Advertisment

Travel Tips: বাচ্চাদের নিয়ে বেড়াতে যাচ্ছেন? এই জিনিসগুলি সঙ্গে রাখতে ভুলবেন না

Travel Tips: বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে বিশেষ কয়েকটি জিনিস সঙ্গে রাখলে হঠাৎ করে আপনাকে বিপদে পড়তে হবে না। বিশেষ এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই বিশদে আলোচনা করা হল।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
Top 10 travel tips,Travel tips for beginners,Unique travel tips,Travel tips packing,Travel tips meaning,Travel tips and tricks,Top 5 travel tips,Travel tips for flyinghealth tips,lifestyle,Travel,Travel Tips,kids health,বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে সঙ্গে কী কী রাখতে হবে

Travel Tips: প্রতীকী ছবি।

while travelling with a baby dont forget to keep these essentials things: আট থেকে ৮০, বেড়াতে যেতে মন কার না চায়! অনেকে যেমন কাছেপিঠের কোনও ঠিকানায় যান, তেমনই অনেকে পাড়ি জমান দূরে কোথাও। কেউ কেউ একা বেড়িয়ে পড়েন, কেউ আবার বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে ভালোবাসেন। কেউ আবার পরিবার নিয়ে বেড়াতে যেতে বেশি পছন্দ করেন। এক্ষেত্রে সেই দলে বাচ্চারাও থাকে। বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়ার আগে আপনাকে বেশ কয়েকটি জিনিস নিয়ে সতর্ক থাকতেই হবে। বিশেষ এই প্রতিবেদনে সে ব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Advertisment

বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়ার সময় এই জিনিসগুলি সঙ্গে রাখুন: 

ওআরএস (ORS)

বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে সঙ্গে ওআরএস সঙ্গে রাখতে ভুলবেন না। বেড়াতে গেলে অনেক সময় জল কম খাওয়া হয় বাচ্চাদের। একই সমস্যা শুধু বাচ্চাদেরই নয়, বড়দের ক্ষেত্রেও দেখা যায়। বাইরের জল খেলে অনেক সময় পেট খারাপের সমস্যাও দেখা দেয়। অনেক সময় বমি এবং পেট খারাপের সমস্যা একসঙ্গে দেখা দিতেই পারে। এক্ষেত্রে বাচ্চা-বড়দের ওআরএস ফিট রাখতে সাহায্য করবে।

Advertisment

অ্যালার্জির ওষুধ 

বেড়াতে গেলে অনেক সময় ধুলো থেকে হোক বা এদিক-ওদিক হাত দেওয়াকে কেন্দ্র করে হোক যেসব বাচ্চাদের আগে থেকে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে। কিংবা আবহাওয়ার পরিবর্তনের ফলেও নতুন করে অ্যালার্জি হতে পারে। তাই বাচ্চাদের নিয়ে গেলে অ্যালার্জির ওষুধ সঙ্গে রাখুন।

আরও পড়ুন- 5 Nigella Seeds Benefits: কালো জিরের এত গুণ! রোজ খেলেই এই ৫ সমস্যা থেকে মুক্তি

জ্বরের ওষুধ ও সঙ্গে থার্মোমিটার 

বেড়াতে গেলে অনেক সময় আবহাওয়ার বদলে দরুন বাচ্চাদের জ্বরের সমস্যা হতে পারে। তাই বেড়াতে যাওয়ার আগে কিছু জ্বরের ওষুধ সঙ্গে নিয়ে নিন। সেই সঙ্গে রাখুন একটি থার্মোমিটার। জ্বরের ওঠানামা খেয়াল রাখতে সুবিধা হবে।

ঠান্ডা লাগার ওষুধ সঙ্গে রাখুন 

একইভাবে সর্দি-কাশি ঠান্ডা লাগার মত উপসর্গও বেড়াতে গেলে হতে পারে। বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, তাই তারা এই সমস্যায় বেশি ভুগতে পারে। বেড়াতে গেলে ঠান্ডা লাগা, কাশি-সর্দির ওষুধ সঙ্গে নিন।

আরও পড়ুন- Amla side effects: রোজ সকালে খালি পেটে আমলকির রস খাচ্ছেন? জানেন কী ক্ষতি করছেন শরীরের?

পেট খারাপের ওষুধ নিতেই হবে 

বাড়ির বাইরে পা রাখলে বা বেড়াতে গেলে খাওয়া-দাওয়ার একটু হেরফের হয়। রুটিনের বাইরে গিয়ে বেশ কিছু খাবার আমরা খেয়ে ফেলি। বাচ্চারাও চকলেট, চিপস, সফট ড্রিংকসের আসক্তির দরুন সমস্যায় পড়তে পারে। তাই বেড়াতে গেলে পেট খারাপের ওষুধ সঙ্গে আগে নিতে হবে।

অ্যান্টিসেপটিক ক্রিম 

বাচ্চাদের নিয়ে বেড়াতে গেলে সঙ্গে অ্যান্টিসেপটিক লোশন বা ক্রিম সঙ্গে রাখতে পারেন। ছোটখাটো কাটা-ছেঁড়া থেকে উপশম মিলবে।

lifestyle kids travel kids health
Advertisment