Sawan 2025: জানুন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রহস্য! জীবন বদলে যাবে এই এক অভ্যাসে

Sawan 2025: শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুড়ি? ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক কারণ মিলিয়ে জানুন এই অভ্যাস কীভাবে আনতে পারে সৌভাগ্য, শান্তি আর সমৃদ্ধি।

Sawan 2025: শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুড়ি? ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক কারণ মিলিয়ে জানুন এই অভ্যাস কীভাবে আনতে পারে সৌভাগ্য, শান্তি আর সমৃদ্ধি।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Green Bangles in Shravan

Sawan 2025: শ্রাবণ মাসে সবুজ চুড়ি।

Sawan 2025: ভারতীয় সংস্কৃতিতে শ্রাবণ মাস (Sawan) বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। শিবপূজার পবিত্র মাস হিসেবে পরিচিত এই সময়ে ভক্তরা নানা রীতি ও আচার-অনুষ্ঠান পালন করে থাকেন। এই মাসে মহিলাদের হাতে সবুজ চুড়ি দেখা একেবারেই সাধারণ ব্যাপার হলেও, এর পেছনে রয়েছে গভীর অর্থ এবং বিশ্বাস।

Advertisment

সবুজ চুড়ি পরার কারণ

সবুজ রঙ বরাবরই প্রকৃতি, শান্তি, উন্নতি ও সমৃদ্ধির প্রতীক। বর্ষাকালে চারপাশ ভরে ওঠে গাছপালায়, মাঠে ফসলের সবুজ প্রকৃতি জীবন এবং আশার বার্তা দেয়। তাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা শুধু সাজসজ্জার অংশ নয়, বরং একটি শুভ লক্ষণ।

Advertisment

আরও পড়ুন- দ্রুত গলবে পেটের চর্বি, এই যোগাসন দিনে মাত্র ১০ মিনিট, তাতেই দেখবেন কামাল

পণ্ডিত বিনোদ তিওয়ারির মতে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা মানে সৌভাগ্যকে আহ্বান করা। এটি বিবাহিত নারীর দাম্পত্য সুখ ও স্বামীর দীর্ঘায়ুর প্রতীক হিসেবেও ধরা হয়। পাশাপাশি, অবিবাহিত মহিলাদের জন্য এটি শুভ বিবাহের সম্ভাবনা বৃদ্ধি করে বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী, সবুজ রঙ ইতিবাচক শক্তি বহন করে। এটি মনকে শান্ত রাখে, হতাশা দূর করে এবং জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস সম্পর্কে শিশুদের কী শেখাবেন, কী বলবেন তাঁদের? জানুন এখানে

শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিক দিক থেকেও সবুজ রঙের বিশেষ প্রভাব রয়েছে। মনোবিজ্ঞানীরা বলেন, সবুজ চোখের জন্য আরামদায়ক রং, যা মানসিক চাপ কমায়। প্রকৃতির সবুজ পরিবেশে সময় কাটালে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং মস্তিষ্কে প্রশান্তি আসে। ফলে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা মানে সারাদিন চোখে ও মনে এই প্রশান্তির ভাব বজায় রাখা।

আরও পড়ুন- গোছা গোছা চুল উঠছে? সকালে খালি পেটে খান এক সুপার ফুড, এক মাসেই ম্যাজিক দেখুন

শ্রাবণ মাস এলেই বাজারে সবুজ চুড়ির বিক্রি তুঙ্গে ওঠে। সাধারণত এগুলির দাম পঁচিশ টাকা ডজন থেকে শুরু হয়, তবে নকশা ও মান অনুযায়ী দাম বাড়তে পারে। এই সময়ে গয়নার দোকান ও সাজগোজের শোরুমগুলোতেও আলাদা করে সবুজ চুড়ির স্টক রাখা হয়।

আরও পড়ুন- জিভে জল না মটনের সেরা প্রিপারেশন! অতিথিদের মন জয় বাঁ হাতের খেল

সবুজ চুড়ি নারীর সাজ সম্পূর্ণ করে, তাঁকে আত্মবিশ্বাসী করে তোলে এবং সামাজিকভাবে একটি বিশেষ মর্যাদা দেয়। বিবাহিত নারীদের জন্য এটি স্বামীর মঙ্গল কামনার এক প্রতীক। পাশাপাশি, সবুজের শীতল প্রভাব মনকে স্থির রাখে। ইতিবাচক শক্তি বাড়িয়ে দেয়। দীর্ঘক্ষণ কমপিউটার বা মোবাইলে কাজ করা চোখের ক্লান্তি কমায়। আধুনিক পোশাকের সঙ্গেও মানিয়ে যায়।

শ্রাবণ মাসে সবুজ চুড়ি শুধু এক টুকরো অলংকার নয়, বরং সৌভাগ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধির এক প্রতীক। ধর্মীয় বিশ্বাস, বৈজ্ঞানিক প্রমাণ এবং সামাজিক মর্যাদা—সব মিলিয়ে এই ছোট্ট অভ্যাস জীবনকে বদলে দিতে পারে। তাই এই শ্রাবণে যদি আপনি এখনও সবুজ চুড়ি না পরে থাকেন, তাহলে একবার চেষ্টা করে দেখতেই পারেন সাজ বদলাতে।

2025 Sawan