/indian-express-bangla/media/media_files/2025/10/26/turmeric-mosquito-repellent-2025-10-26-20-43-52.jpg)
Turmeric Mosquito Repellent: মশা তাড়ানোর সেরা কায়দা জেনে নিন।
Home Remedy for Mosquitoes: বর্ষাকাল বা আর্দ্র আবহাওয়ার সময় মশার উপদ্রব সবচেয়ে বেশি বেড়ে যায়। ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়ার মত রোগ ছড়ায় এই ছোট্ট কিন্তু বিপজ্জনক পোকাগুলি থেকে। অনেকেই বাজারের কেমিক্যাল যুক্ত মশা তাড়ানোর লিকুইড বা কয়েল ব্যবহার করেন, কিন্তু এগুলোর গন্ধ ও ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকর।
কেন ভেষজ কায়দায় মশা তাড়াবেন?
বাজারের বেশিরভাগ মশা প্রতিরোধকের মধ্যে 'DEET' বা অন্য ক্ষতিকর রাসায়নিক থাকে, যা দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও চোখে জ্বালাভাবের কারণ হতে পারে। তাই ঘরোয়া, নিরাপদ ও ভেষজ উপায়ে মশা তাড়ানোই বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন- গোদাবরীর তীরে রামায়ণের পঞ্চবটী! কীভাবে যাবেন রামের পদধূলিতে ধন্য এই তীর্থে?
হলুদ গুঁড়োর সাহায্যে (Turmeric Mosquito Repellent)
এই পদ্ধতিটি প্রাচীন আয়ুর্বেদিক রীতিতেও উল্লেখ আছে। হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল 'কারকিউমিন', যা অ্যান্টিফাঙ্গাল ও প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে।
আরও পড়ুন- এই রোগে অভিনেতা সতীশ শাহর মৃত্যু, বিকল হওয়ার আগে ৫ সংকেত দেয় কিডনি!
কী লাগবে?
ভালো মানের তেল (সরিষা/নারকেল/অলিভ অয়েল) – ১ টেবিল চামচ, লবঙ্গ – ৫-৬টি (কুচানো), হলুদ গুঁড়ো – ১ চা চামচ।
আরও পড়ুন- এই ৬ জাতের কুকুর সব চটপট শিখে নেয়, জানেন তারা কারা?
তৈরির কায়দা
১) একটি ছোট প্যান উনুনে গরম করুন। ২) তাতে তেল দিন, তারপর কুচানো লবঙ্গ ও হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। ৩) অল্প আঁচে নেড়ে ১-২ মিনিট ফুটিয়ে নিন। ৪) গরম করা বন্ধ করে ঠান্ডা হতে দিন।
আরও পড়ুন- হাত পেতে চাইতে হবে না! খাস্তা ঠেকুয়া এভাবে সহজে বানান ঘরেই
ব্যবহারবিধি
একটি ছোট সুতির কাপড় বা তুলোর টুকরো এই তেলে ভিজিয়ে নিন। এরপর সেটি একটি ছোট বাতির মতো জ্বালিয়ে ঘরের কোণে রাখুন। রাতে ঘুমানোর আগে এটি রাখলে মশা ঘরে আসবে না।
উপকারিতা
এই মিশ্রণটা শুধু মশা নয়, মাছি বা অন্যান্য পোকামাকড় তাড়াতেও কাজে লাগবে। লবঙ্গের গন্ধ মশাদের অসহনীয় লাগে, ফলে তারা দূরে সরে যায়। হলুদ পোড়ালে ঘরে হালকা ধোঁয়া তৈরি হয় যা প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। একইসঙ্গে ঘরের বাতাস বিশুদ্ধ রাখে ও ইতিবাচক শক্তি ছড়ায়।
সতর্কতা
এই পদ্ধতি ব্যবহারের সময় ছোট বাচ্চা বা অ্যাজমার রোগী থাকলে ঘরে অতিরিক্ত ধোঁয়া করবেন না।
আর যদি ত্বকে কোনো অ্যালার্জি বা জ্বালা দেখা দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ করুন।
মনে রাখবেন
হলুদ গুঁড়ো ও লবঙ্গের এই প্রাকৃতিক মিশ্রণ শুধু ঘরকে মশামুক্তই রাখে না, বরং পরিবেশকেও দূষণমুক্ত রাখে। আজই চেষ্টা করে দেখুন এই সহজ ঘরোয়া টিপসটি (Turmeric Mosquito Repellent) কাজে লাগাতে। তাতে, আপনার পরিবার পাবে রাসায়নিকমুক্ত সুরক্ষা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us