Health risks on smoke Cigarettes with Tea: চায়ের সঙ্গে সিগারেটে 'সুখটান', অনেক ধূমপায়ীরই এই বিষয়টি বেশ পছন্দের। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, একথা জেনেও এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারেন না অনেকে। সিগারেটের প্যাকেটের গায়ে তার ক্ষতিকারক দিক সম্পর্কে ছবি-সহ প্রচার চললেও তা দেখেও দেখেন না ধূমপায়ীরা। চায়ের কাপ হাতে নিয়ে সিগারেটে সুখ টান দেওয়া অনেকেরই অভ্যাস। তবে এই প্রবণতা মানব শরীরে সাংঘাতিক বিপদ ডেকে আনতে পারে।
চায়ের সঙ্গে সিগারেটের কম্বিনেশনে সাংঘাতিক ক্ষতি:
বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই সিগারেট সেবন ক্যান্সারের কারণ। তবে চা ও সিগারেটের সেবনে ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। দীর্ঘদিন ধরে চায়ের সঙ্গে সিগারেটে টান দেওয়ার অভ্যাসের ফলে মানবশরীরে স্মৃতিশক্তি হারানোর সমস্যা প্রকট হতে পারে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, যাঁরা চায়ের সঙ্গে সিগারেটে টানে রীতিমতো অভ্যস্ত হয়ে পড়েছেন তাঁদের ক্ষেত্রে স্মৃতিশক্তি লোপ পাওয়ার বিষয়টা বেশ মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে চলেছে।
এছাড়াও চায়ের সঙ্গে সিগারেটের কম্বিনেশন ফুসফুসেরও সাংঘাতিক ক্ষতি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এই প্রবণতায় যাঁরা আসক্ত হয়ে পড়েছেন তাঁরা এখনই এই অভ্যাস পরিত্যাগ করুন।
আরও পড়ুন- Health Effects of Ghee: ঘিয়ের সঙ্গে ভুল করেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্মক বিপদ!
এরই পাশাপাশি চা ও সিগারেটের কম্বিনেশন মানব শরীরে হার্নিয়ার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে আরও একটি সাংঘাতিক সমস্যা হল প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া। দীর্ঘদিন ধরে চায়ের সঙ্গে সিগারেটে টানের অভ্যাস মানব শরীরে প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে।
আরও পড়ুন- Chia seeds: চিয়া বীজের অনেক গুণ, তবে নিয়ম না জেনে খেলে বিপদের শেষ থাকবে না!