Hair Care Tips: এক চামচ এই তেলেই আটকান চুল পড়া, দূর করুন খুশকি! ঘরোয়া টেকনিকেই করুন বাজিমাত

Herbal Hair Care: একচামচ এই তেল দিয়ে ঘরেই বানান আয়ুর্বেদিক জেল। চুল পড়া আটকাবে। খুশকি আর চুলকানি কমিয়ে ফেরাবে চুলের জেল্লা। সৌন্দর্য উপচে পড়বে।

Herbal Hair Care: একচামচ এই তেল দিয়ে ঘরেই বানান আয়ুর্বেদিক জেল। চুল পড়া আটকাবে। খুশকি আর চুলকানি কমিয়ে ফেরাবে চুলের জেল্লা। সৌন্দর্য উপচে পড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dental care Lifestyle: দাঁতের যত্ন নিন।

Herbal Hair Care: চুল পড়া, খুশকি, মাথার চুলকানি ও দুর্বলতা— এসব যেন আজকাল প্রতিটি পরিবারের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাজারে হাজারো হেয়ার কেয়ার প্রোডাক্ট থাকলেও বেশিরভাগেই থাকে ক্ষতিকর কেমিক্যাল। তাই আজ আমরা নিয়ে এসেছি এমন একটি ঘরোয়া প্রোডাক্ট। অর্থাৎ, ভেষজ হেয়ার সিরাম, যা মাত্র এক চামচ এই তেল দিয়ে আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন।

Advertisment

এটি তৈরিতে ব্যবহার করা হয় রোজমেরি, নারকেল তেল ও ভিটামিন ই-এর মত বিভিন্ন জিনিস, যা আয়ুর্বেদিক কায়দায় চুলের যত্নে সাহায্য করে।

আরও পড়ুন- একমুঠো কারিপাতা! মুহূর্তে বদলে দিন পাকা চুল, কালো চুল খেলা করবে গোটা মাথায়

Advertisment

কী কী লাগে:

  • নারকেল তেল – ১০০ মিলিলিটার

  • রোজমেরি শুকনো পাতা – ২ টেবিল চামচ

  • রোজমেরি এসেনশিয়াল অয়েল – ১০ ফোঁটা

  • ভিটামিন ই ক্যাপসুল – ১টি

আরও পড়ুন- বর্ষাকালে কাপড় শুকানোর দারুণ কৌশল, রুমাল বা চাদর থেকে আর কোনও গন্ধ বেরোবে না!

কীভাবে প্রস্তুত বানাবেন:

১. একটি প্যানে নারকেল তেল ঢালুন।
২. তাতে রোজমেরি পাতা দিন ও খুব কম আঁচে ২০ মিনিট গরম করুন। ফুটাবেন না।
৩. তেল ঠান্ডা হয়ে এলে একটি কাপড়ে ছেঁকে ফেলুন।
৪. এরপর এতে দিন রোজমেরি এসেনশিয়াল অয়েল এবং ভিটামিন ই তেল। ভালোভাবে মিশিয়ে একটি পরিষ্কার বোতলে ভরে রাখুন।

আরও পড়ুন- বর্ষাকালে এই ৩টি আয়ুর্বেদিক ঘরোয়া চিকিৎসা আপনাকে অসুস্থতা থেকে বাঁচাবে, বাড়াবে হজমশক্তি

কতদিন রাখা যাবে:

ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখলে এটি ৬ মাস পর্যন্ত ব্যবহারযোগ্য।

কীভাবে ব্যবহার করবেন:

  1. চুল মাঝ বরাবর ভাগ করুন।

  2. আঙুল দিয়ে হালকাভাবে সিরাম মাথার ত্বকে ম্যাসাজ করুন।

  3. পুরো রাত মাথা ওই অবস্থায় রেখে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

  4. চাইলে আপনি এটি আপনার কন্ডিশনার বা হেয়ার মাস্কের সঙ্গেও মেশাতে পারেন।

আরও পড়ুন- বাগান প্রেমীদের জন্য সহজ টিপস! জুঁই গাছে ফুল ফোটাতে ব্যবহার করুন ফলের খোসা আর চা

এই সিরামের উপকারিতা:

চুল পড়া রোধ করে

রোজমেরি DHT ব্লকার হিসেবে কাজ করে, যা চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ।

মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায়

ম্যাসাজের সময় সিরামটি ত্বকে প্রবেশ করে ও রক্তপ্রবাহ বৃদ্ধি করে, ফলে চুল দ্রুত গজাতে সহায়তা করে।

খুশকি ও প্রদাহ কমায়

নারকেল তেলের অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ মাথার ত্বককে জীবাণুমুক্ত রাখে।

চুলের রুক্ষতা দূর করে

ভিটামিন ই ও নারকেল তেল চুলকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং চুল ফেটে যাওয়া আটকায়।

hair care Herbal