কর্ম তৎপরতা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি। আপনার রিং ফিঙ্গারে সোনা পরলে আর্থিক উন্নতি হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি। কাঁচা হলুদ ও পাঁচটি অশ্বথ গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন রাতে ঘুমোনোর সময়, এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি। বিষ্ণু চালিশা পাঠ করুন বা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করলে জীবনে সুখের আবির্ভাব হবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৭, শুভ রং ক্রিম এবং সাদা। প্রেম জীবন সুখের করতে রেবড়ি গুড় জলে বিসর্জন করুন।
মীন/ Pisces রাশিফল Rashifal
শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ। জলে লাল চন্দন মিশিয়ে স্নান করলে প্রেম জীবন মজবুত হবে।