Ganesh Chaturthi: গণেশ পুজো করছেন, এই নিয়মগুলো না মানলে জীবন ছারখার হয়ে যায়?

Ganesh Chaturthi: এবারের গণেশ চতুর্থীতে বাপ্পাকে ঘরে আনার আগে বাস্তুর এই নিয়মগুলো অবশ্যই মানুন। এতেই নাকি ঘরে সুখ-সমৃদ্ধি আর সৌভাগ্য আসে। এমন মতই প্রচলিত রয়েছে।

Ganesh Chaturthi: এবারের গণেশ চতুর্থীতে বাপ্পাকে ঘরে আনার আগে বাস্তুর এই নিয়মগুলো অবশ্যই মানুন। এতেই নাকি ঘরে সুখ-সমৃদ্ধি আর সৌভাগ্য আসে। এমন মতই প্রচলিত রয়েছে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Ganesh Chaturthi

Ganesh Chaturthi: গণপতি বাপ্পার পুজোয় মানুন এই সব বাস্তু টিপসগুলো।

Ganesh Chaturthi 2025: ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে উদযাপিত হয় গণেশ চতুর্থী। এই দিন ভক্তরা ভগবান গণেশের জন্মোৎসব পালন করেন এবং ঘরে বা প্যান্ডেলে গণপতি বাপ্পার মূর্তি প্রতিষ্ঠা করেন। বিশ্বাস করা হয়, সঠিক নিয়ম মেনে গণেশ পূজা করলে ঘরে আসে সুখ, সমৃদ্ধি, অগ্রগতি এবং সৌভাগ্য। তবে মূর্তি আনার আগে কিছু বিশেষ বাস্তু টিপস মানা অত্যন্ত জরুরি।

ঘরে গণেশ মূর্তি আনার আগে মানুন, এই সব বাস্তু টিপস

Advertisment

১. মূর্তির আকার- বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে কখনও অতিরিক্ত বড় বা খুব ছোট গণেশের মূর্তি রাখা উচিত নয়। মাঝারি আকারের মূর্তি সবচেয়ে শুভ বলে ধরা হয়। বড় আকারের মূর্তি সাধারণত প্যান্ডেল বা জনবহুল অঞ্চলের জন্য উপযুক্ত।

আরও পড়ুন- ২৬ নাকি ২৭, কবে এবারের গণেশ চতুর্থী, জানুন সঠিক সময়

২. শুঁড়ের দিক- ঘরে বামমুখী শুঁড় (Left Trunk Ganesh) যুক্ত মূর্তি রাখা সবচেয়ে শুভ। বিশ্বাস করা হয়, এতে ঘরে আসে অগ্রগতি, শান্তি এবং ধনসম্পদ। ডানদিকে শুঁড়ের মূর্তির পুজো হয় মূলত কঠিন নিয়মে। যা ঘরে পালন করা সবার জন্য সহজ নয়। 

আরও পড়ুন- এই ৪ রাশির ওপর সর্বদা থাকে গণেশের কৃপা, আপনি কি সেই দলে?

Advertisment

৩. ভঙ্গি নির্বাচন- ঘরে সর্বদা বসে থাকা গণেশের মূর্তি রাখা উচিত। বসে থাকা ভঙ্গি মানে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা। নৃত্যরত বা দাঁড়িয়ে থাকা মূর্তি সাধারণত প্যান্ডেল বা প্রকাশ্য স্থানে রাখা হয়।

আরও পড়ুন- আপনার বাড়ি, অফিসে গণেশের কোন মূর্তি পুজো শুভ? গণেশ চতুর্থীতে মাথায় রাখুন এই ৫ বিষয়

৪. মোদক ও ইঁদুর- গণপতি বাপ্পার দুটি প্রিয় বৈশিষ্ট্য হল– মোদক ও তার বাহন ইঁদুর। ঘরে এমন মূর্তি আনা উচিত যেখানে মোদক ও ইঁদুর থাকে। এটি শুভফল ও পূর্ণতা প্রদান করে। 

আরও পড়ুন- শুঁড় থেকে কান, গণেশের শরীরের প্রত্যেক অংশের আলাদা রহস্য, জানেন সেটা?

৫. মূর্তির রঙ- বাস্তু অনুসারে, রঙের দিকেও নজর দেওয়া জরুরি। ঘরে সাদা রঙের মূর্তি সবচেয়ে শুভ। এটি শান্তি ও ইতিবাচক শক্তি নিয়ে আসে। এছাড়া সিঁদুর (লালচে কমলা) রঙের মূর্তিও সমৃদ্ধি এবং শক্তির প্রতীক। কালো আর গাঢ় রঙের মূর্তি এড়িয়ে চলা ভালো। 

৬. মূর্তির অবস্থান- গণেশ মূর্তি সর্বদা ঘরের উত্তর-পূর্ব কোণে (ঈশান কোণ) স্থাপন করা উচিত। এটি বাস্তুতে সবচেয়ে শক্তিশালী ও শুভ দিক বলে ধরা হয়। মূর্তির মুখ হওয়া উচিত পূর্ব বা পশ্চিমমুখী।

পূজা করার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম

১) প্রতিদিন প্রদীপ ও ধূপ জ্বালান। ২) গণপতির সামনে লাড্ডু বা মোদক নিবেদন করুন। ৩) বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। ৪) গণেশের নাম জপ করুন। বাস্তুশাস্ত্র ও পুরাণ অনুযায়ী, ভগবান গণেশ হলেন বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা। অর্থাৎ তিনি সব বাধা দূর করে সাফল্য, জ্ঞান এবং সমৃদ্ধি প্রদান করেন। তবে পুজো করার আগে গণপতি বাপ্পার মূর্তি ঘরে সঠিকভাবে স্থাপন করা জরুরি। এতে পরিবারে শান্তি বজায় থাকে। ব্যবসা ও কর্মজীবনে উন্নতি হয়। পড়াশোনায় মনোযোগ এবং সাফল্য আসে। আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। 

2025 Ganesh Chaturthi