India’s Only Railway Station: দুটি দেশের ব্যবহৃত একমাত্র রেলস্টেশন! ভারতের এই স্টেশন কি আপনি চেনেন?

The rare Indian railway station: ভারত ও নেপাল সীমান্তে রয়েছে এমন একটি রেলস্টেশন যা দুই দেশের মানুষ ব্যবহার করেন। জানুন এই রেলস্টেশন সম্পর্কে।

The rare Indian railway station: ভারত ও নেপাল সীমান্তে রয়েছে এমন একটি রেলস্টেশন যা দুই দেশের মানুষ ব্যবহার করেন। জানুন এই রেলস্টেশন সম্পর্কে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rail Station: রেল স্টেশন

Rail Station: রেল স্টেশন (ছবি- প্রতীকী)।

India’s Rare Border Railway Station: বিশ্বের কিছু কিছু রেল স্টেশন শুধুমাত্র ভৌগোলিক গুরুত্বের জন্যই নয়, বরং ঐতিহাসিক এবং কূটনৈতিক গুরুত্বেও অনন্য। তেমনই একটি রেল স্টেশন হলো জয়নগর রেল স্টেশন (Jaynagar Railway Station)– যা ভারতের বিহার রাজ্যে অবস্থিত এবং নেপালের সঙ্গে যুক্ত।

Advertisment

জয়নগর রেল স্টেশনের অবস্থান

জয়নগর রেল স্টেশনটি বিহারের মধুবনী জেলায় অবস্থিত। এটি ভারত-নেপাল সীমান্তের একেবারে কাছাকাছি, এবং এখান থেকে নেপালের কুর্থা, জনকপুর হয়ে ট্রেন চলে বিজলপুর পর্যন্ত।

আরও পড়ুন- ভারতের প্রাচীনতম ট্রেন কোনটি জানেন? এর ঐতিহাসিক যাত্রা আর বিশেষত্বর কথা শুনলে অবাক হয়ে যাবেন

Advertisment

কীভাবে দুই দেশ এই স্টেশন ব্যবহার করে?

  • এই রেলপথটি 'Jaynagar–Bardibas Railway Line' নামে পরিচিত। এটি একটি ক্রস-বর্ডার রেলওয়ে প্রজেক্ট, যা ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ।
  • ভারতীয় রেল কর্তৃপক্ষ ও নেপালের Nepal Railway Company যৌথভাবে এই রুট পরিচালনা করে।
  • ভারত থেকে প্যাসেঞ্জার ট্রেন নেপালের অভ্যন্তরে ঢুকে পড়ে।
  • এই পথে বর্তমানে Jaynagar–Kurtha DEMU Train চলাচল করে।

আরও পড়ুন- প্রাণঘাতী ম্যালেরিয়া! প্রতিরোধে এবার 'সমতার লড়াই'-এর বার্তা

এই রেলপথের ইতিহাস
এই রেললাইন প্রথম তৈরি হয় ব্রিটিশ আমলে, মূলত বাণিজ্যিক এবং ধর্মীয় কারণে এই রেললাইন চালু করা হয়েছিল। জনকপুর হল নেপালের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে প্রতিবছর বহু ভারতীয় ভক্ত যান। তাই রেলপথটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যম হিসেবেও কাজ করে।

আরও পড়ুন- সারারাত মশার কয়েল জ্বালিয়ে রাখেন? নিজের কী হাল করছেন সেটা অন্তত একবার জেনে নিন

এই স্টেশনের বিশেষত্ব

  • এটি ভারতের একমাত্র রেলস্টেশন, যেখান থেকে সরাসরি বিদেশে ট্রেন চলে।
  • কোনও পাসপোর্ট বা ভিসার প্রয়োজন নেই– শুধুমাত্র বৈধ পরিচয়পত্র থাকলেই নেপালে ট্রেন ভ্রমণ করা যায়।
  • এতে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন– বিশেষ করে বাণিজ্যিক ও সামাজিক কাজে।

আরও পড়ুন- খাবারের পাতে প্রতিদিন রাখছেন মসুর ডাল! আপনার কী হচ্ছে জানেন?

ভবিষ্যৎ পরিকল্পনা

  • এই রেলপথকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে– বারদিবাস পর্যন্ত রুট এক্সটেনশন হওয়ার কথা।
  • উন্নত সিকিউরিটি ও কাস্টমস চেক পয়েন্ট তৈরি হচ্ছে দুই দেশের সীমান্তে।
  • ভারত ও নেপালের মধ্যে আরও মালবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। 

তবে, সবটাই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। নেপালে বর্তমানে ফের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তাদের রাজনৈতিক নেতাদের একদল ভারত-বিরোধী। এই পরিস্থিতিতে রেলপথ সম্প্রসারণের সম্ভাবনা শীঘ্রই কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই।

station rail India