Mosquito Coils: সারারাত মশার কয়েল জ্বালিয়ে রাখেন? নিজের কী হাল করছেন সেটা অন্তত একবার জেনে নিন

Mosquito Coils Risk At Night: মশার হাত থেকে বাঁচার জন্য অনেকেই রাতভর কয়েল জ্বালিয়ে রাখেন। কেউ কেউ আবার দিনের বেলাতেও জ্বালিয়ে রাখেন মশার কয়েল।

Mosquito Coils Risk At Night: মশার হাত থেকে বাঁচার জন্য অনেকেই রাতভর কয়েল জ্বালিয়ে রাখেন। কেউ কেউ আবার দিনের বেলাতেও জ্বালিয়ে রাখেন মশার কয়েল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mosquito Coils: মশার ধূপ

Mosquito Coils: মশার ধূপ (ছবি- প্রতীকী)

Mosquito Coils Risks: গরমকালে মশার উপদ্রব যেমন বাড়ে, তেমনই বাড়ে মশা তাড়ানোর কয়েল বা রেপেলেন্ট ব্যবহারের পরিমাণ। অনেকেই রাতে ঘুমানোর সময় মশার কয়েল জ্বালিয়ে রাখেন। কিন্তু জানেন কি, এটি আপনার শ্বাসতন্ত্র এবং ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে?

Advertisment

মশার কয়েলের ক্ষতিকর দিক:
মশার কয়েলে ব্যবহৃত হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ, যার মধ্যে রয়েছে pyrethroid, allethrin, এবং d-trans allethrin। কয়েল জ্বালালে এই রাসায়নিক পদার্থগুলি ধোঁয়ার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে লাগাতার শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে থাকে।

আরও পড়ুন- খাবারের পাতে প্রতিদিন রাখছেন মসুর ডাল! আপনার কী হচ্ছে জানেন?

হতে পারে যেসব সমস্যা:

Advertisment
  • শ্বাসকষ্ট
  • চোখ জ্বালাপোড়া
  • অ্যালার্জির মত সমস্যা (হাঁচি হওয়া, সর্দি হওয়া, র‍্যাশ বের হওয়া)
  • মশার কয়েল থেকে হাঁপানির রোগীদের সমস্যা বেড়ে যায়
  • বাচ্চা ও বৃদ্ধদের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলে মশার কয়েল

আরও পড়ুন- ঘুম থেকে উঠেই যাচ্ছেন হাঁটতে, শরীর ভালো রাখতে গিয়ে এই ভয়ংকর রোগের দিকে চলে যাচ্ছেন না-তো?

চিকিৎসকদের পরামর্শ:
চিকিৎসকদের মতে, রাতে কয়েল জ্বালিয়ে ঘুমানো একেবারেই উচিত নয়। কারণ ৮ ঘণ্টার বেশি সময় ধরে বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থাকলে শরীরে ধীরে ধীরে ক্রনিক ব্রংকাইটিস, অ্যাজমার সমস্যা দেখা দেয়। এমনকী লাংস ড্যামেজ হওয়ার ঝুঁকিও তৈরি হয়।

আরও পড়ুন- ফুচকা দেখলেই লোভ হয়! টপাটপ খাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, শরীরের কী হচ্ছে কল্পনাও করতে পারবেন না

বিকল্প কী?

  • মশারি ব্যবহার করুন
  • ইলেকট্রিক লিকুইড রেপেলেন্ট যা স্বল্প রাসায়নিক যুক্ত
  • নিম তেল বা লেবু-লবঙ্গের ধোঁয়া – প্রাকৃতিক মশা তাড়ানোর উপায়
  • ঘর পরিষ্কার এবং শুকনো রাখুন, যেন মশা না জন্মাতে পারে

আরও পড়ুন- রোদ থেকে ফিরে কতক্ষণ পরে স্নান করবেন? না জানলে কিন্তু, বিরাট ক্ষতি করছেন নিজেরই

বাচ্চাদের জন্য অতিরিক্ত সতর্কতা:
কয়েলের ধোঁয়া শিশুদের জন্য খুবই বিপজ্জনক। তাদের শ্বাসতন্ত্র দুর্বল হওয়ায় খুব সহজেই কয়েলের ধোঁয়ার প্রভাব পড়ে এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদি অ্যাজমা বা অ্যালার্জি দেখা দিতে পারে। সেই কারণে শিশুদের মশার কয়েলের ধোঁয়ার ক্ষতিকর প্রভাব থেকে বাঁচানোর জন্যও অভিভাবকদের কাছে আবেদন রেখেছেন বিশেষজ্ঞরা। 

লাংস ক্যানসারের মত সমস্যায়

পাশাপাশি যাঁরা লাংস ক্যানসারের মত সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে মশার কয়েলের ধোঁয়া চরম ক্ষতি করতে পারে। তাঁদের কোনও ধোঁয়ার মধ্যেই থাকা উচিত নয়। 

risk health Mosquito Coils