Durga Puja 2024 Vastu Tips: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। এই নয় দিনে মা দুর্গার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। কথায় আছে, যাঁরা আচার-নিয়ম মেনে মা দুর্গার পুজো করেন তাঁদের জীবনে কোনও কাজেই পিছিয়ে পড়তে হয় না। দেবীপক্ষে নবরাত্রি শারদীয়া নবরাত্রি নামে পরিচিত। এই সময়ে কোন কোন কাজ করা শুভ জেনে নিন।
নবরাত্রিতে মা দুর্গার ৯টি রূপের পুজো করা হয়। এই পুজো করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময়ে সপ্তশতী পাঠ করা হয়। এই পাঠ করলে কাজের ক্ষমতা বাড়তে থাকে। কোনও ব্যক্তি কাম, ক্রোধ, লোভ এই রিপুগুলি থেকে বেরিয়ে আসতে পারেন। এতে আপনার জীবনে সাফল্য আসবেই।
দুর্গা সপ্তশতী পাঠ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, পৃথিবীর প্রত্যেক মানুষের কোনও না কোনও সমস্যা রয়েছে। পারিবারিক বিবাদ থেকে শুরু করে সম্পত্তি নিয়ে ঝামেলা, সন্তানদের নিয়ে অশান্তি, কেরিয়ারে নানা সমস্যা থাকে। তার থেকে পরিত্রাণ পেতে দুর্গাপুজোর সময় দুর্গা সপ্তশতী পাঠ করুন। সেইসঙ্গে কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্য আসবেই। সপ্তশতী পাঠ করলে কোনও কাজেই পিছিয়ে থাকবেন না। ভাগ্যের দ্বার খোলা থাকবে। দুর্গা সপ্তশতী নিয়মিত পাঠ করলে আর্থিক দিকে লাভ হবে।
আরও পড়ুন মান্দালয়ের কারাগারে দুর্গোৎসব- মাথায় রক্তচন্দনের টিকা আর বুকে লড়াকু শক্তি নিয়ে সেদিন সুভাষচন্দ্র
দুর্গা চালিসা পাঠ করুন
দুর্গাপুজোর সময় মা দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়ে পুজোর চারদিন মা দুর্গার চালিসা পাঠ করুন। এতে আপনার পরিবারের সমস্যা দূর হবে। বাড়িতে ইতিবাচক বা পজিটিভ শক্তি প্রবেশ করবে।
পান নিবেদন
আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে চাইলে দুর্গাপুজোর সময় মা দুর্গাকে নিত্যদিন একটি করে পান নিবেদন করুন। মা দুর্গা তাতে প্রচণ্ড খুশি হবেন। আপনার জীবনে আটকে থাকা অনেক কাজ শেষ হবে।
আরও পড়ুন বোধন থেকে অষ্টমীর অঞ্জলি, সন্ধির সময়, পুজোর নির্ঘণ্ট