/indian-express-bangla/media/media_files/2025/10/11/international-day-of-the-girl-child-2025-2025-10-11-03-18-08.jpg)
International Day of the Girl Child 2025: আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।
International Girl Child Day 2025: প্রতিবছর ১১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস (International Day of the Girl Child)। রাষ্ট্রসংঘ ঘোষিত এই বিশেষ দিনটির উদ্দেশ্য হল—লিঙ্গ বৈষম্য দূর করা, মেয়েদের শিক্ষার অধিকার, নিরাপত্তা ও সম্মানের পরিবেশ সৃষ্টি করা।
এই দিবসকে অনেকেই ‘মেয়েদের দিন’ নামেও চেনেন। প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয় ২০১২ সালের ১১ অক্টোবর। তার আগে ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে কানাডার উদ্যোগে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
আরও পড়ুন- করওয়া চৌথের কথা তো প্রচুর শুনেছেন, এই কাহিনিটা জানেন?
দিনটির পটভূমি
‘প্ল্যান ইন্টারন্যাশনাল’ নামে এক বেসরকারি সংস্থা 'Because I Am a Girl' নামের এক আন্তর্জাতিক আন্দোলনের মাধ্যমে মেয়েদের অধিকার রক্ষার বিষয়টিকে সামনে আনে। তাদের উদ্যোগে এই দিবসের ধারণার জন্ম। সংস্থাটি মেয়েদের শিক্ষা, পুষ্টি, চিকিৎসা, আইনি সুরক্ষা ও সমঅধিকার নিশ্চিত করার জন্য কাজ করে। কানাডা সরকার প্ল্যান ইন্টারন্যাশনাল-এর উদ্যোগকে সমর্থন জানিয়েছে এবং পরে রাষ্ট্রসংঘে এনিয়ে প্রস্তাব পেশ করেছিল। সেই থেকেই প্রতিবছর দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। এই দিনটির লক্ষ্য- লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিক্ষার অধিকার ও সুযোগ বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি হিংসা বন্ধ করা, মেয়েদের স্বাস্থ্য, পুষ্টি ও উন্নয়ন ঘটানো।
আরও পড়ুন- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস! এবারের থিম বিশেষ সাড়া ফেলেছে!
প্রতিবছরের থিম
প্রতিবছরই আন্তর্জাতিক কন্যাশিশু দিবস একটি বিশেষ থিম নিয়ে পালিত হয়।
২০১২: “বাল্যবিবাহ বন্ধ করা”
২০১৩: “মেয়েদের শিক্ষা ক্ষেত্রে অভিনবত্ব”
২০১৪: “কৈশোরকে ক্ষমতাশালী করা”
২০১৬: “মেয়েদের উন্নতি, লক্ষ্যর উন্নতি”
২০১৭: “মেয়েদের ক্ষমতায়নে জরুরি সহায়তা ও প্রতিরোধ পরিকল্পনা”
- ২০২৫: 'টেকসই উন্নয়নের জন্য মেয়েদের কণ্ঠস্বর উন্নীত করা'
আরও পড়ুন- সতীপীঠ, ভক্তদের ভরসাস্থল 'মেলাইচণ্ডী মায়ের মন্দির'!
এই দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান হয়। ভারতে মুম্বাইয়ে সংগীত অনুষ্ঠান ও সচেতনতামূলক ক্যাম্পেইন হয়। অস্ট্রেলিয়ায় Girl Guides Australia বিভিন্ন সামাজিক উদ্যোগ নেয়। দক্ষিণ আফ্রিকায় মেয়েদের মাঝে টি-শার্ট ও বই বিতরণ করা হয়। বিভিন্ন স্কুল, এনজিও, এবং সরকারি সংস্থা মিলে এই দিনটিকে কন্যাশিশুর ক্ষমতায়ন ও সমঅধিকারের প্রতীক হিসেবে উদযাপন করে। কারণ, কন্যাশিশুরা সমাজের ভবিষ্যৎ। তাঁদের সঠিক শিক্ষা, পুষ্টি, ও নিরাপত্তা নিশ্চিত করলেই প্রকৃত অর্থে উন্নত সমাজ গঠন সম্ভব।