Chhath puja wishes, song: ছটপুজোয় প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছাবার্তা আর গানের লিংক, জীবনে আপনাকে ভুলবে না!

Happy Chhath Puja: এই শুভক্ষণে সূর্যদেবকে প্রণাম জানান। জানুন ছটপুজোর ইতিহাস, পাঠান শুভেচ্ছাবার্তা ও শুনে ফেলুন সবচেয়ে জনপ্রিয় ছটপুজোর গান। আর অন্যকে শোনান।

Happy Chhath Puja: এই শুভক্ষণে সূর্যদেবকে প্রণাম জানান। জানুন ছটপুজোর ইতিহাস, পাঠান শুভেচ্ছাবার্তা ও শুনে ফেলুন সবচেয়ে জনপ্রিয় ছটপুজোর গান। আর অন্যকে শোনান।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Chhath puja wishes, song: দেখে নিন ছটপুজোর সেরা শুভেচ্ছাবার্তা এবং গানগুলো কী কী!

Chhath puja wishes, song: দেখে নিন ছটপুজোর সেরা শুভেচ্ছাবার্তা এবং গানগুলো কী কী!

Chhath puja 2025 wishes, song: ছটপুজো উত্তর ভারতের অন্যতম পবিত্র উৎসব, সূর্যদেব (Lord Surya) ও তাঁর বোন ছটি মাইয়া (Usha Devi)-র উদ্দেশ্যে এই উৎসবে উৎসর্গ করা হয়। এই পূজা মূলত বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও নেপালে বিশেষভাবে পালিত হয়। 

Advertisment

এটি দীপাবলির কয়েক দিন পরেই অনুষ্ঠিত হয় এবং চার দিন ধরে চলে। ভক্তরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জলে দাঁড়িয়ে প্রণাম জানান এবং পরিবারের সুখ, সমৃদ্ধি ও স্বাস্থ্য কামনা করেন।

আরও পড়ুন- জাগ্রত দেবী শ্মশানকালী, গড়িয়া মহাশ্মশানের এই দেবী সম্পর্কে রয়েছে নানা অলৌকিক কাহিনি!

Advertisment

ছটপুজোর ইতিহাস ও তাৎপর্য

পুরাণ মতে, ছটপুজো-র সূচনা হয়েছিল ত্রেতাযুগে। জনশ্রুতি আছে, মাতা সীতা অযোধ্যায় ফিরে এসে সূর্যদেবকে ধন্যবাদ জানাতে এই উপবাস পালন করেছিলেন। আরেকটি মতে, এই উৎসবের বর্ণনা ঋগ্বেদে পাওয়া যায়, যেখানে সূর্যদেবের আরাধনার উল্লেখ আছে। সেই থেকে এই উৎসব হয়ে উঠেছে আলোর দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক।

আরও পড়ুন- তিল দেখে নারীর স্বভাব জানুন! মেয়েদের শরীরে কোথায় তিল থাকলে তার কী অর্থ?

ছটপুজো শুভেচ্ছা বার্তা (Chhath Puja Wishes in Bengali & English)

“সূর্যদেব আপনার জীবনে আলো, শক্তি ও সাফল্যের বার্তা বয়ে আনুন। শুভ ছটপুজো!”
“Let the rays of the rising sun fill your life with peace, prosperity, and happiness. Happy Chhath Puja!”
“ছটঠি মাইয়া আপনার সব ইচ্ছা পূরণ করুন, আপনার ঘরে আনুন অন্ন-সমৃদ্ধি।”
“Wishing you and your family good health, wealth and endless blessings this Chhath Puja!”

আরও পড়ুন- স্রেফ এই জিনিসটা ব্যবহার করুন, ঘরের ত্রিসীমানায় ঘেঁষবে না মশা!

ছটপুজোর জনপ্রিয় গান (Chhath Puja Songs Playlist)

ছটপুজো মানেই সূর্যোদয়ের সঙ্গে সুরেলা ভক্তিগান। নিচে কিছু জনপ্রিয় Chhath Puja songs দেওয়া হলো যা উৎসবের আমেজ দ্বিগুণ করে দেয়। এগুলো হল —
“Uga Ho Suruj Dev” – Anuradha Paudwal, “Hey Chhathi Maiya” – Sharda Sinha, “Kaanch Hi Baans Ke Bahangiya” – Kalpana Patowary, “Chhathi Maiya Ke Gaonwa” – Manoj Tiwari Mridul, “Daura Uthaw Na Bhauji” – Pawan Singh: এই গানগুলো ইউটিউবে “Chhath Puja Bhajan 2025” লিখে সার্চ করলেই পাওয়া যাবে।

আরও পড়ুন- গোদাবরীর তীরে রামায়ণের পঞ্চবটী! কীভাবে যাবেন রামের পদধূলিতে ধন্য এই তীর্থে?

ছটপুজোর রীতি ও উপবাস

চার দিন ধরে চলা এই পূজায় থাকে কঠোর উপবাস ও পবিত্রতা রক্ষা। প্রথম দিন (নহাই-খাই): উপবাস শুরুর আগে স্নান ও পবিত্র আহার। দ্বিতীয় দিন (খরনা): উপবাসীদের জন্য সন্ধ্যায় খেজুরের পায়েস ও গুড়ের রুটি নিবেদন। তৃতীয় দিন (সন্ধ্যা আরঘ্য): সূর্যাস্তের সময় নদীর ঘাটে অর্ঘ্য প্রদান। চতুর্থ দিন (উষা আরঘ্য): সূর্যোদয়ের সময় পুনরায় অর্ঘ্য দিয়ে উপবাস ভঙ্গ।

শুভেচ্ছা ও প্রার্থনা

ছটপুজো শুধুমাত্র এক ধর্মীয় আচার নয়; এটি প্রকৃতি ও সূর্যের প্রতি মানবজাতির কৃতজ্ঞতার প্রতীক। এই উৎসব আমাদের শেখায়— “আলো মানেই জীবন”, আর সেই আলো আমরা ভাগ করে নিতে পারি ভালোবাসা ও শুভেচ্ছার মাধ্যমে।

Chhath Puja 2025 Wishes