/indian-express-bangla/media/media_files/2024/10/19/pPXYPS6TYKmVs0ktrbUo.jpg)
প্রতীকী ছবি।
General Knowledge: ভারতের জাতীয় সংগীত, পশু, ফল, ফুল, প্রতীক রয়েছে। আমাদের দেশের জাতীয় ফুল হল পদ্ম। ঠিক তেমনই রাজ্যগুলিরও আলাদা করে প্রতীক থাকে। ভারতের জাতীয় ফুল পদ্ম। কিন্তু আপনি কি জানেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী? শুনতে অবাক লাগলেও এই প্রশ্নের উত্তর দিতে ভিরমি খাবেন তাবড় শিক্ষকরাও। বিশেষ এই প্রতিবেদনে সেব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
জেনারেল নলেজ কিংবা সাধারণ জ্ঞান বাড়ানোর প্রয়োজনীয়তা অসীম। বিশেষ করে চাকরির পরীক্ষায় এই ধরনের অফবিট বেশ কিছু প্রশ্নের মুখে পড়তেই হয় পরীক্ষার্থীদের। ভারতের জাতীয় ফুল হল পদ্ম। আর পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল এই শরৎকালেই ফোটে। সেই ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে বাংলার আকাশে-বাতাসে। এই ফুলের সুবাসই জানান দেয় দুর্গাপুজো আসছে।
এবার বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হল শিউলি। সাদা এই মিষ্টি গন্ধযুক্ত এই শিউল ফুল রাতে ফোটে। সকালে আবার ঝরে যায়। বর্ষা পেরিয়ে শরৎ আসতেই গাছে-গাছে পেঁজা তুলোর মতো শিউলি ফুল ফুটতে শুরু করে। শিউলি ফুলের মিষ্টি গন্ধে ম-ম করে গ্রামীণ বাংলা।
আরও পড়ুন- Auto Rickshaw: অটোয় কেন ৩টি চাকাই হয়? এর আসল কারণ জানলে চমকে উঠবেনই!
আরও পড়ুন-Vastu Tips: বাড়ির সদর দরজায় জুতো রাখছেন? সত্যিই এটা অশুভ? নাকি এতেই লুকিয়ে সাফল্যের জাদুকাঠি?
আরও পড়ুন- Money Plant: খবরদার! ভুলেও কখনও এই মানিপ্ল্যান্ট বাড়িতে লাগাবেন না, পরিবার ধ্বংস হয়ে যাবে!
শিউলি ফুলকেই পশ্চিমবঙ্গে রাজ্য ফুল হিসেবে বিবেচনা করা হয়। এই শিউলি গাছের গুণাগুণ অনেক। শিউলি পাতার রস সর্দি-কাশি, হালকা জ্বরের উপশম করে। এছাড়াও শিউলির বীজ গুঁড়ো করে মাথায় লাগালে খুশকির হাত থেকে রেহাই মেলে। সব মিলিয়ে বহু গুণের অধিকারী এই শিউলি ফুল। সেই কারণেই মিষ্টি গন্ধুযুক্ত এই ফুলই পশ্চিমবঙ্গের রাজ্য ফুল।