Advertisment

Dhanteras 2024 Date-Time: ২৯ না ৩০ অক্টোবর, এবছর ধনতেরাস কবে? কোন সময়ে সোনা-রুপো কিনলে ভাগ্য খুলবে?

Dhanteras 2024 Puja Time and Muhurat: দীপাবলির ২ দিন আগে ধনতেরাস উৎসব পালন করা হয়। একে ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়। এই দিনে ধন্বন্তরী, কুবের এবং লক্ষ্মী-গণেশের পুজো হয় এবং সোনা-রুপো কেনাকাটা করা হয়।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
dhanteras 2019

Dhanteras 2024: জেনে নিন এবছর ধনতেরাস কবে এবং শুভ সময় ও তাৎপর্য।

Dhanteras 2024 Date-Time, Kuber Dev-Lakshmi Puja Shubh Muhurat: হিন্দু ধর্মে ধনতেরাসের গুরুত্ব অপরিসীম। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়। এই দিনে লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরী দেবীর পুজোর রীতি রয়েছে। এই দিনটিকে ধনোত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়। এদিন সোনা-রুপো, বাসনপত্রর মতো জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। জেনে নিন এবছর ধনতেরাস কবে এবং শুভ সময় ও তাৎপর্য।

Advertisment

Dhanteras 2024 Date- এবছর ধনতেরাস কবে?

বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ত্রয়োদশী তিথি ২৯ অক্টোবর সকাল ১০.৩৪ মিনিটে শুরু হবে। তিথি ৩০ অক্টোবর, ২০২৪-এ দুপুর ১.১৭ মিনিটে শেষ হবে। এই কারণে ২৯ অক্টোবর ধনতেরাস উৎসব পালিত হবে।

Dhanteras 2024 Troyodoshi Tithi- ত্রয়োদশী তিথি কখন?

ধনতেরাস গোধূলি বেলায় পুজো করা হয়। এমন পরিস্থিতিতে ২৯ অক্টোবর পুজোর শুভ সময় সন্ধে ৬.৩১ মিনিট থেকে রাত ৮.১৩ মিনিট পর্যন্ত। ধনতেরাসে দেবী ধন্বন্তরী, লক্ষ্মী-গণেশ এবং কুবেরের পুজো করা হয়।

Dhanteras 2024 Auspicious Time For Shopping- ধনতেরাসে কী এবং কখন কিনবেন?

ধনতেরাসে সোনা-রুপো, বাসনপত্রর মতো জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। তবে অনেকেরই অজানা যে, এইদিনে ঝাড়ু কেনাও খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় যে, ত্রয়োদশী তিথিতে ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।

আরও পড়ুন ধনতেরাসে ভুল করেও কিনবেন না এগুলি! তাহলেই সর্বনাশ

Dhanteras 2024 Puja Timing and bidhi- ধনতেরাসের পুজো বিধি

সন্ধেয় উত্তরদিকে কুবের এবং ধন্বন্তরীতে প্রতিষ্ঠা করুন। উভয়ের সামনে একমুখী ঘিয়ের প্রদীপ জ্বালান। কুবেরদেবকে সাদা এবং ধন্বন্তরী দেবীকে হলুদ মিষ্টি নিবেদন করুন। ওম হ্রীম কুবেরায় নমঃ জপ করুন। এরপর ধন্বন্তরী স্তোত্র পাঠ করুন এবং প্রসাদ খান। সুফল পেতে, দীপাবলিতে কুবেরকে সম্পদের স্থানে রাখুন। পুজোর স্থানে ধন্বন্তরীকে প্রতিষ্ঠা করুন, তাহলেই কাঙ্ক্ষিত ফল পাবেন।

আরও পড়ুন ধনতেরাসের দিন কেন সবাই ঝাড়ু কেনে? এর তাৎপর্য এবং সুফল জানুন

Diwali lifestyle dhanteras diwali 2024
Advertisment