/indian-express-bangla/media/media_files/2025/09/27/goddess-durga-2025-09-27-12-51-58.jpg)
Maha Ashtami Puja: দুর্গাপুজোয় মহাষ্টমীর পুজো বিশেষ গুরুত্ব পায়।
Durga Puja 2025: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গা নবরাত্রির অষ্টম দিনকে মহা অষ্টমী বা দুর্গা অষ্টমী বলা হয়। এই দিনেই দেবীর পূজায় বিশেষ তাৎপর্য রয়েছে। ২০২৫ সালে দুর্গা অষ্টমী পালিত হবে ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার।
দুর্গাষ্টমীর তিথি
অষ্টমী তিথি শুরু হবে ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪টা ৩১ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। এই সময়ের মধ্যেই দুর্গা অষ্টমীর পূজা শেষ করাই বিধেয়। অষ্টমীতে অন্যতম গুরুত্বপূর্ণ আচার হল কন্যা পূজা বা কুমারী পূজা।
আরও পড়ুন- নবরাত্রির এই সব তিথিতে কেনাকাটা করলেই চমকাবে কপাল! জানুন দিনগুলো
হিন্দু বিশ্বাস অনুযায়ী, ছোট অবিবাহিত কন্যাদের মধ্যে দেবী দুর্গার শক্তি বিরাজ করেন। তাই তাঁদের পূজা করা হয়। কন্যা পূজার শুভ সময় হল ভোর ৫টা ০০ থেকে ৬টা ১২ মিনিট। সকাল ১০টা ৪০ থেকে দুপুর ১২টা ১০ মিনিট। এই সময়ে কন্যা পূজা করলে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ মেলে বলেই বিশ্বাস করা হয়।
আরও পড়ুন- নবরাত্রিতে জন্ম নেওয়া শিশুর ভাগ্য কেমন? কী বলছে জ্যোতিষশাস্ত্র, জানুন বিস্তারিত!
দুর্গা অষ্টমীর দিন পূজা শুরু হয় মহাস্নান দিয়ে। এরপর দেবীকে ষোড়শোপচার মন্ত্রোচ্চারণে আহ্বান করা হয়। এই দিনে নয়টি ঘড়া স্থাপন করে দেবীর নয় রূপের পূজা করা হয়। অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল সন্ধি পূজা। এটি অষ্টমী শেষ হওয়ার শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট মিলিয়ে মোট ৪৮ মিনিটের মধ্যে করা হয়। বিশ্বাস করা হয়, মহিষাসুর বধের সময়ই এই পূজা হয়েছিল। অনেক জায়গায় এই সময় পশুবলি দেওয়ার প্রথা আছে। তবে আজকাল তার পরিবর্তে ফল, লাউ বা অন্যান্য সবজি দিয়ে প্রতীকী বলি দেওয়া হয়।
আরও পড়ুন- তিনি ভারতে নবজাগরণের অগ্রদূত, ব্রিটিশ পার্লামেন্টেও বক্তব্য রেখেছিলেন রামমোহন
অষ্টমীর ভোগ বাঙালির আবেগের এক বিশেষ অংশ। সাধারণত যেসব খাবার এই দিনে তৈরি হয়, সেগুলো হল- খিচুড়ি ও ভাজা, লাউ, বাঁধাকপি, কুমড়ো-সহ সবজি, টমেটো চাটনি, পায়েস, রসগোল্লা ও সন্দেশ। এই ভোগ দেবীকে নিবেদন করার পাশাপাশি ভক্তদের মধ্যেও বিতরণ করা হয়। মহা অষ্টমী হল শক্তির আরাধনার দিন। দেবী দুর্গার অষ্টম রূপ মহাগৌরীর পূজা এই দিনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে পূজা করলে সমস্ত দুঃখ-দুর্দশা দূর হয় এবং জীবনে আসে শান্তি ও সমৃদ্ধি। বিশেষত যাঁরা কন্যা পূজা ও সন্ধি পূজা করেন, তাঁদের জীবনে দেবীর অশেষ আশীর্বাদ নেমে আসে।
আরও পড়ুন- নবরাত্রির পঞ্চমীতে স্কন্দমাতার পূজা, কী তার পদ্ধতি, কোন কায়দায় চলে আরাধনা?
আর এই সব কারণেই দুর্গা অষ্টমী ২০২৫ (Durga Ashtami 2025 Date) শুধুমাত্র একটি তিথি নয়, এটি বাঙালি জীবনের আধ্যাত্মিক উৎসবের কেন্দ্রবিন্দু। পূজা, কন্যা পূজা, সন্ধি পূজা এবং ভোগ—সব মিলিয়ে এই দিনটি দুর্গাপুজোর আসল প্রাণকেন্দ্র। ভক্তদের বিশ্বাস, এই দিনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর পূজা করলে জীবনে হবে অকল্যাণের অবসান এবং মিলবে দেবী মহাশক্তির আশীর্বাদ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us