Name starts with 'B': নামের প্রথম অক্ষর দিয়ে মানুষের ব্যক্তিগত নানা দিক জানা সম্ভব। শুধু তাই নয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে কতদূর উন্নতি করতে পারবে তাও তাঁর নামের প্রথম ইংপেজি অক্ষর দেখে নাকি খানিকটা বুঝতে পারা যায়!
যাঁদের নাম ইংরেজি অক্ষর B দিয়ে শুরু হয় তাঁরা কেমন হয়?
যাঁদের নামের প্রথম অক্ষর ইংরেজি B দিয়ে শুরু হয় তাঁরা সাধারণত জেদি প্রকৃতির হয়ে থাকেন। তবে এদের মধ্যে সৃজনশীল চিন্তা ভাবনা থাকে। একগুচ্ছ ইতিবাচক দিক রয়েছে এদের চরিত্রে। তারা কারও আপদ-বিপদে ঝাঁপিয়ে পড়তে দু'বার ভাবেন না। এরা খুব ভালো বন্ধু হতে পারে।
একই সঙ্গে যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি B দিয়ে শুরু হয় তাদের নানা রকম নতুন নতুন অভিজ্ঞতা সম্মুখীন হতে বেশ ভালো লাগে। কখনো কখনো নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে গিয়ে বিপদেরও আশঙ্কাও থাকে। তবে সেই আশঙ্কা মাথায় নিয়েই এরা নিজের লক্ষ্যে এগিয়ে চলে।
আরও পড়ুন- BSNL internet speed: রকেট গতিতে ছুটবে ইন্টারনেট! BSNL-এর গ্রাহকরা ফোনে শুধু করুন এই কাজটি
যাদের নামের প্রথম অক্ষর ইংরেজির B দিয়ে শুরু তাদের প্রায়শই জটিল কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। তবে এরা এই জটিল পরিস্থিতির মধ্যে পড়তে অনেক সময় পছন্দ করেন। নিজের কর্তব্যবোধ থেকে এরা কখনওই পিছু হঠেন না। প্রিয়জনের প্রতি এরা সর্বদাই কেয়ারিং হন।
আরও পড়ুন- BSNL Recharge Plans: অভাবনীয় অফার BSNL-এর! নামমাত্র খরচে ৮৪ দিন আনলিমিটেড ভয়েসকল, ‘অফুরন্ত’ ইন্টারনেট
তবে এদের ভীষণ জেদও কখনও কখনও বেশ সমস্যা তৈরি করতে পারে। নিজের প্রতি এদের এতটাই বিশ্বাস থাকে যে অন্যের কথা এদের অনেকেই ধর্তব্যের মধ্যে আনতে চান না। ইংরেজি B অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের অনেকেই বেশ আবেগপ্রবণ হয়ে থাকেন। তাই বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে গেলে আবেগের কারণে কখনও কখনও এদের ভুলও হয়ে যায়।
আরও পড়ুন- Harassment in office: অফিসে লাগাতার পেছনে লাগছে কেউ? ঝামেলা নয়, সহজ এই কাজেই পান মুক্তি