crows may brings good luck: কাকের ডাকের সঙ্গে সবাই পরিচিত। এই কাককে হিন্দু ধর্মে অনেকেই অশুভ বলে মনে করেন। কাকের ডাক শুভ নয় বলেই বিশ্বাস অনেকের। কিন্তু জানেন কি জ্যোতিষদের একাংশের মতে এই কাকই আপনার জীবনটাই বদলে দিতে পারে। তাও অল্প দিনের মধ্যেই! বিশেষ এই প্রতিবেদনে জ্যেতিষবিদদের কয়েকজনের মত নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
অনেকেরই বিশ্বাস, কোনও শুভ কাজে যাওয়ার আগে কাক ডাকলে তা অশুভ ইঙ্গিত করে। জ্যোতিষবিদদের অনেকের মতে, কাকের কিছু লক্ষণ আমাদের জীবনে শুভ ক্ষণ ডেকে আনে। জ্যোতিষবিদদের একাংশ বলছেন, শনিদেবের বাহন হল কাক। শনিবার আপনার বাড়িতে কাক ঢুকে পড়লে কখনও তাড়াবেন না। বরং তার পছন্দের খাবার খেতে দিন। এতে শনিদেব তুষ্ট হবেন।
কিছু জ্যোতিষীর মতে, সকাল-সকাল বাড়ির সামনে কাকের ডাক শুনতে পেলে ধরে নেওয়া হয় যে ওই বাড়িতে অতিথি আসতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে বেরনোর আগে কাকের ডাক শুনলে তা শুভ বলে ইঙ্গিত করে। যে কাজে যাচ্ছেন তা সফল হতে পারে। এমনও বিশ্বাস জ্যোতিষবিদদের কারও কারও।
আরও পড়ুন- General Knowledge: বিশ্বের কোন ৩ জনের পাসপোর্ট লাগে না জানেন? উত্তরটা জানলে তাজ্জব হবেন!
আরও পড়ুন- GK: উত্তরটা জানলে চমকে উঠবেন! পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম বলতে অনেকেই ভিরমি খাবেন!
তৃষ্ণার্ত কাককে আপনি জল পান করতে দিন। জ্যোতিষবিদদের অনেকের মতে, এই কাজটি করলে আপনার হাতে অল্পদিনের মধ্যেই বিপুল টাকা এসে যেতে পারে। আর্থিকভাবে আপনি দুর্দশাগ্রস্ত থাকলে অল্পদিনের মধ্যেই সমৃদ্ধ হতে পারেন। যদিও এই বিশেষ নিবন্ধটির বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই। শুধুমাত্র জ্যোতিষবিদদের কারও কারও মত নিয়েই এই প্রতিবেদনটি লেখা।
আরও পড়ুন- Oil less Poori Recipe: একফোঁটা তেলও লাগবে না, জলেই ভাজুন ফুলকো ফুলকো লুচি! জানুন বাম্পার রেসিপি