Check BSNL Network: Jio, এয়ারটেল এবং Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ঝকায় তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। যার জেরে যারপরনাই সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। তাই ফের একবার সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর দিকে ঝুঁকেছেন অনেকেই। ইতিমধ্যে অনেকেই BSNL-এর সিম কার্ড নিতে শুরু করেছেন। শহর থেকে জেলা, গত কয়েক সপ্তাহ ধরে এই ছবি ধরা পড়ছে অনেক জায়গাতেই।
তবে এক্ষেত্রে BSNL-এর নেটওয়ার্ক কিন্তু বড় একটি মাথাব্যথার কারণ। এখনও বহু জায়গায় সরকারি টেলিকম সংস্থা BSNL-এর নেটওয়ার্ক নাকি ঠিকঠাক পাওয়া যায় না, প্রায়শই এমনই অভিযোগ মেলে। আপনার এলাকায় BSNL-এর কেমন নেটওয়ার্ক? সেটা আগেভাগে জানবেনই বা কীভাবে? বিশেষ এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
বাড়ি বসে কীভাবে জানবেন আপনার এলাকায় BSNL-এর নেটওয়ার্ক কেমন?
অনলাইনে BSNL-এর নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখে নিতে পারেন। BSNL-এর নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখার জন্য আপনাকে গুগলের সার্চ অপশনে যেতে হবে। nperf লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে তাতে যান। এরপর কান্ট্রিতে ক্লিক করে নিজের দেশের নাম সিলেক্ট করে নিন। এরপর BSNL সিলেক্ট করুন। যে এলাকার নেটওয়ার্ক কভারেজ দেখতে চাইছেন সেই এলাকার নাম লিখে সার্চবারে ক্লিক করুন।
আরও পড়ুন- BSNL Recharge Plans: বাম্পার অফার BSNL-এর! নামমাত্র খরচে ১ মাস আনলিমিটেড কল আর ‘অফুরন্ত’ ইন্টারনেট!
আরও পড়ুন- BSNL internet speed: রকেট গতিতে ছুটবে ইন্টারনেট! BSNL-এর গ্রাহকরা ফোনে শুধু করুন এই কাজটি
এরপর একটি ম্যাপ দেখা যাবে যেখানে জুম করলে আপনি এলাকায় কোথায় BSNL নেটওয়ার্ক আছে তা বুঝতে পারবেন। বিশেষ সেই ম্যাপের মধ্যে 2G/3G/4G/5G চিহ্ন বিভিন্ন রঙে দেওয়া থাকবে। আপনার এলাকায় কোন ধরনের নেটওয়ার্ক রয়েছে সেটা আপনাকে বুঝে নিতে হবে। একইভাবে এলাকায় Jio, এয়ারটেল সহ অন্যান্য নেটওয়ার্কের পরিষেবার ব্যাপারেও জানতে পারবেন।
আরও পড়ুন- BSNL Recharge Plans: অভাবনীয় অফার BSNL-এর! নামমাত্র খরচে ৮৪ দিন আনলিমিটেড ভয়েসকল, ‘অফুরন্ত’ ইন্টারনেট