/indian-express-bangla/media/media_files/2025/09/24/navratri-special-pujo-2025-2025-09-24-16-12-10.jpg)
Navratri Special Pujo 2025: চলছে নবরাত্রির বিশেষ পূজা।
Navratri 2025: নবরাত্রি মানেই ভক্তদের কাছে নয়দিনব্যাপী মা দুর্গার আরাধনা। তবে ২০২৫ সালে এই উৎসবে ঘটছে এক বিরল ঘটনা। এমন এক বিরল ঘটনা, যা ২৭ বছর আগে ঘটেছিল। ১৯৯৮ সালেও ঘটেছিল এমন ঘটনা।
যা বলছেন জ্যোতিষীরা!
জ্যোতিষীদের মতে, এবছর তৃতীয়া তিথি একদিনে নয়, এবার তা টানা দু'দিন ধরে পড়ছে। ফলে দেবী দুর্গার তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টার পূজা হবে দুই দিন ধরে। ২৭ বছর পর এমন ঘটনা ঘটল। সাধারণত শারদীয় নবরাত্রি ৯ দিনের হয়। কিন্তু, এবছর তিথি বেড়ে তা হবে ১০ দিনের। ১৯৯৮ সালেও এমন ঘটনা ঘটেছিল। সেবার চতুর্থী তিথি পড়েছিল দুই দিন ধরে। তখন দেবী কুষ্মাণ্ডার পূজা হয়েছিল টানা দুই দিন। ২০২৫-এ সেই বিরল কাকতালীয় ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে।
আরও পড়ুন- নবরাত্রির ৩য় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজা, কী প্রাপ্তি হয় এই দেবীর আরাধনায়?
জ্যোতিষীদের মতে, এবার তৃতীয়া তিথি ২৪ সেপ্টেম্বর ভোর ৪:৫১ মিনিটে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর সকাল ৭:০৬ পর্যন্ত থাকবে। ফলে ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনই দেবী চন্দ্রঘণ্টার আরাধনা হবে। দেবী চন্দ্রঘণ্টা হলেন মা দুর্গার তৃতীয় রূপ। তাঁর কপালে ঘণ্টার মতো অর্ধচন্দ্র শোভা পায়, তাই তাঁর নাম চন্দ্রঘণ্টা। তিনি সোনালি বর্ণের, দশভুজা এবং সিংহ বা বাঘে আরোহী। হাতে থাকে ত্রিশূল, গদা, তরবারি, পদ্ম-সহ বিভিন্ন ঐশ্বরিক অস্ত্র। একহাতে তিনি দেন আশীর্বাদ, আরেক হাতে অভয়।
এই রূপে মা ভক্তদের প্রদান করেন সাহস, বীরত্ব, নির্ভীকতা এবং আত্মবিশ্বাস। আবার তিনি শান্তি, সৌম্যতা এবং মাধুর্যও দান করেন। বিশ্বাস করা হয়, তাঁর ঘণ্টাধ্বনি ভক্তদের অশুভ শক্তি, ভূত-প্রেত ও দুঃস্বপ্ন থেকে রক্ষা করে। এই তিথিতে দেবী মন্ত্র জপের পাশাপাশি দেবীকে দুধ, ক্ষীর, ছানা এবং সাদা রঙের ফুল নিবেদন করা হয়। এই বিশেষ তিথিতে ধূসর বা সাদা রঙের পোশাক পরে দুর্গা সপ্তসতীর চতুর্থ অধ্যায় পাঠ করলে বিশেষ ফল লাভ হয়।
আরও পড়ুন- নবরাত্রির সঙ্গে দুর্গাপুজো মেলে না, খাবারের এই অভ্যাসই ফারাকটা বুঝিয়ে দেয়!