Ganesh Chaturthi: রাশি অনুসারে গণেশকে নিবেদন করুন এই ভোগ, মিলবে বাপ্পার আশীর্বাদ

Ganesh Chaturthi: ২৭ আগস্ট আপনার রাশি অনুসারে গণপতিকে কী ভোগ নিবেদন করবেন, শুভ মুহূর্ত কখন এবং অনন্ত চতুর্দশীর তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Ganesh Chaturthi: ২৭ আগস্ট আপনার রাশি অনুসারে গণপতিকে কী ভোগ নিবেদন করবেন, শুভ মুহূর্ত কখন এবং অনন্ত চতুর্দশীর তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Ganesh Chaturthi

Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে বাপ্পার পুজো হচ্ছে সাড়ম্বরে।

Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থী এমন এক উৎসব যেখানে ভক্তরা ভগবান গণেশকে নৈবেদ্য, ভোগ এবং বিশেষ মন্ত্র জপের মাধ্যমে সন্তুষ্ট করেন। বিশ্বাস করা হয়, সঠিক ভোগ নিবেদন করলে ভগবান গণেশ জীবনের সব বিঘ্ন দূর করেন এবং সুখ-সমৃদ্ধি দান করেন। ২০২৫ সালে গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে ২৭ আগস্ট, বুধবার। ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক কী ভোগ নিবেদন করলে সর্বোত্তম ফল মিলবে।

রাশি অনুসারে গণেশ ভোগ

Advertisment
  • মেষ (Aries): খেজুর ও লাড্ডু নিবেদন করুন।

  • বৃষ (Taurus): নারকেল বা চিনির মিষ্টি দিয়ে তৈরি লাড্ডু নিবেদন শ্রেয়।

  • মিথুন (Gemini): মুগ লাড্ডু দিয়ে গণপতিকে খুশি করা যায়।

  • কর্কট (Cancer): মাখন, ক্ষীর ও লাড্ডু নিবেদন করলে কল্যাণ হবে।

আরও পড়ুন- এই ৪ রাশির ওপর সর্বদা থাকে গণেশের কৃপা, আপনি কি সেই দলে?

  • সিংহ (Leo): গুড়ের মোদক ও খেজুর ভগবানকে নিবেদন করুন।

  • কন্যা (Virgo): সবুজ ফল বা কিশমিশ নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায়।

  • তুলা (Libra): কলা এবং লাড্ডু নিবেদন করুন।

  • বৃশ্চিক (Scorpio): খেজুর এবং গুড়ের লাড্ডু দিয়ে ভগবানকে প্রসন্ন করুন।

আরও পড়ুন- গণেশ পুজো করছেন, এই নিয়মগুলো না মানলে জীবন ছারখার হয়ে যায়?

Advertisment
  • ধনু (Sagittarius): মোদক এবং কলা নিবেদন করুন।

  • মকর (Capricorn): তিলের লাড্ডু নিবেদন করলে আশীর্বাদ মিলবে।

  • কুম্ভ (Aquarius): গুড়ের লাড্ডু বিশেষ শুভ।

  • মীন (Pisces): বেসন লাড্ডু, কলা এবং বাদাম নিবেদন করলে ভগবান প্রসন্ন হবেন।

আরও পড়ুন- গণেশ চতুর্থীতে কম খরচেই চোখধাঁধানো ঘর সাজান! দেখে তারিফ করবে লোকে

গণেশ চতুর্থী ২০২৫, শুভ মুহূর্ত

চতুর্থী তিথি শুরু: ২৬ আগস্ট দুপুর ১:৫৪ মিনিটে, চতুর্থী তিথি শেষ: ২৭ আগস্ট বিকেল ৩:৪৪ মিনিটে, উদয়তিথিতে পূজা: ২৭ আগস্ট ২০২৫, পূজার শুভ সময়: সকাল ১১:০৩ মিনিট থেকে দুপুর ১:৩৪ মিনিট পর্যন্ত (সময়কাল – ২ ঘন্টা ৩১ মিনিট), সকালে শুভ সময়: ৬:০৩ মিনিট থেকে ৮:৩৩ মিনিট

আরও পড়ুন- ৫০০ বছর পর গণেশ চতুর্থীতে ৫ বিরল যোগ, খুলবে এই ৩ রাশির ভাগ্য

গণেশ চতুর্থীর সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীতে, যেদিন ভক্তরা বাপ্পাকে বিদায় জানান। ২০২৫ সালে অনন্ত চতুর্দশী পালিত হবে ৬ সেপ্টেম্বর। গণেশ চতুর্থী ২০২৫-এ রাশি অনুসারে ভোগ নিবেদন করলে ভগবান গণেশ বিশেষ আশীর্বাদ দেবেন বলে বিশ্বাস করা হয়। তাই এই উৎসবে সঠিক পূজা, ভোগ ও মন্ত্র জপ করলে জীবনে আসবে শান্তি, সমৃদ্ধি। দূর হবে সকল বিঘ্ন। 

2025 Ganesh Chaturthi