Advertisment

Relationship goals: ভুলগুলিকে এড়িয়ে যাবেন না, নষ্ট হতে পারে সুস্থ দাম্পত্য সম্পর্ক!

Relationship goals: আপনিও কি আপনার দাম্পত্য জীবনে বারবার এমন ভুলের পুনরাবৃত্তি করছেন? সময়মতো এই ভুলগুলো শুধরে না নিলে সম্পর্ক ভেঙেও যেতে পারে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
biggest mistakes in married life

আপনিও কি আপনার দাম্পত্য জীবনে বারবার এমন ভুলের পুনরাবৃত্তি করছেন?

Relationship goals: এই ভুলগুলি সুস্থ দাম্পত্য সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, এখনই স্বামী-স্ত্রী'র সাবধান হওয়া দরকার। 

Advertisment

আপনিও কি আপনার দাম্পত্য জীবনে বারবার এমন ভুলের পুনরাবৃত্তি করছেন? সময়মতো এই ভুলগুলো শুধরে না নিলে সম্পর্ক ভেঙেও যেতে পারে।

স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া, রাগ, অভিমান খুবই স্বাভাবিক। আপনিও নিশ্চয়ই কখনও না কখনও এই সাধারণ সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রবীণদের কাছ থেকে আমরা সকলেই শুনেছি যেখানে প্রেম আছে, সেখানে দ্বন্দ্বও আছে। কিন্তু বিবাহিত জীবনে নিজের অজান্তে করা কিছু ভুল স্বামী-স্ত্রীর সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। এই ধরনের ভুলের কারণে আপনার সম্পর্কের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়তে পারে। অনেক সময় এইসব ভুলের কারণে বিষয়টি ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়।

থাকুন ঝরঝরে, ফিট! সাত দিনেই কমান অতিরিক্ত স্থূলতা

ছোটখাটো অশান্তিকে উপেক্ষা করা-  কখনও কখনও স্বামী-স্ত্রীর মধ্যে কিছু কিছু ছোটখাটো অশান্তি লেগেই থাকে। অধিকাংশ ক্ষেত্রে সেই সব সমস্যা নিয়ে দম্পতিরা খুব বেশি মাথা ঘামান না। বিষয়গুলির সমাধান করার পরিবর্তে সেগুলি তারা চাপা দিতে শুরু করেন। অমীমাংসিত বিরোধ দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির প্রাচীর তৈরি করতে পারে।

কমিউনিকেশন গ্যাপ- কাজের চাপে আজকাল স্বামী-স্ত্রী দুজন দুজনের সঙ্গে সেভাবে কথা বলার সময়টুকুও পান না। অথবা যে সময় তারা একসঙ্গে থাকেন তারা তখন হাতে থাকা স্মার্টফোনে আসক্ত থাকেন। সম্পর্কের ক্ষেত্রে দুজনের মধ্যে যদি কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা দূর করার চেষ্টা করুন। কমিউনিকেশন গ্যাপ  ভবিষ্যতে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বিচ্ছেদের প্রধান কারণ হয়ে উঠতে পারে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার অব্যর্থ টোটকা, ২১ দিনেই হাতেনাতে ফল পান

আর্থিক সংকট- স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে আর্থিক সংকটও প্রভাব ফেলে। অনেক সময় স্বামীরা নিজেদের সমস্যা স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন তা না করে আর্থিক সংকট নিয়ে স্বামী-স্ত্রীর খোলামেলা দুজন দুজনের সঙ্গে কথা বলা উচিত। তাতে করে সম্পর্ক ভালো থাকবে। অভাবে আলাদা না হয়ে একসঙ্গে থেকে অভাবকে মেটানোর চেষ্টা করা উচিত। 

একে অপরের অনুভূতিকে উপেক্ষা করা- আপনি যদি আপনার বিবাহিত সম্পর্ককে সুস্থ ও স্বাভাবিক রাখতে চান তাহলে উভয়েরই একে অপরের সাথে আবেগ দিয়ে বোঝার চেষ্টা করা উচিত। যে কোন সম্পর্কে মেন্টাল অ্যাটাচমেন্ট অনেক বেশি জরুরি। 

কখনও কখনও স্বামী-স্ত্রী একে অন্যের ইচ্ছা বা লক্ষ্যকে উপেক্ষা করেন। হেয় করেন।  সেটা একেবারেই করা উচিত নয়। সম্পর্ককে শ্রদ্ধ করতে শিখতে হবে। না হলে শীঘ্রই  আলাদা হওয়ার রাস্তা চওড়া হতে পারে। 

Live in Relationship
Advertisment