Monsoon Drying Tips: বর্ষায় কাপড় শুকানোর দুর্দান্ত টেকনিক, দুর্গন্ধ দূর করুন সহজেই!

Monsoon Drying Tips: বর্ষাকালে কাপড় শুকানো এক বিশাল চ্যালেঞ্জ। রইল এমন এক অসাধারণ কৌশল, যাতে রোদ না থাকলেও কাপড় শুকাবে সহজেই এবং দুর্গন্ধও হবে না। ঘরের মধ্যেও কাজ দেবে এই পদ্ধতি।

Monsoon Drying Tips: বর্ষাকালে কাপড় শুকানো এক বিশাল চ্যালেঞ্জ। রইল এমন এক অসাধারণ কৌশল, যাতে রোদ না থাকলেও কাপড় শুকাবে সহজেই এবং দুর্গন্ধও হবে না। ঘরের মধ্যেও কাজ দেবে এই পদ্ধতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Monsoon Drying Tips

Monsoon Drying Tips: ঘরের মধ্যেও কাজ দেবে এই পদ্ধতি।

Monsoon Drying Tips: বর্ষাকাল মানেই বৃষ্টি, স্যাঁতসেঁতে পরিবেশ আর এক ভয়ংকর সমস্যা— ভেজা কাপড় শুকানো। বিশেষ করে যাঁরা ফ্ল্যাটে থাকেন বা যাঁদের ঘরে রোদ আসে না, তাঁদের জন্য কাপড় শুকানো যেন যুদ্ধ জয় করার মতই ব্যাপার! আর সবচেয়ে বড় সমস্যা, শুকাতে দেরি হলেই কাপড় থেকে বেরোতে থাকে একধরনের দুর্গন্ধ। তবে চিন্তা নেই, কারণ আজ আমরা আপনাকে জানাবো এক স্মার্ট হ্যাক, যা বর্ষাকালেও দারুণভাবে কাজে আসে। 

Advertisment

রোদ ছাড়াই কাপড় শুকানো কি সম্ভব?

বর্ষায় প্রায়ই টানা ৩–৪ দিন রোদ না থাকায় কাপড় শুকানো অসম্ভব মনে হয়। অথচ, ভেজা কাপড় শুকাতে না পারলে গন্ধ ছড়াতে শুরু করে, যার ফলে সেই কাপড় আবার ধোয়ার প্রয়োজন হয়। তবে এমন একটি পদ্ধতি রয়েছে, যেখানে না আছে রোদ, না আছে মেশিন— তবু কাপড় শুকিয়ে যায় সুন্দরভাবে!

Advertisment

আরও পড়ুন- বর্ষাকালে এই ৩টি আয়ুর্বেদিক ঘরোয়া চিকিৎসা আপনাকে অসুস্থতা থেকে বাঁচাবে, বাড়াবে হজমশক্তি

স্মার্ট হ্যাক: চাদর + ফ্যান বা হিটার ট্রিক

এই কৌশলটি খুবই কার্যকরী:

  • একটি খোলা জায়গা বা জানালার পাশ বেছে নিন।

  • ভেজা কাপড়গুলি একটি স্ট্যান্ডে ঝুলিয়ে দিন।

  • এবার একটি বড় চাদর দিয়ে কাপড়গুলোকে ঢেকে দিন যেন চারপাশ ঘিরে থাকে।

  • চাদরের বাইরে থেকে ফ্যান বা হিটার চালান।

  • ফ্যানের বাতাস বা হিটারের তাপ চাদরের আর্দ্রতা শুষে নেবে এবং কাপড় দ্রুত শুকিয়ে ফেলতে সাহায্য করবে।

  • এতে কাপড় থেকে দুর্গন্ধ আর বেরোবে না

  • সময় বাঁচবে এবং কাপড়ও নরম থাকবে

  • খরচ একবার হবে তবে, উপকার বারবার পাবেন

আরও পড়ুন- বাগান প্রেমীদের জন্য সহজ টিপস! জুঁই গাছে ফুল ফোটাতে ব্যবহার করুন ফলের খোসা আর চা

কেন এই কায়দা এত কার্যকরী?

  • বাতাস চলাচল করলে কাপড় গন্ধ ছড়ায় না

  • চাদর দিয়ে ঢেকে রাখলে ফ্যান বা হিটারের তাপ ভেতরে ঘোরে

  • আর্দ্রতা দ্রুত চলে যায় এবং ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া তৈরি হয় না

আরও পড়ুন- আপনার বাড়ির আশপাশে সাপ লুকিয়ে আছে কি না বুঝবেন কী করে? জেনে নিন এই ১০ লক্ষণ

যে ভুলগুলি এড়িয়ে চলা উচিত

  1. ঘরের সব জানালা-দরজা বন্ধ করে ফ্যান চালানো যাবে না – এতে ঘরে ভ্যাপসা ভাব বাড়ে এবং কাপড় আরও বেশি গন্ধ ছড়ায়

  2. কাপড়গুলোর একটিকে অপরটির ওপর রাখবেন না। সব কাপড়ের মধ্যে যেন হাওয়া চলাচল করতে পারে

  3. একই দিনে সব কাপড় ধোবেন না– জায়গা কম হলে শুকোনোর ক্ষমতা কমে যায়।

আরও পড়ুন- চ্যাটজিপিটির ডায়েট প্ল্যান মেনে ৪০ দিনে ৫ কেজি ওজন কমালেন এক মহিলা, জানেন কায়দাটা কী?

অতিরিক্ত টিপস

  • ওয়াশিং মেশিন চালালে extra spin mode ব্যবহার করুন

  • কাপড় ধোয়ার পর হালকা রগড়ে মুছে জল ঝরিয়ে নিন

  • ধুপ বা লেবু ফ্লেভারের fabric conditioner ব্যবহার করলে গন্ধ আরও কম ছড়াবে

বর্ষাকাল আর ভেজা কাপড় এখন আর ভয়ের কারণ নয়। রোদ না থাকলেও স্মার্ট ভাবে ফ্যান, হিটার আর একটি বড় চাদরের সাহায্যে আপনি কাপড় শুকিয়ে ফেলতে পারেন সহজেই। শুধু কিছু কৌশল মেনে চললেই রুমাল, তোয়ালে, বা বড় চাদর থেকে আর কোনও দুর্গন্ধ ছড়াবে না।

monsoon tips Drying