Portable-mini-ac: হুড়মুড়িয়ে বিক্রি! ৪০০ টাকাতেই গরম থেকে বিরাট স্বস্তি, মিনি কুলারে বড় ম্যাজিক

Portable-mini-ac: মাত্র ৪০০ টাকার এই Mini AC এখন হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে অনলাইনে। দেওয়াল ভাঙার ঝামেলা ছাড়াই ঘর ঠান্ডা হবে কয়েক মিনিটে। জানুন দাম, ফিচার ও কেনার পদ্ধতি।

Portable-mini-ac: মাত্র ৪০০ টাকার এই Mini AC এখন হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে অনলাইনে। দেওয়াল ভাঙার ঝামেলা ছাড়াই ঘর ঠান্ডা হবে কয়েক মিনিটে। জানুন দাম, ফিচার ও কেনার পদ্ধতি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Portable-mini-ac: ব্যাপক বিক্রি হচ্ছে।

Portable-mini-ac: ব্যাপক বিক্রি হচ্ছে। (প্রতীকী ছবি)

Portable-mini-ac: গরমে হাঁসফাঁস অবস্থা? এসি বা কুলার কেনার কথা ভাবছেন? কিন্তু বাজেট হাতের বাইরে? চিন্তার কিছু নেই! বাজারে মাত্র ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে মিনি পোর্টেবল এসি। যা আপনার ঘর বা কাজের টেবিল ঠান্ডা রাখবে। এই ‘ম্যাজিক’ মেশিন এখন অনলাইনে হট কেকের মতো বিকি হচ্ছে। এই মিনি এসির জন্য আপনাকে দেওয়ালে খোঁড়াখুঁড়ির ঝামেলায় যেতে হবে না। কোনও জটিল ইনস্টলেশনের ব্যাপার নেই। অতিরিক্ত বিদ্যুৎ খরচের ভয়ও নেই। ফলে মধ্যবিত্তর হাতের নাগালেই রয়েছে এই এসি।

Advertisment

মিনি পোর্টেবল এসি: কীভাবে কাজ করে?

এই এসিগুলো সাধারণত ইউএসবি বা চার্জার দিয়ে চালানো যায়। এতে জল বা বরফ দিতে হয়। যা বাষ্প হয়ে বাতাসকে ঠান্ডা করে। অনেক মডেলে রয়েছে স্প্রে মোড, উইন্ড মোড, টাইমার এবং LED আলো। এসব ডিভাইস টেবিলের ওপরেই রাখা যায় এবং খুব হালকা আর সহজে বহনযোগ্য।

আরও পড়ুন- মাত্র ২০ টাকায় বাথরুমের দাগ আর দুর্গন্ধ দূর করুন! এই ঘরোয়া কায়দা একবার ট্রাই করলেই যথেষ্ট

Advertisment

এবং

আরও পড়ুন- আপনার কিডনিতে পাথর আছে? ঘরোয়া এই ৫ পানীয়েই মিলবে আরাম, বলছেন বিশেষজ্ঞরা

সেরা ৩ জনপ্রিয় মডেল

VIHALKRUPA মিনি এসি (১০৯৯ টাকা): ৩টি স্প্রে মোড, LED লাইট, টাইমার, Amazon-এ পাওয়া যাচ্ছে। Elilvendan মিনি এসি (১২৯৯ টাকা): রিমোট কন্ট্রোল, চার্জেবল, ডুয়েল ফ্যান, রঙিন LED লাইট, Kripara ৪ লিটার মিনি এসি (১৩৯৯ টাকা): 
বেশি জলধারণ ক্ষমতা, EMI-তে কিনতে পারবেন, Flipkart-এ ট্রেন্ডিং।

আরও পড়ুন- প্রতিদিন মাত্র দুই মিনিট করুন এই যোগব্যায়াম, মহিলাদের জন্য এর উপকারিতা অপরিসীম

এবং 

আরও পড়ুন- বিল যেমন হুহু করে বাড়বে, তেমন ঠান্ডাও কমবে! ৯০% মানুষ এসি ইস্টলেশনের সময় এই ছোট্ট ভুল'টিই করেন

কার জন্য উপযুক্ত?

যাঁরা বাড়িতে কাজ করেন, ছোট ঘর বা স্টাডি টেবিলের জন্য, শিশুদের পড়ার ঘরে, বাজেট কুলিং অপশন খুঁজছেন যাঁরা। এই মিনি এসিগুলো সাধারণত ৪০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে পাওয়া যায়। আপনি এগুলো Amazon, Flipkart বা স্থানীয় ইলেকট্রনিক দোকান থেকে কিনতে পারবেন। এই মিনি এসিগুলো বড় ঘর ঠান্ডা করতে পারে না। তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য আদর্শ। বিদ্যুৎ খরচ খুবই কম এবং সহজে ব্যবহারযোগ্য। 

Ac Mini Portable