Health Lifestyle: আপনার কিডনিতে পাথর আছে? ঘরোয়া এই ৫ পানীয়েই মিলবে আরাম, বলছেন বিশেষজ্ঞরা

Kidney-stones: কিডনিতে পাথর হলে ঘরে বানানো যায় এই ৫ পানীয় দ্রুত আরাম দিতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় এগুলো খেলে প্রস্রাবের মাধ্যমে পাথর সহজে বেরিয়ে যায়।

Kidney-stones: কিডনিতে পাথর হলে ঘরে বানানো যায় এই ৫ পানীয় দ্রুত আরাম দিতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় এগুলো খেলে প্রস্রাবের মাধ্যমে পাথর সহজে বেরিয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kidney-stones: কিডনিতে পাথর।

Kidney-stones: কিডনিতে পাথর। (প্রতীকী ছবি)

Remove Kidney stones: আজকের দিনে কিডনিতে পাথরের সমস্যা অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। বিশেষ করে যাঁদের জল কম খাওয়ার অভ্যাস, অনিয়মিত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় অভ্যস্ত, তাঁদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কিছু ঘরোয়া কায়দাতেই এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব। এখানে এমন ৫টি ঘরে তৈরি করা যায়, এমন পানীয়র কথা তুলে ধরা হল, যা নিয়মিত খেলে প্রস্রাবের মাধ্যমে কিডনির ছোট পাথর ধীরে ধীরে শরীর থেকে বের হয়ে যেতে পারে।

Advertisment

 ১. নারকেল জল (Coconut Water)

নারকেলের জল প্রাকৃতিক মূত্রবর্ধক। এতে প্রস্রাবের পরিমাণ বাড়ে। এই জল কিডনিকে বিষমুক্ত করে। প্রতিদিন ১-২ গ্লাস করে নারকেলের জল খেলে ছোট পাথর প্রস্রাবের মাধ্যমে বাইরে চলে যেতে পারে।

আরও পড়ুন- আজকেই আটায় মেশান এই ৫ জিনিস, দ্বিগুণ হবে স্বাদ, রুটি উঠবে দোকানের মত ফুলে

Advertisment

২. তুলসী চা (Tulsi Tea)

তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী উপাদান, যা কিডনির কার্যকারিতা বাড়িয়ে তোলে। প্রতিদিন ১ কাপ গরম তুলসী চা খেলে কিডনিতে জমে থাকা ক্ষতিকর উপাদান সহজে বেরিয়ে যায়, এতে কিডনিতে পাথর তৈরি হওয়ার ঝুঁকিও কমে যায়।

আরও পড়ুন- মাত্র ২০ টাকায় বাথরুমের দাগ আর দুর্গন্ধ দূর করুন! এই ঘরোয়া কায়দা একবার ট্রাই করলেই যথেষ্ট

৩. লেবুর জল (Lemon Water) 

লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর গলাতে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম জলে লেবুর রস মিশিয়ে পান করলে পাথর গলে শরীর থেকে বেরিয়ে যেতে পারে।

আরও পড়ুন- প্রতিদিন মাত্র দুই মিনিট করুন এই যোগব্যায়াম, মহিলাদের জন্য এর উপকারিতা অপরিসীম

৪. আপেল সিডার ভিনেগার (Apple Cider Vinegar)

আপেল সিডার ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড পাথর ভাঙতে পারে। ১ গ্লাস জলে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে দিনে দু’বার পান করলে ধীরে ধীরে আরাম পাওয়া যায়। তবে এটি খালি পেটে না খাওয়াই ভালো।

আরও পড়ুন- মাত্র ২টি স্পঞ্জেই পাবেন এসির মত ঠান্ডা ঘর, বিদ্যুৎ খরচ না বাড়িয়ে গরমে স্বস্তি পান এই ঘরোয়া কৌশলে

৫. গমের ঘাসের রস (Wheatgrass Juice)

গমের ঘাস কিডনি পরিষ্কারে কার্যকর। এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে কিডনির পাথর সহজে দূর করতে সাহায্য করে। প্রতিদিন সকালে এক গ্লাস গমের ঘাসের রস পান করলেই ভালো ফল মিলতে পারে।

আরও পড়ুন- সাদা চুল কালো করার ৩টি সহজ ঘরোয়া উপায়, নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও

কিন্তু, মনে রাখতে হবে যে এই ঘরোয়া প্রতিকারগুলি শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের জন্য উপকারী। যদি পাথরের আকার বড় হয় বা ব্যথা তীব্র হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

stones kidney Remove