International Elephant Day 2025: প্রতিবছর ১২ আগস্ট বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক হস্তী দিবস (International Elephant Day)। এই বিশেষ দিনটি উদযাপনের মূল লক্ষ্য হল- হাতি সংরক্ষণ, তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা এবং মানব-হাতি সংঘাত কমানো।
পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণী
হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণী। তাদের উপস্থিতি শুধু বনজীবনের জন্যই নয়, বরং সমগ্র পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। আফ্রিকার সাভান্না বা এশিয়ার ট্রপিক্যাল বনে হাতি খাদ্যচক্র ও গাছপালার বীজ ছড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন- জানুন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রহস্য! জীবন বদলে যাবে এই এক অভ্যাসে
গত কয়েক দশকে হাতির সংখ্যা দ্রুত কমে গেছে। এর প্রধান কারণগুলো হল— শিকার ও দাঁতের জন্য হত্যা (Ivory Poaching), বন ধ্বংস এবং আবাসস্থল হারানো, মানব-হাতি সংঘাত, অবৈধ বন্যপ্রাণী ব্যবসা। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, প্রতিবছর কয়েক হাজার হাতিকে দাঁতের জন্য হত্যা করা হয়।
আরও পড়ুন- দ্রুত গলবে পেটের চর্বি, এই যোগাসন দিনে মাত্র ১০ মিনিট, তাতেই দেখবেন কামাল
তাই, 'Save the Elephants' কেবল একটি স্লোগান নয়, বরং এটি একটি প্রয়োজন। বিশ্বের বিভিন্ন বন্যপ্রাণী সংস্থা, যেমন World Wildlife Fund (WWF), Elephant Voices, Wildlife SOS হাতি রক্ষায় কাজ করছে।
এই আন্দোলনের লক্ষ্য— হাতি শিকার বন্ধ করা, হাতির প্রাকৃতিক আবাসস্থল রক্ষণাবেক্ষণ, স্থানীয় মানুষের সঙ্গে হাতিরক্ষার সচেতনতা বৃদ্ধি, হাতির চলাচলের জন্য করিডোর তৈরি।
আরও পড়ুন- স্বাধীনতা দিবস সম্পর্কে শিশুদের কী শেখাবেন, কী বলবেন তাঁদের? জানুন এখানে
হাতির দাঁতের তৈরি অলঙ্কার বা সামগ্রী ব্যবহার না করা, বন্যপ্রাণী রক্ষাকারী সংস্থায় অনুদান দেওয়া, হাতি সংরক্ষণ সংক্রান্ত প্রচারে অংশ নেওয়া, বন ধ্বংসের বিরুদ্ধে সচেতনতা ছড়ানো তাই জরুরি। ২০১৬ সালে ১৮০টির বেশি দেশ CITES (Convention on International Trade in Endangered Species) চুক্তি সই করে হাতির দাঁতের আন্তর্জাতিক বাণিজ্য প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেয়। তবে অবৈধ বাজার এখনও সক্রিয়, যা নিয়ন্ত্রণে রাখতে আইন প্রয়োগ ও জনসচেতনতা জরুরি।
আরও পড়ুন- গোছা গোছা চুল উঠছে? সকালে খালি পেটে খান এক সুপার ফুড, এক মাসেই ম্যাজিক দেখুন
হাতি সংরক্ষণ মানে শুধু তাই একটি প্রজাতিকে বাঁচানো নয়—বরং একটি পূর্ণাঙ্গ বাস্তুতন্ত্র রক্ষা করা। হাতি যদি বন থেকে হারিয়ে যায়, তাহলে তার প্রভাব পড়বে অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের ওপরও।