Maha Ashtami: দুর্গাপূজায় পঞ্চমী থেকেই এখন 'মহা' শব্দটা জুড়ে দেওয়ার চল, শাস্ত্র কী বলে?

Maha Ashtami: দুর্গাপূজায় কি সব তিথিকেই 'মহা' বলা যায়। দুর্গাপূজা জন্যই 'মহা' বলা হচ্ছে? নাকি এর কোনও আলাদা আধ্যাত্মিক তাৎপর্যও আছে? ঠিক কী বলা আছে শাস্ত্রে?

Maha Ashtami: দুর্গাপূজায় কি সব তিথিকেই 'মহা' বলা যায়। দুর্গাপূজা জন্যই 'মহা' বলা হচ্ছে? নাকি এর কোনও আলাদা আধ্যাত্মিক তাৎপর্যও আছে? ঠিক কী বলা আছে শাস্ত্রে?

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Maha Ashtami

Maha Ashtami: 'মহা' শব্দটি কি দুর্গাপুজোর তিথিগুলোর সঙ্গে যেতে পারে?

Durga Puja 2025: দুর্গাপূজা আজ শুধু আচার নয়, এক সামাজিক উৎসবও বটে। কিন্তু শাস্ত্রীয়ভাবে প্রতিটি তিথির নিজস্ব তাৎপর্য রয়েছে। বর্তমানে অনেকসময় প্রতিটি দিনকে 'মহা' শব্দে অভিহিত করা হলেও, শাস্ত্র কিন্তু সেটা বলে না।

Advertisment

শাস্ত্র অনুসারে কেবল অষ্টমী ও নবমী তিথিই 'মহা' বলে পরিচিত। কালিকা পুরাণে স্পষ্ট বলা হয়েছে, 'আশ্বিনস্য তু শুক্লস্য ভবেদ্ যা অষ্টমী তিথিঃ। মহাষ্টমীতি সা প্রোক্তা দেব্যাঃ প্রীতিকরা পরা।। ততেঽনু নবমী যা স্যাৎ সা মহানবমী স্মৃতা।' অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি মহাষ্টমী নামে পরিচিত, আর তার পরের নবমী মহানবমী নামে খ্যাত। 

আরও পড়ুন- নবরাত্রির ষষ্ঠীতে পুজো হয় দেবী কাত্যায়নীর, জানেন কে তিনি, কী মাহাত্ম্য?

Advertisment

কেবল এই দুটি তিথিই 'মহা' কেন?

কেন কেবল অষ্টমী ও নবমীই মহা? অষ্টমী ও নবমী তিথিতেই পূজার চারটি মূল কর্ম— স্নপনম্ (অভিষেক), পূজনম্, বলিদান ও হোম সম্পূর্ণভাবে সম্পন্ন হয়। প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত বা সপ্তমীতে এসব পূর্ণভাবে হয় না। দশমীতে পূজা সমাপন হয়, তাই সেদিন নতুন সঙ্কল্প করা হয় না। এর মধ্যে অষ্টমী তিথিতে দেবীর পূজার মাধ্যমে মহাবিপদ নিবারণ হয়। তাই এটি মহাষ্টমী নামে খ্যাত।

আরও পড়ুন- ষষ্ঠীতে দুর্গাপূজার বোধন! নবরাত্রি তো শুরুই হয়ে গিয়েছে, বোধনের দরকার কী?

এই তিথিতে ভক্তরা দেবীর কাছে রক্ষা, শক্তি ও সাহস প্রার্থনা করেন। নবমী তিথিতে দেবী পূজককে মহাসম্পদ, সৌভাগ্য ও সিদ্ধি দান করেন। তাই এই তিথি মহানবমী নামে পরিচিত। নবমীর পূজা শেষে বিশেষ হোম ও যজ্ঞ হয়। 

আরও পড়ুন- কেন এদিনের ষষ্ঠীকে দুর্গাষষ্ঠী বলা হয়? এর পিছনে রয়েছে এই কাহিনি!

লিঙ্গ পুরাণে বলা হয়েছে, 'অষ্টমী ও নবমী তিথিতে সম্পাদ্যন্তে যজ্ঞ, বলিদান, হোমাদি মহাকর্ম সম্পূর্ণ হয়। তাই এই দুই তিথিই মহা অষ্টমী ও মহানবমী নামে খ্যাত।' আজকাল অনেক জায়গায় দুর্গাপূজার প্রতিটি দিনেই 'মহা' শব্দ যুক্ত করা হচ্ছে। শাস্ত্রে এর উল্লেখ নেই। তাই এটি ভুল। কেবল অষ্টমী ও নবমীই 'মহা' তিথি। অর্থাৎ, চতুর্থ থেকে বাকি দিনগুলো যেমন সপ্তমী বা দশমী কখনও 'মহা সপ্তমী' বা 'মহা দশমী' নয়। যে দুটি দিন 'মহা', তার মধ্যে মহাষ্টমী অশুভ শক্তি এবং মহাবিপদ থেকে মুক্তি লাভের দিন। মহানবমী সমৃদ্ধি, কল্যাণ এবং পূর্ণতার প্রতীক।

আরও পড়ুন- একাই সামলেছেন জমিদারি-ব্যবসা, দক্ষিণেশ্বর মন্দির অমর করেছে রাসমণিকে

মনে রাখতে হবে যে, দুর্গাপূজার প্রতিটি দিনের মাহাত্ম্য আলাদা হলেও শাস্ত্রীয়ভাবে 'মহা' শব্দ কেবল অষ্টমী ও নবমী তিথির জন্যই প্রযোজ্য। তাই দুর্গাপূজার সঠিক রীতি মানতে গেলে এই দুই দিনকেই বিশেষ মর্যাদা দেওয়া উচিত।

2025 Durga Puja