Durga Puja: রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?

Durga Puja: বিবাহিত ব্যক্তির পরিবারিক জীবনে শান্তি এবং ভালোবাসা বৃদ্ধিতে এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। অবিবাহিত ব্যক্তিও উপযুক্ত জীবনসঙ্গী প্রাপ্তি ও সুখী বিবাহের জন্য এই দেবীর উপাসনা করেন।

Durga Puja: বিবাহিত ব্যক্তির পরিবারিক জীবনে শান্তি এবং ভালোবাসা বৃদ্ধিতে এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। অবিবাহিত ব্যক্তিও উপযুক্ত জীবনসঙ্গী প্রাপ্তি ও সুখী বিবাহের জন্য এই দেবীর উপাসনা করেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Durga Puja

Durga Puja 2025: দেবীর এই রূপের রয়েছে বিশেষ গুরুত্ব।

Durga Puja 2025: মা মহাগৌরী দেবী পার্বতীরই রূপ। কিংবদন্তি অনুসারে, পার্বতী শিবের প্রতি ভক্তি অর্জনের জন্য তীব্র তপস্যা করেছিলেন। কঠোর তপস্যার ফলে তাঁর ত্বক কালো হয়ে গিয়েছিল। অবশেষে ভগবান শিব যখন তাঁর ভক্তি গ্রহণ করেছিলেন, তখন গঙ্গার পবিত্র জল ছিটিয়ে তাঁর রূপ ফর্সা, উজ্জ্বল এবং দীপ্তিময় হয়ে ওঠে। এই রূপান্তরিত রূপেই জন্ম নেন দেবী মহাগৌরী বা মহাগৌরী রূপ।

Advertisment

নবরাত্রির অষ্টমীর দিনে দেবী মহাগৌরীর পূজা করা হয়। তিনি শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক। রাহু গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে, তিনি মানুষের জীবনে অশুভ প্রভাব দূর করে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন। বিবাহিত ব্যক্তির পরিবারিক জীবনে শান্তি এবং ভালোবাসা বৃদ্ধিতে এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। অবিবাহিত ব্যক্তি উপযুক্ত জীবনসঙ্গী প্রাপ্তি ও সুখী বিবাহের জন্য এই দেবীর উপাসনা করেন।

আরও পড়ুন- সপ্তমীতে দেবী কালরাত্রির উপাসনা, কে দেবী কালরাত্রি, দুর্গাপূজার সঙ্গে তাঁর সম্পর্ক কী?

Advertisment

পূজা করার পদ্ধতি ও উপকরণ

আরও পড়ুন- দুর্গাপূজায় পঞ্চমী থেকেই এখন 'মহা' শব্দটা জুড়ে দেওয়ার চল, শাস্ত্র কী বলে?

সাদা ফুল অর্পণ করুন: বিশেষ করে জুঁই বা মোগরা। প্রদীপ ও ধূপকাঠি জ্বালান: ঘি প্রদীপ জ্বালানো হয়। ভোগ হিসেবে নারকেলের মিষ্টি বানান। মন্ত্র জপ ও ভক্তিমূলক গান করুন। মায়ের রূপ ও গুণাবলীর ধ্যান করুন। দান-তীর্থ ও দাতব্য কাজ করুন।

 আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন কেরল, কমখরচে কীভাবে ঘুরবেন জেনে নিন!

মহাগৌরী ভক্তদের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সহায়ক। তিনি বাধা দূর করেন, আধ্যাত্মিক জ্ঞান ও বস্তুগত সাফল্য অর্জনে সাহায্য করেন। রাহুর অশুভ প্রভাব কমিয়ে মানসিক চাপ, বিভ্রান্তি ও দুর্ভাগ্য দূর করেন। বিশুদ্ধ চক্রের সঙ্গে সংযুক্ত এই দেবী আত্ম-প্রকাশ, সত্যের সন্ধান এবং স্পষ্ট যোগাযোগের প্রতীক।

আরও পড়ুন- দেবী দুর্গার কলাবউ! এর প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে আছে মহাশক্তির রহস্য?

ভক্তরা বিশ্বাস করেন, পবিত্র হৃদয় এবং আন্তরিক ভক্তি নিয়ে পূজা করলে দেবী মহাগৌরী তাঁদের সহায় হন। এই পূজার মাধ্যমে পরিবারে শান্তি, ভালোবাসা এবং সমৃদ্ধি আসে। শারীরিক সুস্থতা, আর্থিক স্থিতিশীলতা এবং সুখী জীবন নিশ্চিত হয়। নবরাত্রির অষ্টমীতে মা মহাগৌরীর পূজা করলে শুধু আধ্যাত্মিক শান্তি নয়, জীবনের সব ক্ষেত্রে শুভলাভ হয়। ভক্তরা ধ্যান ও প্রার্থনার মাধ্যমে তাঁর কৃপা লাভ করেন এবং দেবী মহাগৌরীর আশীর্বাদে জীবন পূর্ণ এবং ধন্য হয়।

2025 Durga Puja